বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ সভা ও ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গণসংযোগ করে প্রচার পত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১২ জুলােই) বিকেলে জামপুর ইউনিয়নের মালিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতাকর্মীরা প্রতিবাদ সভা করে তালতলা বাজার থেকে শুরু করে বস্তল এলাকা পর্যন্ত  বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে প্রচারপত্র বিতরণ করা হয়েছে।

সোনারগাঁ উপজেলা জাসাসের উদ্যোগে প্রতিবাদ সভা ও প্রচারপত্র বিতরন অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা জাসাসের সভাপতি মো.

আমির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ  সোহাগ, সিনিয়র সহ সভাপতি পনির হোসেন মিন্টু, সহসভাপতি আলমগীর হোসেন, সোলাইমান মিয়া, শাহিন মিয়া, বাচ্চু মিয়া, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান কামু, সালাউদ্দিন মিয়া,হাফিজুল ইসলামসহ সোনারগাঁ উপজেলার  অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ব এনপ ন র য়ণগঞ জ স ন রগ ব এনপ উপজ ল

এছাড়াও পড়ুন:

বাম গণতান্ত্রিক শক্তি রাষ্ট্রক্ষমতায় গিয়ে কৃষকের প্রকৃত মুক্তি আনবে

দুঃশাসন হটিয়ে বাম গণতান্ত্রিক শক্তি রাষ্ট্রক্ষমতায় গিয়েই বৈষম্যহীন রাষ্ট্রকাঠামো গড়ে তুলে কৃষকের প্রকৃত মুক্তি আনবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা।

আজ শনিবার রাজধানীর মুক্তিভবনে কৃষকের তেভাগা আন্দোলন ও ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী ইলা মিত্রের জন্মশতবর্ষ উপলক্ষে এক আলোচনা সভায় সিপিবি নেতারা এই মন্তব্য করেন।

সভায় নেতারা বলেন, তেভাগা আন্দোলন মূলত শ্রেণিহীন সমাজ প্রতিষ্ঠার বিপ্লব। কৃষকদের তেভাগা কায়েম হলেও মুক্তি মেলেনি। তেভাগা আন্দোলনের সময়কালে লড়াইটা ছিল জমিদার ও জোতদারের বিরুদ্ধে। এখন কৃষকের লড়াই বহুমাত্রিক। পুঁজিবাদী সমাজ কাঠামোয় পূঁজির মালিক, কৃষি উপকরণের উৎপাদক বহুজাতিক কোম্পানি, বাজার সিন্ডিকেটের একচেটিয়া বাণিজ্য কৃষকদের নিঃস্ব করে দিচ্ছে।

ইলা মিত্রের ছবিতে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা দক্ষিণ কমিটি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা জেলা কমিটি, বাংলাদেশ কৃষক সমিতি, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন ও বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী।

আলোচনা সভায় বক্তরা

সম্পর্কিত নিবন্ধ