কুষ্টিয়ায় উচ্চমাধ্যমিক পরীক্ষায় একটি বিষয়ের প্রথম পত্রের জায়গায় দ্বিতীয় পত্রের প্রশ্ন বিতরণের অভিযোগে চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে যশোর শিক্ষা বোর্ড। আজ শনিবার সকালে তাঁদের এসব চিঠি দেওয়া হয়েছে। এর মাধ্যমে তিন কার্যদিবসের মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে বোর্ড থেকে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আগামীকাল রোববার যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে জমা দেওয়ার কথা আছে। একই সঙ্গে কুষ্টিয়া জেলা প্রশাসনের করা তদন্ত কমিটিও ঘটনাটি তদন্ত করছে।

আরও পড়ুনকুষ্টিয়ায় সেই কেন্দ্রে দায়িত্বে থাকা পাঁচ শিক্ষককে অব্যাহতি, নতুন প্রশ্নে হবে পুরো বোর্ডের পরীক্ষা২০ ঘণ্টা আগে

গত বৃহস্পতিবার শহরের কুষ্টিয়া আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয় কেন্দ্রে যুক্তিবিদ্যা প্রথম পত্রের নৈর্ব্যক্তিক পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্ন বিতরণ করা হয়। এরপর বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও যশোর শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তদন্তে নামেন।

বোর্ড সূত্রে জানা গেছে, আগামীকালের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের নৈর্ব্যক্তিক প্রশ্ন নতুন করে বিজি প্রেস থেকে ছাপা হয়েছে। সেই প্রশ্নে পুরো যশোর শিক্ষা বোর্ডে পরীক্ষা নেওয়া হবে। এরই মধ্যে সব কটি জেলায় প্রশ্ন পাঠানো শেষ হয়েছে।

আরও পড়ুনকুষ্টিয়ায় এইচএসসি পরীক্ষায় এক পত্রের বদলে আরেক পত্রের প্রশ্ন, থানায় জিডি১০ জুলাই ২০২৫

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মতিন প্রথম আলোকে বলেন, ‘সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বজ্ঞানহীন কাজ আমাদের চরম বিব্রত ও নাজেহাল করেছে। তাঁদের ন্যূনতম ছাড় দেওয়া হবে না। তদন্ত কমিটির প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে। এ ছাড়া জেলা প্রশাসনের গঠিত কমিটি ও ওই চার শিক্ষককে একত্র করে পদক্ষেপ নেওয়া হবে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: যশ র শ ক ষ শ ক ষকক পর ক ষ ত কম ট তদন ত

এছাড়াও পড়ুন:

৬-০, ৬-০ গেমে ফাইনাল জিতে সিওনতেক এখন উইম্বলডনেরও রানি

ইগা সিওনতেকের ট্রফি কেসে পাঁচটি গ্র্যান্ড স্লাম ট্রফি ছিল। সেখানে অবশ্য ভেনাস রোজওয়াটার নামের ডিশটা ছিল না। থাকবেই বা কীভাবে, পোলিশ তারকা তো এবারের আগে উইম্বলডনের ফাইনালেই উঠতে পারেনি। সেই সিওনতেক আজ ইতিহাস গড়েই প্রথমবার উইম্বলডনের নারী এককে চ্যাম্পিয়ন হলেন।

অবিশ্বাস্য এক এততরফা ম্যাচে যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভাকে ৬-০, ৬-০ গেমে হারিয়ে প্রথম ভেনাস রোজওয়াটার ডিশ জিতলেন সিওনতেক। মাত্র ৫৭  মিনিটেই ইতিহাসের মাত্র তৃতীয় নারী খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে প্রতিপক্ষকে ‘ডাবল ব্যাগেল’ উপহার দিয়ে চ্যাম্পিয়ন হলেন অষ্টম বাছাই সিওনতেক।

এর আগে ১৯১১ সালে উইম্বলডনের ফাইনালে ডোরা বুথবিকে ৬-০, ৬-০ গেমে হারিয়েছিলেন ডরোথি ল্যাম্বার্ট-চ্যাম্বার্স। এরপর ১৯৮৮ সালে নাতাশা জভেরেভাকে ৬-০, ৬-০ গেমে হারিয়ে ফ্রেঞ্চ ওপেন জেতেন সর্বকালের অন্যতম সেরা নারী টেনিস খেলোয়াড় স্টেফি গ্রাফ। ৩৭ বছর পর অবিশ্বাস্য এই কীর্তিতে নাম লেখালেন সিওনতেক।
বিস্তারিত আসছে...

সম্পর্কিত নিবন্ধ