কুষ্টিয়ায় উচ্চমাধ্যমিক পরীক্ষায় একটি বিষয়ের প্রথম পত্রের জায়গায় দ্বিতীয় পত্রের প্রশ্ন বিতরণের অভিযোগে চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে যশোর শিক্ষা বোর্ড। আজ শনিবার সকালে তাঁদের এসব চিঠি দেওয়া হয়েছে। এর মাধ্যমে তিন কার্যদিবসের মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে বোর্ড থেকে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আগামীকাল রোববার যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে জমা দেওয়ার কথা আছে। একই সঙ্গে কুষ্টিয়া জেলা প্রশাসনের করা তদন্ত কমিটিও ঘটনাটি তদন্ত করছে।

আরও পড়ুনকুষ্টিয়ায় সেই কেন্দ্রে দায়িত্বে থাকা পাঁচ শিক্ষককে অব্যাহতি, নতুন প্রশ্নে হবে পুরো বোর্ডের পরীক্ষা২০ ঘণ্টা আগে

গত বৃহস্পতিবার শহরের কুষ্টিয়া আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয় কেন্দ্রে যুক্তিবিদ্যা প্রথম পত্রের নৈর্ব্যক্তিক পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্ন বিতরণ করা হয়। এরপর বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও যশোর শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তদন্তে নামেন।

বোর্ড সূত্রে জানা গেছে, আগামীকালের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের নৈর্ব্যক্তিক প্রশ্ন নতুন করে বিজি প্রেস থেকে ছাপা হয়েছে। সেই প্রশ্নে পুরো যশোর শিক্ষা বোর্ডে পরীক্ষা নেওয়া হবে। এরই মধ্যে সব কটি জেলায় প্রশ্ন পাঠানো শেষ হয়েছে।

আরও পড়ুনকুষ্টিয়ায় এইচএসসি পরীক্ষায় এক পত্রের বদলে আরেক পত্রের প্রশ্ন, থানায় জিডি১০ জুলাই ২০২৫

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মতিন প্রথম আলোকে বলেন, ‘সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বজ্ঞানহীন কাজ আমাদের চরম বিব্রত ও নাজেহাল করেছে। তাঁদের ন্যূনতম ছাড় দেওয়া হবে না। তদন্ত কমিটির প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে। এ ছাড়া জেলা প্রশাসনের গঠিত কমিটি ও ওই চার শিক্ষককে একত্র করে পদক্ষেপ নেওয়া হবে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: যশ র শ ক ষ শ ক ষকক পর ক ষ ত কম ট তদন ত

এছাড়াও পড়ুন:

আগুন পুরোপুরি নিভল ২৬ ঘণ্টায়

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন ২৬ ঘণ্টা পর পুরোপুরি নিভেছে। আগুন নেভাতে এত দীর্ঘ সময় কেন লাগল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ী ও ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুতই ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু অনুমতি না পাওয়ায় এক ঘণ্টার বেশি সময় তাঁরা বিমানবন্দরের ভেতরে ঢুকতে পারেননি। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে পুরো কমপ্লেক্স ভবনে।

ব্যবসায়ীদের দাবি, অগ্নিনির্বাপণের জন্য বিমানবন্দরের ভেতরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিজস্ব তিনটি ইউনিট রয়েছে। সেই ইউনিটগুলো ঘটনাস্থলে এলেও আগুন নেভাতে কার্যকর ভূমিকা রাখতে পারেনি।

ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, বিমানবন্দর একটি অতি গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই)। তাই বলে আগুন নেভাতে ভেতরে প্রবেশের জন্য এক ঘণ্টার বেশি অপেক্ষা করতে হবে? তিনি বলেন, ফায়ার সার্ভিসের ইউনিটগুলোকে যদি আটকে রাখা না হতো, তাহলে আগুনে এত ক্ষয়ক্ষতি হতো না।

সবকিছু আমলে নিয়েই অনুসন্ধান চালানো হবে। যত ধরনের অভিযোগ আছে, প্রতিটি অভিযোগ আমলে নেওয়া হবে। শেখ বশিরউদ্দীন, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা

বিমানবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরাও ফায়ার সার্ভিস সদস্যদের সময়মতো ভেতরে প্রবেশ করতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সমন্বয়হীনতার কারণে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ভেতরে ঢুকতে দেরি হয়েছে। একটি কুরিয়ার সার্ভিসের মালামাল রাখার ছোট্ট স্থান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তাঁদের কেউ কেউ বলেছেন।

ঢাকার বিমানবন্দর এলাকায় গতকাল রোববার সরেজমিনে গিয়ে কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনের চারপাশে সকালেও ধোঁয়া উড়তে দেখা গেছে। ফায়ার সার্ভিস দুই পাশ থেকে পানি দিচ্ছিল সেখানে। বিমানবন্দরের সামনে মানুষের ভিড় দেখা গেছে। তবে বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলের বিপরীত পাশের একাধিক দোকানের ব্যবসায়ীরা বলেন, কর্তৃপক্ষের অবহেলার কারণে এত ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মীদের ভেতরে ঢোকার অনুমতি পেতে বিলম্বের কারণ জানতে চাইলে বেসরকারি বিমান, পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সাংবাদিকদের বলেন, ‘বিমানবন্দর হলো কি পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই) এলাকা। এখানে নিজস্ব অগ্নিনির্বাপণের ব্যবস্থা আছে। আগুন লাগার ৩০ সেকেন্ডের মধ্যে আমাদের নিজস্ব অগ্নিনির্বাপণ সংস্থা ঘটনাস্থলে পৌঁছায়। তবু যত ধরনের অভিযোগ এসেছে, তা আমলে নিয়ে আন্তমন্ত্রণালয়ের সভায় বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সব অভিযোগ আমলে নিয়ে তদন্ত হবে

গতকাল আগুনে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ কমপ্লেক্স পরিদর্শন করেছেন বেসরকারি বিমান, পরিবহন ও পর্যটন উপদেষ্টা। আগুন নিয়ন্ত্রণ, ক্ষয়ক্ষতি ও যাত্রীদের ভোগান্তি নিয়ে কথা বলেন তিনি।

এই অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি নাশকতা, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সবকিছু আমলে নিয়েই অনুসন্ধান চালানো হবে। যত ধরনের অভিযোগ আছে, প্রতিটি অভিযোগ আমলে নেওয়া হবে।

উপদেষ্টা আরও বলেন, ‘আগুনের যে লেলিহান শিখা দেখেছেন, যে ধূম্রজাল সৃষ্টি হয়েছিল; এই ধূম্রজালের ভেতর দিয়ে ঘটনাস্থলে পৌঁছার মতো অবস্থা ছিল না। অগ্নিকাণ্ডের ঘটনায় ২১টি ফ্লাইট অন্য কোথাও নামতে হয়েছে বা বাতিল করতে হয়েছে। যাত্রীদের কষ্ট লাঘব করার জন্য আদেশ জারি হয়েছে যে আগামী তিন দিন যত অতিরিক্ত ফ্লাইট (নন-শিডিউল এক্সট্রা ফ্লাইট) আসবে, এর সব মাশুল ও খরচ মওকুফ করা হয়েছে।’

খোপ খোপ স্টিলের কাঠামোর জন্য আগুন নেভাতে সময় লেগেছে

পুরোপুরি আগুন নেভানোর পর গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, শনিবার আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একে একে ৩৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। অক্লান্ত পরিশ্রম করে শনিবার রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন পুরোপুরি নিভেছে গতকাল ৪টা ৫৫ মিনিটে।

তাজুল ইসলাম বলেন, কার্গো ভিলেজের যে অংশে আগুন লেগেছিল, প্রতিটা জায়গাতেই আসলে খোপ খোপ করে ভাগ করা ছিল এবং ভেতরে অনেকগুলো অংশ স্টিলের তৈরি। স্টিলের স্ট্রাকচার দিয়ে একতলা থেকে দোতলা পর্যন্ত আছে; যেটার জন্য আগুন নেভাতে এত সময় লেগেছে। তিনি বলেন, ‘এখানে যদি অ্যাকটিভ অথবা প্যাসিভ মানে আমাদের যেকোনো ধরনের ডিটেকশন সিস্টেম থাকত এবং তার সঙ্গে প্রোটেকশন সিস্টেম থাকত, তাহলে হয়তো এতটা দুর্ঘটনা ঘটতই না। আমাদেরও তদন্ত করে বের করতে হবে আসলে কখন, কীভাবে এই আগুনটা ধরে।’

গত শনিবার বেলা আড়াইটার দিকে কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনে ভয়াবহ আগুন লাগে। আগুন নেভাতে ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ ও বিজিবি কাজ করে। প্রায় সাত ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। রাত ৯টার দিকে বিমানবন্দর চালু হয়।

সম্পর্কিত নিবন্ধ