বাংলাদেশের বাজারে ফোর-জি নেটওয়ার্কযুক্ত ফিচার ফোন উন্মুক্ত করেছে দেশি প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড। ‘এক্সট্রা আর২৪’ মডেলের ফোনটিতে আলাদা সোশ্যাল মিডিয়া বাটন থাকায় সহজেই নির্দিষ্ট বাটন চেপে সরাসরি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটক ব্যবহার করা যায়। ফলে স্মার্টফোনের আদলে সহজে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা যায়। ফোনটির দাম ধরা হয়েছে ২ হাজার ৪৯৯ টাকা। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চারটি রঙে বাজারে আসা ফোনটির ধারণক্ষমতা ২ গিগাবাইট। ফোনটি কিনলেই পাওয়া যাবে বিনা মূল্যে ১ গিগাবাইট ইন্টারনেট ডেটাসহ মোবাইল ফোন অপারেটর রবির বিভিন্ন বান্ডল প্যাকেজ। ১০০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টিসহ ১ বছরের বিক্রয়োত্তর সেবাও মিলবে।

ফোনটির বিষয়ে সেলেক্সট্রা লিমিটেডের হেড অব সেলস মামুন খান বলেন, এক্সট্রা ব্র্যান্ডের ফোনটি বাংলাদেশের প্রথম ‘ডেডিকেটেড কি’ এনাবল ফোরজি ক্লাউড ফোন। ফোনটি বাংলাদেশের ফিচার ফোনের বাজারে নতুন মাত্রা যোগ করবে।

রবি আজিয়াটা পিএলসির হেড অব কমার্শিয়াল পার্টনারশিপস মো.

সানজিদ হোসেন বলেন, এক্সট্রা ব্র্যান্ডের অধীন বাংলাদেশের প্রথম কি এনাবলড ফোরজি ক্লাউড ফোনের উদ্বোধন ডিজিটাল অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সেনাপ্রধানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের এইচ বিন আবিয়াহ।

বুধবার (৬ আগস্ট) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে, সেনা সদরে তাদের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হয়।

পোস্টে জানানো হয়, সৌজন্য সাক্ষাৎকালে তারা শুভেচ্ছা বিনিময় করেন এবং দুই দেশের মধ্যকার সামরিক সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে আলোচনা করেন।

এছাড়া রাষ্ট্রদূত দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যকর ভূমিকার প্রশংসা করেন। 

সেনাবাহিনী প্রধান, সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী কর্মীর কর্মসংস্থানের জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উভয় দেশের অর্থনীতিতে তাদের অবদানের কথা তুলে ধরেন।

ঢাকা/হাসান/সাইফ

সম্পর্কিত নিবন্ধ