ইসলামের একটি সৌন্দর্য হচ্ছে সব মুসলমানের মধ্যে ভাইয়ের সম্পর্ক তৈরি করে দেওয়া, একজন অপরজনের সাহায্যে এগিয়ে যাওয়া। মানুষের জীবনে দুঃখ-কষ্ট থাকেই, তবু এর মধ্যে কেউ যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে জীবন গতিশীল হয়ে ওঠে।
সাহায্য মানে কেবল টাকাপয়সা দেওয়া নয়, সাহায্য অনেকভাবেই হতে পারে, এমনকি কথা দিয়েও সাহায্য করা যায়। কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে যদি বলেন, ‘দোয়া করি আল্লাহ আপনাকে বিপদমুক্ত করুন’, এটাও কিন্তু সাহায্য। কোনো ঋণগ্রস্ত ব্যক্তির দাতাকে গিয়ে যদি অনুরোধ করেন, ‘তাকে আর কয়েকটা দিন সময় দিন, সে ঋণের টাকা জোগাড় করতে পারেনি’, এটাও তাকে সাহায্য করবে।
আরও পড়ুনহাসান ও হোসাইন নবীজির দুই নাতি০৬ জুলাই ২০২৫সাহায্য মানে কেবল টাকাপয়সা দেওয়া নয়, সাহায্য অনেকভাবেই হতে পারে, এমনকি কথা দিয়েও সাহায্য করা যায়।নবীজি (সা.
যে লোক দুনিয়ায় কোনো মুসলিমের দোষক্রটিকে গোপন রাখে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখেরাতে তার দোষত্রুটি গোপন রাখবেন। যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্য-সহযোগিতায় নিয়োজিত থাকে, ততক্ষণ আল্লাহ তাআলাও তার সাহায্য-সহযোগিতায় নিয়োজিত থাকেন।’ (জামে তিরমিজি, হাদিস: ১৯৩০)
হজরত জাবির ইবনে আবদুল্লাহ (রা.) এক ইহুদির কাছ থেকে ঋণ নিয়েছিলেন। কথা ছিল খেজুর তোলার মৌসুমে ঋণ ফেরত দেবেন। রুমা নামের জায়গায় তাঁর ছোট্ট একটা খেজুরের বাগান ছিল, সেখানে খুব বেশি খেজুর ধরত না। এত কম খেজুর দিয়ে ঋণ পরিশোধ করা তাঁর জন্য কঠিন হয়ে পড়েছিল।
এ জন্য তিনি ইহুদির কাছে বলে-কয়ে এক বছর সময় বাড়িয়ে নেন, মানে পরের বছর ঋণ পরিশোধ করবেন। কিন্তু পরের বছরও তিনি সুবিধা করতে পারেননি, ঋণ পরিশোধ করলে তাঁর হাত একদম খালি হয়ে যাবে। তিনি ইহুদিকে আরও এক বছর সময় দেওয়ার অনুরোধ করলেন, কিন্তু ইহুদি আর ছাড় দিতে রাজি নয়।
নবীজি (সা.) এ খবর শুনে সাহাবিদের বললেন, ‘চলো, জাবিরের জন্য ইহুদির কাছ থেকে সময় চেয়ে নিই।’
আরও পড়ুনমরিয়ম (আ.)-এর অলৌকিক ঘটনা০৯ মে ২০২৫যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্য-সহযোগিতায় নিয়োজিত থাকে, ততক্ষণ আল্লাহ তাআলাও তার সাহায্য-সহযোগিতায় নিয়োজিত থাকেন।জামে তিরমিজি, হাদিস: ১৯৩০সাহাবিদের নিয়ে নবীজি (সা.) জাবির (রা.)-এর বাগানে এলেন। ইহুদির সঙ্গে তাঁর কথাবার্তা হলো। ইহুদি বলল, ‘আবুল কাসেম, আমি তাকে আর সময় দেব না।’ [নবীজির (সা.) প্রথম সন্তানের নাম ছিল কাসেম, যিনি অল্প বয়সেই ইন্তেকাল করেন। এ জন্য আরব দেশের রীতি অনুযায়ী তাকে ‘আবুল কাসেম’ বা ‘কাসেমের বাবা’ বলা হতো।]
নবীজি (সা.) একবার বাগানটাকে ঘুরে দেখলেন, এরপর আবার ইহুদিকে অনুরোধ করলেন। কিন্তু ইহুদি কোনো ছাড় দিতে রাজি নয়। জাবির (রা.) নবীজিকে (সা.) কিছু খেজুর খেতে দিলেন। নবীজি (সা.) তাকে জিজ্ঞাসা করলেন, ‘জাবির, তোমার ছাপরা ঘরটা কোন দিকে?’
জাবির (রা.) দেখিয়ে দিলে নবীজি (সা.) বললেন, ‘আমার জন্য বিছানা বিছিয়ে দাও।’ জাবির (রা.) তা-ই করলেন। নবীজি (সা.) সেখানে ঘুমালেন। ঘুম থেকে ওঠার পর জাবির (রা.) আবার খেজুর সামনে রাখলেন। তিনি সেগুলো খেলেন। এরপর আবার ইহুদিকে ছাড় দিতে বললেন, কিন্তু কিছুতেই ইহুদির মন গলল না। নবীজি (সা.) আবার বাগানটাকে ঘুরে দেখলেন। তারপর জাবির (রা.)-কে বললেন, ‘তুমি তার পাওনা খেজুর দিতে থাকো।’
এই বলে তিনি খেজুর পাড়ার স্থানে বসলেন।
জাবির (রা.) ইহুদির প্রাপ্য সব খেজুর দিয়ে দেওয়ার পরও দেখলেন অনেক খেজুর বেঁচে আছে। আসলে এটি ছিল নবীজির (সা.) একটি মোজেজা। জাবির (রা.) নবীজিকে (সা.) সুসংবাদ দিলেন। নবীজি (সা.) তখন বললেন, ‘আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি আল্লাহর রসুল।’ (সহিহ বুখারি, হাদিস: ৫,৪৪৩)
[email protected]
মওলবি আশরাফ: আলেম, লেখক ও অনুবাদক
আরও পড়ুনসত্যবাদী রাখালের কাহিনি২০ জুলাই ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: র স হ য য সহয গ ত য আল ল হ ত আল করল ন বলল ন
এছাড়াও পড়ুন:
ফখরুলের কণ্ঠ নকল, সতর্ক করল বিএনপি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ফখরুল
ঐক্যের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই: ফখরুল
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কুচক্রি মহল পুরোনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে এবং এআই প্রযুক্তি ব্যবহার করে মির্জা ফখরুলের কণ্ঠ নকল করেছে। তারপর তা গণমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।
ভিডিওতে দেখানো হচ্ছে, বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। বিএনপি বলছে, এই ভিডিও পুরোপুরি বানোয়াট ও ভিত্তিহীন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই এই কুচক্রি মহল ভিডিও প্রচার করছে। দেশের মানুষ, দলীয় নেতাকর্মী এবং এমপি মনোনয়ন প্রত্যাশীদের এ ধরনের এডিট করা ভিডিও দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছে বিএনপি।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ