জাতিসংঘের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প
Published: 23rd, September 2025 GMT
জাতিসংঘের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি এই প্রশ্ন তুলেছেন।
ট্রাম্প তার ভাষণে সাতটি যুদ্ধের অবসানের দাবির পুনরাবৃত্তি করেছেন। একইসঙ্গে তিনি দাবি করেছেন, তিনি কখনো জাতিসংঘের কাছ থেকে সাহায্য পাননি। ট্রাম্প তার ভাষণে আর্মেনিয়া ও আজারবাইজান; কম্বোডিয়া ও থাইল্যান্ড; ইসরায়েল ও ইরান; ভারত ও পাকিস্তান; রুয়ান্ডা ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো; মিশর ও ইথিওপিয়া এবং সার্বিয়া ও কসোভোর মধ্যে সংঘাত অবসানে নিজের কৃতিত্ব দাবি করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “আমি সাতটি যুদ্ধের অবসান ঘটিয়েছি, এই প্রতিটি দেশের নেতাদের সাথে আলোচনা করেছি এবং চুক্তি চূড়ান্ত করতে সাহায্য করার জন্য জাতিসংঘের কাছ থেকে কখনো একটি ফোনও পাইনি।”
তিনি বলেছেন, “জাতিসংঘের কাছ থেকে আমি কেবল একটি সিড়ি পেয়েছি, যা উপরে ওঠার, তবে মাঝখানে থেমে গেছে। এবং তারপরে একটি টেলিপ্রম্পটার যা কাজ করেনি।”
ট্রাম্প প্রশ্ন করেন, “এই অবস্থায়, জাতিসংঘের উদ্দেশ্য কী? জাতিসংঘের অসাধারণ সম্ভাবনা রয়েছে। কিন্তু এটি সেই সম্ভাবনার কাছাকাছিও পৌঁছাচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রে, অন্তত আপাতত, তারা কেবল একটি খুব জোরালো শব্দযুক্ত চিঠি লেখে এবং তারপরে সেই চিঠিটির কথা কখনো মানে না। এটি ফাঁকা বুলি এবং ফাঁকা বুলি যুদ্ধের সমাধান করে না।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ইস্টার্ন ইউনিভার্সিটি ও মালয়েশিয়ার ইউআইটিএম শিক্ষা-গবেষণায় পরস্পরকে সহযোগিতা করবে
বাংলাদেশের ইস্টার্ন ইউনিভার্সিটির সঙ্গে এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) স্বাক্ষর করেছে মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মারার (ইউআইটিএম) অ্যাকাউন্টিং রিসার্চ ইনস্টিটিউট (এআরআই)।
এর মাধ্যমে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় দুটির যৌথ গবেষণা প্রকল্প, শিক্ষক ও শিক্ষার্থীদের এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং জ্ঞান বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে দুই পক্ষই। পাশাপাশি দুই দেশের উচ্চশিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে এবং আন্তর্জাতিক মানসম্পন্ন জ্ঞান বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেও মনে করেন তাঁরা।
গতকাল সোমবার ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এম ছায়েদুর রহমান এবং ইউআইটিএমের পক্ষে এআরআইয়ের পরিচালক জুরাইদাহ মোহাম্মদ সানুসি ইওআইতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রেজারার, ব্যবসায় শিক্ষা বিভাগের চেয়ারপারসন, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউআইটিএমের পক্ষে উপস্থিত ছিলেন মুহাম্মদ নাজমুল হক, মোহাম্মদ তৌফিক বিন মোহাম্মদ সুফিয়ান ও লিলি মারদিয়াহ আদম মুদিন।
ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য বলেন, ‘এ সহযোগিতা আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বৈশ্বিক শিক্ষায় অংশগ্রহণের একটি চমৎকার সুযোগ সৃষ্টি করবে। একই সঙ্গে আন্তর্জাতিক গবেষণার ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।’
ইউআইটিএমের এআরআই পরিচালক জুরাইদাহ মোহাম্মদ সানুসি বলেন, ‘এই অংশীদারত্ব শুধু একাডেমিক উন্নয়নেই নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’