গাজীপুরের পুবাইল মিরেরবাজার এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় সন্তানের পর না ফেরার দেশে চলে গেলেন দগ্ধ মা-বাবা। 

বুধবার (৬ আগস্ট) রাত ৩টার দিকে রিপন মিয়া (২৫) ও তার স্ত্রী হাফিজা খাতুন (২০) জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

জাতীয় বার্ন ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক ডা.

শাওন বিন রহমান জানান, রিপনের শরীরের ৮০ শতাংশ এবং তার স্ত্রীর শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। আইসিইউতে রেখে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছিল।

রিপনের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার চারিয়া বাজার গ্রামে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে টঙ্গী এলাকায় ভাড়া থাকতেন। 

গত ৩ আগস্ট ভোররাতে মিরেরবাজার এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাদের চার মাস বয়সী ছেয়ে রায়হান মারা যায়। দগ্ধ হন রিপন ও তার স্ত্রী। 

ওই দিন রিপনের চাচাতো ভাই রাসেল বলেছিলেন, “রান্নাঘরে চুলা জ্বালানোর পরপরই বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছিল, ঘরে জমে থাকা গ্যাসই এই দুর্ঘটনার কারণ। ঘটনার সময় ঘরের দরজা-জানালা বন্ধ ছিল।” 

ঢাকা/বুলবুল/ইভা 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

পরিচয় সংকটে ভুগে ঝুঁকেছিলেন মাদকে, পরে তিনিই হলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট

ছবি: রয়টার্স

সম্পর্কিত নিবন্ধ