ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বামপন্থি সংগঠনগুলো জোট আকারে নির্বাচন করবে।

জোট থেকে ভিপি হিসেবে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একাংশের ঢাবি শাখার সভাপতি মোজাম্মেল হক, জিএস হিসেবে ছাত্র ইউনিয়নের একাংশের ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু এবং এজিএস হিসেবে বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল নির্বাচন করবেন।

বামপন্থি একাধিক নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা গেছে, গত দুইদিন ধরে আলাপ আলোচনার মাধ্যমে শীর্ষ তিন পদে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তবে পূর্ণাঙ্গ প্যানেল এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে আজ মঙ্গলবার আবারো আলোচনায় বসবে সংগঠনগুলো এবং আজকের আলোচনায়ই প্যানেল চূড়ান্ত করা হবে।

প্যানেল কবে ঘোষণা করা হবে এ ব্যাপারে জানতে চাইলে সম্ভাব্য ভিপি পদপ্রার্থী মোজাম্মেল হক রাইজিংবিডি ডটকমকে বলেন, “আমরা বৃহস্পতিবারের মধ্যে দেওয়ার চেষ্টা করব। যদি না পারি, তাহলে রোববার নিশ্চিত।”

শীর্ষ তিন পদে কোনো নারী প্রার্থী না থাকাই নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে বলেও জানা গেছে। তবে এজিএস পদে নারী প্রার্থী দেওয়া হতে পারে বলেও মনে করছেন অনেক নেতাকর্মী। এক্ষেত্রে বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাবি শাখার সভাপতি নূজিয়া হাসিন রাশা ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (একাংশ) সভাপতি মুক্তা বাড়ৈ আলোচনায় রয়েছেন।

বাম সংগঠনগুলোর পক্ষ থেকে ২০১৯ সালের মতো এবারো অধিকাংশ হল সংসদগুলোতে নেতাকর্মী সংকটের কারণে প্যানেল দিতে পারছে না বাম সংগঠনগুলো। জগন্নাথ হলে বাম সংগঠনগুলোর প্যানেল হতে পারে। যেকোনো হলের তুলনায় এই হলটিতে তুলনামূলক ভোট বেশি পাবে বলেই ধারণা তাদের।

শীর্ষ তিন পদে নারী প্রার্থীদের অনুপস্থিতি নিয়ে জানতে চাইলে মোজাম্মেল বলেন, “বিভিন্ন ছাত্র সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তিদের নিয়ে আমরা একটা সম্মিলিত প্যানেল করার জন্য আলাপ-আলোচনা করছি। নারী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, প্রতিবন্ধী শিক্ষার্থীদের আমরা যোগ্যতার ভিত্তিতে অগ্রাধিকার দেব।”

তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। ইতোমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে সোমবার।

এ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে মঙ্গলবার (১২ আগস্ট) থেকে, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। মনোনয়নপত্র গ্রহণের সবশেষ তারিখ ১৯ আগস্ট। পরদিন ২০ আগস্ট ও ২১ আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ২৫ আগস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট।

ঢাকা/সৌরভ/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স গঠনগ ল ন ত কর আগস ট

এছাড়াও পড়ুন:

আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন, এরপর ক্রিকেটের ফিক্সিং বন্ধ কইরেন: তামিম

মাঠের ক্রিকেট ছেড়ে ক্রিকেট প্রশাসনের অংশ হয়ে ক্রিকেট নিয়েই থাকতে চেয়েছিলেন তামিম ইকবাল। জাতীয় দলের সাবেক অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে অংশ নিতে সব প্রক্রিয়াতেই ছিলেন। নিজের পছন্দের একটি প্যানেলও তৈরি করেছিলেন, যাদেরকে নিয়ে এগিয়ে নিবেন দেশের ক্রিকেট৷

কিন্তু নির্বাচনের ঠিক আগে মনোনয়নপত্র তুলে নিয়ে সরে দাঁড়িয়েছেন তামিম৷ তার শঙ্কার জায়গা ছিল, নির্বাচনকে ঘিরে নোংরামি করা হচ্ছে। তার ওপর আলাদা চাপ আছে এমন কথাও বলতে শোনা গিয়েছিল। সব মিলিয়ে নির্বাচনের জন্য আদর্শ পরিবেশ পাচ্ছিলেন না তামিম। এ কারণে নিজ থেকে সরে গেছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের পর তামিম বলেছেন, `আপনারা বলেন ফি*ক্সিং বন্ধ করেন ক্রিকেটে। আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন, এরপর ক্রিকেটের ফিক্সিং বন্ধ কইরেন। এটা কোনো ইলেকশান ছিল না। বাংলাদেশের ক্রিকেটে এই ইলেকশন কালো দাগ হয়ে থাকবে। বিসিবি নির্বাচন ঘিরে যা ইচ্ছা তাই করা হচ্ছে। এটা সুন্দর প্রক্রিয়া হতে পারে না। যারা বোর্ডে আছেন তারা চাইলে এভাবে ইলেকশন করতে পারেন, জিততেও পারেন। তবে আজকে ক্রিকেট শতভাগ হেরে গেছে।'’

গতকাল বিকেলে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা বিতর্কিত ১৫টি ক্লাবের কাউন্সিলরের নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। এর পর থেকেই তামিমের মনোনয়নপত্র প্রত্যাহার নিয়ে গুঞ্জন শোনা যায়। তাতে যোগ দেবেন আরও ক্লাব।

আজ সকালে ১০ টার পর তামিম সর্বপ্রথম মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এরপর আরও ১৪টি মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা পরে।

মনোনয়নপত্র প্রত্যাহারের সময় বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করা হলে চূড়ানত সংখ্যা জানা যাবে। 

ঢাকা/ ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ

  • বিসিবির পরিচালক পদে প্রার্থী হলেন যাঁরা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন কারা
  • তামিম বললেন, আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন
  • আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন, এরপর ক্রিকেটের ফিক্সিং বন্ধ কইরেন: তামিম
  • বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে তামিম বললেন—ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন
  • জবিতে সাংস্কৃতিক কর্মকাণ্ডে ‘নিয়ন্ত্রণের শেকল’