দিগুবাবুর বাজারে অভিযান : ৯০০ কেজি পলিথিন জব্দ, জরিমানা
Published: 8th, November 2025 GMT
নারায়ণগঞ্জ শহরের দিগুবাবুর বাজারে পরিচালিত অভিযানে ৯শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় দুই দোকানিকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার রাতে র্যাব-১১, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান।
র্যাব-১১ এর সিপিসি-১ এর ইনচার্জ আল মাসুদ খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এক দোকানে ১০ হাজার ও অন্য দোকানে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান, পরিবেশের ক্ষতিকর পলিথিনের ব্যবহার রোধে অভিযান পরিচালিত হয়। ভবিষ্যতে এ ধরনের পলিথিন বিক্রি বন্ধ না করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।
এছাড়াও তিনি পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সমাজের সবাইকে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে ভূমিকা রাখতে হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ পল থ ন
এছাড়াও পড়ুন:
ইলা মিত্র এক কিংবদন্তি, অনুপ্রেরণার উৎস
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলের ঐতিহাসিক তেভাগা আন্দোলনের বিপ্লবী নেত্রী ইলা মিত্র এক কিংবদন্তির নাম। তিনি কৃষকের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সাহসিকতার যে দৃষ্টান্ত রেখে গেছেন, তা স্মরণীয় হয়ে থাকবে। তিনি থাকবেন অনুপ্রেরণার উৎস হয়ে। জন্মশতবর্ষে তাঁকে স্মরণ করে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এভাবে ইলা মিত্রের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
গতকাল শনিবার বিকেলে রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে ‘শতবর্ষে স্মরণ: ইলা মিত্র ও তেভাগা আন্দোলন’ শীর্ষক এই অনুষ্ঠান হয়। ডেইলি স্টার দেশের ইতিহাসে বিশিষ্ট ব্যক্তিদের স্মরণ করে ‘ইতিহাস আড্ডা’ নামে ধারাবাহিক অনুষ্ঠান আয়োজন করছে। এর তৃতীয় অনুষ্ঠানটি হলো ইলা মিত্রকে নিয়ে। ইতিহাস আড্ডায় এর আগে আলোচনা হয়েছে ঢাকার বিদ্রোহী নবাব শামসউদ্দৌলা ও শেরেবাংলা এ কে ফজলুল হককে নিয়ে।
গতকাল অনুষ্ঠানের সূচনা করে ডেইলি স্টারের স্পেশাল কনটেন্ট এডিটর সামসুদ্দোজা সাজেন বলেন, ইতিহাসের উজ্জ্বল চরিত্রগুলোর অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এই ধারাবাহিক আড্ডার কার্যক্রম নেওয়া হয়েছে। এরপর ইলা মিত্রকে নিয়ে কবি গোলাম কুদ্দুসের কবিতা আবৃত্তি করেন ইমরান হোসেন।
এবারের আয়োজনের বিশেষ আলোচক ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। তিনি তাঁর আলোচনায় ব্যক্তিগত স্মৃতিচারণা, ইলা মিত্রের কাজ, তেভাগা আন্দোলন ও বাম রাজনীতির বিকাশ এবং বর্তমান প্রেক্ষাপট বিশ্লেষণ করেন।
‘ইতিহাস আড্ডা’য় অংশ নেওয়াদের একাংশ। ডেইলি স্টার কার্যালয়, ৮ নভেম্বর ২০২৫