সিলেটের ভোলাগঞ্জ থেকে লুটকৃত ৪০ হাজার ঘনফুট সাদা পাথর ঢাকার ডেমরা থেকে উদ্ধার করেছে নারায়ণগঞ্জ র‍্যাব-১১।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ থেকে লুটকৃত মূল্যবান বিপুল পরিমাণ সাদা খনিজ পাথর উদ্ধারে ঢাকার ডেমরার সারুলিয়ায় র‍্যাব, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ডেমরার সারুলিয়া শুকুরসী ঘাট এলাকায় এ যৌথ অভিযানটি পরিচালিত হয়।

সম্প্রতি ভোলাগঞ্জ এলাকা থেকে প্রায় দুই লক্ষ ঘনফুট সাদা পাথর লুট করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ২০০ থেকে ২৫০ কোটি টাকা। পাশাপাশি প্রায় ৬ লক্ষ ঘনফুট বালু লুটপাট হয়েছে, যার বাজারমূল্য প্রায় ২৪০ কোটি টাকা। 

অবৈধভাবে উত্তোলিত এসব পাথর স্থানীয় দয়ার বাজার, কলাবাড়ি ও ভোলাগঞ্জের ১০নং ঘাটে জমা করে বিভিন্ন ক্রাশার মেশিনে পাঠানো হতো বলে জানা গেছে।

সাদা পাথর লুটপাট বন্ধে এরইমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান শুরু করেছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জে র‍্যাব-১১, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার ডেমরার সারুলিয়া এলাকায় আনুমানিক ৪০ হাজার ঘনফুট আস্ত ও ক্রাশড পাথর জব্দ করা হয়েছে।

র‍্যাব-১১ এর অধিনায়ক লে.

কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, অবৈধভাবে উত্তোলিত এসব বিপুল পরিমাণ পাথরের অনেকাংশই মেশিনে ক্রাশ করা হয়েছে। সাতটি প্রতিষ্ঠান থেকে এসব পাথর জব্দ করা হয়েছে। তাদের মালিকপক্ষের তালিকা করা হয়েছে। অভিযানের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে।

ঢাকা/অনিক/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ঘনফ ট

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রার্থী মান্নানের গণসংযোগ 

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানের ধানের শীষের গণসংযোগকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জ ২নং ওয়ার্ড এলাকায় সৃষ্টি হয় জনস্রোত।

উৎসবমুখর পরিবেশে হাজারো নারী-পুরুষ ফুল ছিটিয়ে ও ফুলের তোড়া উপহার দিয়ে প্রার্থী মান্নানকে স্বাগত জানান।

‎‎গণসংযোগজুড়ে কর্মী-সমর্থকদের শ্লোগান ‘ভোট দিব কিসে ধানের শীষে’ বারবার ধ্বনিত হতে থাকে। এতে পুরো এলাকাজুড়ে আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

‎‎রবিবার (২৩ নভেম্বর) বিকেল চারটায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সার্বিক তত্ত্বাবধানে মৌচাক এলাকা থেকে গণসংযোগের সূচনা হয়। পরে মিজমিজি পশ্চিমপাড়া, দক্ষিণ পাড়া, কান্দাপাড়া ও মধ্য কান্দাপাড়া হয়ে সাহেবপাড়ায় পৌঁছে উঠান বৈঠকের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

‎‎এদিকে গণসংযোগকে সফল করতে দুপুর থেকেই মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন সিদ্ধিরগঞ্জ, সদর থানা, বন্দর থানা এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা ব্যানার–ফেস্টুন, সাউন্ড সিস্টেম, ঢাক-ঢোল ও বিশাল মোটরসাইকেল গাড়িবহরসহ পৃথক পৃথক মিছিল নিয়ে মৌচাক স্ট্যান্ডে জড়ো হন। পরে তারা গণসংযোগে যোগ দিয়ে পুরো কার্যক্রমকে আরও উৎসবমুখর করে তোলেন।

‎এসময়ে আরও উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরদার, সদস্য সচিব রেদোয়ান হোসেন পাপ্পু, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধান, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোশারফ হোসেন মশুসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সম্পর্কিত নিবন্ধ

  • সম্মাননা পেলেন সাংবাদিক কন্যা মিম ইসলাম 
  • বন্দরে সাবেক কাউন্সিলর মুরাদের উদ্যাগে মিলাদ ও দোয়া  
  • পঞ্চবটিতে পাইপলাইন ফেটে বন্ধ গ্যাস সরবরাহ, চরম ভোগান্তি
  • সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রার্থী মান্নানের গণসংযোগ 
  • ভূমিকম্পে পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভারে ৭৭ নম্বর পিলারের ব্লকে ফাটলের চিহ্ন
  • ভূমিকম্পে পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভারে ৭৭ নম্বর পিলারে ফাটলের চিহ্ন
  • ভূমিকম্পে পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভারে ৭৭ নম্বর পিলারে ফাটলের চি
  • মাসুদুজ্জামানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ও চশমা বিতরণ
  • মামুন মাহমুদকে গাড়ি উপহার দেইনি : মান্নান  
  • মান্নানের প্রার্থীতা বাতিলের দাবিতে সোনারগাঁয়ে মশাল মিছিল