মেসির হাতের রোলেক্সের এই ঘড়ির দাম কত, জানেন?
Published: 6th, August 2025 GMT
২৭ জুলাই। যুক্তরাষ্ট্রে সিনসিনাটি ও ইন্টার মিয়ামির ম্যাচ চলছে। সেদিন নিষেধাজ্ঞার কারণে মাঠে নামতে না পারলেও দর্শকসারিতে ঠিকই নজর কেড়েছেন লিওনেল মেসি। সব ছাপিয়ে সেদিন আলোচনায় সাদা শার্টে আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসির বাঁ হাতের গোলাপি ঘড়ি।
মেসির ঘড়িটি রোলেক্সের সংগ্রহের অন্যতম বিলাসবহুল ঘড়ি। রোলেক্স ডেটোনা বার্বি মডেলের ঘড়িটির রঙের সঙ্গে ইন্টার মিয়ামির হোম জার্সির মিল রয়েছে। ঘড়ি তৈরিতে ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেট গোলাপি সোনা, তার ওপর বসানো হয়েছে নীলকান্তমণি। ডায়াল তৈরি হয়েছে গোলাপি হীরায়। ফলে দাম যে আকাশচুম্বী হবে, তা বলাই বাহুল্য! ঘড়িটির দাম ৯ লাখ ডলার বা ১০ কোটি ৯৬ লাখ টাকা! তবে কেবল টাকা থাকলেই আপনি ঘড়িটি কিনতে পারবেন না। কেননা এটি খুবই ‘লিমিটেড কালেকশন’ আর ‘অফ-ক্যাটালগ’ সংগ্রহ।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘ফাইনালের পথে এক ধাপ এগিয়েছি, বড় স্বপ্ন দেখা উচিত’
দিন দুয়েক আগেও শ্রীলঙ্কার ওপর নির্ভর করছিল বাংলাদেশ সুপার ফোরে খেলতে পারবে কি না তা। এখন তাদের হারিয়েই তারা দেখতে শুরু করেছে নতুন স্বপ্ন। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা যদিও বারবারই বলছিলেন ক্রিকেটাররা। কিন্তু তাতে বিশ্বাসী মানুষের সংখ্যা ছিল কম। এখনো হয়তো তা–ই।
তবে বাংলাদেশ যে ফাইনাল খেলতে পারে, তা তো এখন বাস্তবতাই। এশিয়া কাপের সুপার ফোরে কাল দুবাইকে ৪ উইকেটে হারিয়ে দেওয়ার পর বাংলাদেশের সামনে এখন পথটা সহজ—ভারত বা পাকিস্তানের কাউকে হারিয়ে দিলেই তাদের জন্য খোলা হবে ফাইনালের দরজা।