মৃত্যুবরণে সাহায্য করতে বলেছিলেন গ্রাহাম থর্প, বললেন তাঁর স্ত্রী
Published: 24th, July 2025 GMT
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার গ্রাহাম থর্প মৃত্যুর আগে তাঁর স্ত্রীকে অনুরোধ করেছিলেন, তাঁকে যেন সুইজারল্যান্ডের একটি ক্লিনিকে মৃত্যুবরণে সহায়তা করেন। এই হৃদয়বিদারক তথ্য উঠে এসেছে তাঁর মৃত্যুর তদন্তে। ২০২৪ সালের আগস্টে মাত্র ৫৫ বছর বয়সে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় থর্পের। তখন থেকেই তাঁর পরিবারের দাবি ছিল, এটি আত্মহত্যা।
বুধবার সারের করোনোস আদালতে তদন্তের শুনানিতে বলা হয়, ২০২২ সালে ইংল্যান্ড দলের ব্যাটিং কোচের চাকরি হারানোর পর তাঁর মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে। সে বছর একবার আত্মহত্যার চেষ্টাও করেন থর্প।
থর্প ২০১৮ সাল থেকেই উদ্বেগ ও বিষণ্নতায় ভুগছিলেন। তবে তাঁর স্ত্রী আমান্ডা থর্প জানান, তখনো তিনি স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু ২০২২ সালে অস্ট্রেলিয়ায় একটি ভিডিও ফাঁসের ঘটনার পর পরিস্থিতি বদলে যায়।
ফাঁস হওয়া এক ভিডিওতে দেখা যায়, তাসমানিয়ার পুলিশ ইংল্যান্ড অধিনায়ক জো রুট, জিমি অ্যান্ডারসন ও অস্ট্রেলিয়ার নাথান লায়ন, অ্যালেক্স ক্যারি এবং ট্রাভিস হেডের একটি ড্রিঙ্কিং সেশনে বাধা দেয়। ভিডিওটি থর্প নিজেই করেন এবং তাতে তাকে বলতে শোনা যায়, ‘আইনজীবীদের জন্য ভিডিও করছি।’ ধারণা করা হয়, থর্প তখন ঘরের ভেতর সিগার খাচ্ছিলেন, যা তাসমানিয়ার আইনে নিষিদ্ধ এবং এর কারণেই পুলিশ সেখানে গিয়েছিল।
পরে এই ভিডিও অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সেই সঙ্গে অ্যাশেজে ইংল্যান্ডের ৪-০ ব্যবধানে পরাজয়ের পর তাঁর চাকরি চলে যায়। স্ত্রীর ভাষায়, চাকরি থেকে বরখাস্ত হওয়া ছিল তাঁর জন্য একটা ‘বড় ধাক্কা’, এরপর থেকেই থর্পের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটতে শুরু করে।
২০১৯ বিশ্বকাপ হাতে থর্প ও জো রুট.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’, শিক্ষার্থীরা পাবেন ২ ক্যাটাগরিতে
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর নিয়মিত শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি ২০২৫’ নামের একটি শিক্ষাবৃত্তি। এর আওতায় আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক ও মেধাবী শিক্ষার্থীরা আর্থিক সহায়তা পাবেন। এ বৃত্তির আবেদন শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে, বৃত্তির জন্য শিক্ষার্থীদের তালিকা পাঠাতে কলেজগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষাবৃত্তির জন্য প্রাথমিকভাবে দুই ধরনের শিক্ষার্থীকে বিবেচনায় নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়। এর মধ্যে প্রথম ক্যাটাগরিতে পড়বেন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী এবং দ্বিতীয় ক্যাটাগরিতে পড়বেন আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক, সুবিধাবঞ্চিত অথচ মেধাবী শিক্ষার্থীরা। এই বৃত্তি পেতে আবেদন করতে হবে কলেজের মাধ্যমে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পোর্টালে লগইন করে ‘শিক্ষাবৃত্তি তথ্যছক’ অপশনে গিয়ে তথ্য আপলোড করতে হবে।
আরও পড়ুনএকাদশ শ্রেণিতে ভর্তিতে আবেদন শুরু, ফি-মেধা কোটা-ভর্তির যোগ্যতা-গ্রুপ নির্বাচন যেভাবে১ ঘণ্টা আগেশিক্ষাবৃত্তির জন্য স্নাতক (পাস), স্নাতক (সম্মান), মাস্টার্স প্রিলিমিনারি ও স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত যেসব নিয়মিত শিক্ষার্থী আবেদন করতে পারবেন, তাঁদের তালিকা নির্ধারণ করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষ ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষ, স্নাতক (পাস) তৃতীয় বর্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষ, স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষ ২০২২-২৩ শিক্ষাবর্ষ, স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষ ২০২১-২২ শিক্ষাবর্ষ, স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষ (তৃতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে), মাস্টার্স প্রিলিমিনারি ২০২০-২১ শিক্ষাবর্ষ, স্নাতকোত্তর ২০২২-২৩ শিক্ষাবর্ষে (অনার্সের ফলাফলের ভিত্তিতে) শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
আরও পড়ুনকমনওয়েলথ ফেলোশিপে আবেদনের সুযোগ, মাসে ৩ লাখ ৪৫ হাজার টাকার সঙ্গে নানা সুবিধা৪ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয় জানায়, শিক্ষার্থীদের মনোনয়ন ও যাচাই-বাছাই কলেজ কর্তৃপক্ষের মাধ্যমেই সম্পন্ন হবে। প্রয়োজনীয় কাগজপত্র ও শিক্ষাবৃত্তির নিয়মাবলি ওয়েবসাইটের কলেজ পোর্টালের ‘শিক্ষাবৃত্তি’ অপশনে পাওয়া যাবে।
এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি’।
আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ২২ ঘণ্টা আগে