কুষ্টিয়ায় সেই কেন্দ্রে দায়িত্বে থাকা ৪ শিক্ষককে বোর্ডের কারণ দর্শানোর নোটিশ
Published: 12th, July 2025 GMT
কুষ্টিয়ায় উচ্চমাধ্যমিক পরীক্ষায় একটি বিষয়ের প্রথম পত্রের জায়গায় দ্বিতীয় পত্রের প্রশ্ন বিতরণের অভিযোগে চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে যশোর শিক্ষা বোর্ড। আজ শনিবার সকালে তাঁদের এসব চিঠি দেওয়া হয়েছে। এর মাধ্যমে তিন কার্যদিবসের মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয়েছে।
এ বিষয়ে বোর্ড থেকে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আগামীকাল রোববার যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে জমা দেওয়ার কথা আছে। একই সঙ্গে কুষ্টিয়া জেলা প্রশাসনের করা তদন্ত কমিটিও ঘটনাটি তদন্ত করছে।
আরও পড়ুনকুষ্টিয়ায় সেই কেন্দ্রে দায়িত্বে থাকা পাঁচ শিক্ষককে অব্যাহতি, নতুন প্রশ্নে হবে পুরো বোর্ডের পরীক্ষা২০ ঘণ্টা আগেগত বৃহস্পতিবার শহরের কুষ্টিয়া আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয় কেন্দ্রে যুক্তিবিদ্যা প্রথম পত্রের নৈর্ব্যক্তিক পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্ন বিতরণ করা হয়। এরপর বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও যশোর শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তদন্তে নামেন।
বোর্ড সূত্রে জানা গেছে, আগামীকালের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের নৈর্ব্যক্তিক প্রশ্ন নতুন করে বিজি প্রেস থেকে ছাপা হয়েছে। সেই প্রশ্নে পুরো যশোর শিক্ষা বোর্ডে পরীক্ষা নেওয়া হবে। এরই মধ্যে সব কটি জেলায় প্রশ্ন পাঠানো শেষ হয়েছে।
আরও পড়ুনকুষ্টিয়ায় এইচএসসি পরীক্ষায় এক পত্রের বদলে আরেক পত্রের প্রশ্ন, থানায় জিডি১০ জুলাই ২০২৫যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মতিন প্রথম আলোকে বলেন, ‘সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বজ্ঞানহীন কাজ আমাদের চরম বিব্রত ও নাজেহাল করেছে। তাঁদের ন্যূনতম ছাড় দেওয়া হবে না। তদন্ত কমিটির প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে। এ ছাড়া জেলা প্রশাসনের গঠিত কমিটি ও ওই চার শিক্ষককে একত্র করে পদক্ষেপ নেওয়া হবে।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: যশ র শ ক ষ শ ক ষকক পর ক ষ ত কম ট তদন ত
এছাড়াও পড়ুন:
দিনাজপুরে বাসের ধাক্কায় ভ্যানের ২ যাত্রী নিহত
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন।
বুধবার (৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে রংপুর-দশমাইল মহাসড়কের ফতেজংপুর গ্রামের ট্রিলিয়ন গোল্ড লিমিটেডের (ইপিজেড) সামনে দুর্ঘটনাটি ঘটে।
আরো পড়ুন:
রংপুরের ইসলামী আট দলের সমাবেশ থেকে ফেরার পথে প্রাণ গেল ২ জনের
নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় সাংবাদিকের ভাইয়ের মৃত্যু
দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুল কবির জানান, রংপুর থেকে ছেড়ে আসা বাসাটি পঞ্চগড়ের দিকে যাচ্ছিল। চম্পাবতী বাজার থেকে কয়েকজন যাত্রী নিয়ে ব্যাটারিচালিত ভ্যানটি যাচ্ছিল সৈয়দপুরের দিকে। ট্রিলিয়ন গোল্ড লিমিটেডের (ইপিজেড) সামনে পৌঁছালে বাসটি ভ্যানকে ধাক্কা দেয়, ঘটনাস্থলে দুইজন নিহত হন।
তিনি জানান, কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
ঢাকা/মোসলেম/মাসুদ