কিছুদিনের মধ্যে যদি আপনাকে ব্রিস্টল বিমানবন্দর দিয়ে কোথাও যেতে হয়, আপনার সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটতে পারে।
যাত্রীসেবা অঞ্চলে হাসিখুশি এক কর্মীর সঙ্গে দেখা হয়ে যেতে পারে আপনার। হাই-ভিজ জ্যাকেট, স্টিল-টো ক্যাপ জুতা, হয়তো ব্যস্ত হাতে হুইলচেয়ার ঠেলছেন। যদি ফুটবলপ্রেমী হন, লোকটাকে দেখে আপনার চেনা চেনা লাগতে পারে।
আপনি তখন কী করবেন? ভদ্রলোকের চেহারা যাঁর মতো লাগছে, আপনি ফোন বের করে ইন্টারনেটে সার্চ দিয়ে তাঁর ছবি বের করবেন। তারপর সেই ছবিটা ওই যাত্রীসেবা কর্মীকে দেখিয়ে জিজ্ঞাসা করবেন, ‘আপনি দেখতে অনেকটা এই লোকটার মতো, তা–ই না?’
সেই যাত্রীসেবা কর্মী তখন হেসে বলবেন, ‘অনেকেই বলে। বলবেই তো। কারণ, এটা আসলে আমিই!’
আপনি তখন অবাক হবেন। কারণ, আপনার সামনে যে লোকটা দাঁড়িয়ে আছেন, তিনি আর কেউ নন—লুক উইলিয়ামস, এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত যিনি ছিলেন ইংলিশ চ্যাম্পিয়নশিপ ক্লাব সোয়ানসি সিটির কোচ!

আরও পড়ুনম্যারাডোনার ছবি পোস্ট করে কী ইঙ্গিত দিলেন ইয়ামাল৩ ঘণ্টা আগে

লুক উইলিয়ামসের সঙ্গে ঠিক এ ঘটনাটাই ঘটেছিল কিছুদিন আগে। ব্রিস্টল বিমানবন্দরে যাত্রীসেবা কর্মী হিসেবে যোগ দেওয়ার পর ওটা ছিল তাঁর চতুর্থ কর্মদিবস। তখন ইজিজেট ফ্লাইটের গেটে দাঁড়িয়ে, এক যাত্রীকে বাসে তোলার অপেক্ষায়। এমন সময় তিন তরুণ এসে তাঁকে দেখালেন একটি ফোন, যেখানে তাঁর নিজের ছবি! তাঁদের একজন বলেই ফেললেন, ‘আচ্ছা, আপনাকে দেখতে কি এই লোকটার মতো লাগে?’

শারীরিকভাবে অক্ষম যাত্রীদের সহায়তা করছেন লুক উইলিয়ামস.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আপন র

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ