ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় পালন এবং ১৩ নভেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর কেন্দ্রীয় অনুষ্ঠান সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা জাসাস এর উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু সড়কস্থ উকিলপাড়ায় জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানির অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি ডা.

এম এ লতিফ তুষার। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা জাসাসের সিনিয়র যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন রানা।

সভায় বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়, যাতে দিবসটি সফলভাবে পালন এবং কেন্দ্রীয় অনুষ্ঠানে সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করা যায়।

সভায় প্রধান অতিথি ছিলেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি। তিনি বলেন, “ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এ দিবস পালনের মাধ্যমে আমরা জাতীয়তাবাদী চেতনাকে আরও শাণিত করব। আগামী ১৩ নভেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জাসাসের কেন্দ্রীয় অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা থেকে সর্বোচ্চ সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করবে। এজন্য আমরা বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছি। দিবসটি সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাসাসের সহ-সভাপতি হাজী শহিদুল ইসলাম রিপন, শামসুল আহসান রোমমান, মনসুরুল হক মনি,এড. সৈয়দ মশিউর রহমান শাহীন, আনোয়ার হোসেন সুমন, এড. মতিউর রহমান মতিন, এড. মোঃ রফিকুল হাসান শিমুল, যুগ্ম সম্পাদক মাসুদ রানা মিন্টু, হাফিজুল হক, মহানগর সাংস্কৃতিক জোটের সভাপতি ও জাসাস নেতা হারুন অর রশীদ মুকুল, জেলা জাসাস দপ্তর সম্পাদক এস এম হালিম মুছা, চলচিত্র বিষয়ক সম্পাদক শেখ আলমাস আলী, জেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সদর থানা (নারায়ণগঞ্জ জেলা) জাসাসের সভাপতি কবির শিকদার, সিনিয়র সহ সভাপতি মোঃ রহমত উল্লাহ ফকির, সাধারণ সম্পাদক রহিম সরদার, কাশিপুর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মুহা রহিম হোসাইন বাবুল, আলীরটেক ইউনিয়ন জাসাসের সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন, ফতুল্লা থানা জাসাসের সহ-সভাপতি তাসলিমা দেওয়ান, হেলেনা পারভীন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সজীব,রূপগঞ্জ থানা জাসাসের সাধারণ সম্পাদক মিছির আলী, তারাব পৌর জাসাসের সভাপতি মোঃ রনি, বন্দর থানা (নারায়ণগঞ্জ জেলা) জাসাসের সাধারণ সম্পাদক মোঃ স্বপন, আড়াইহাজার থানা জাসাসের সহ সভাপতি মোঃ মনিরুজ্জামান সরকার, কুতুবপুর ইউনিয়ন জাসাসের সহ-সভাপতি মাসুদা, আলীরটেক ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক আকরাম হোসেন সাগর, কুতুবপুর ইউনিয়ন জাসাসের সাংগঠনিক সম্পাদক ডি এম লিটন, সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সাবেক সভাপতি শেখ মোঃ খোরশেদ আলম,জাসাস নেতা এম এস আক্তার, আব্দুল লতিফ সিকদার, মোঃ জুয়েল, মোঃ মামুন চৌধুরী, হারুন অর রশীদ সাগর, মোশারফ হোসেন খান, মোঃ শেখ রফিক, আঃ গফুর মিঞা, আরিফা, মায়া আক্তার, আমির হোসেন, আলহাজ¦ পনির হোসেন মিন্টু, সোলাইমান মিয়া, মহিউদ্দিন, মোঃ শফিকুল ইসলাম স্বপন, সৈয়দ মোঃ মাসুম, মোখলেসুর রহমান তোতা, এড. মোঃ নজরুল ইসলাম মাসুম, মোঃ মনির হোসেন মজিদ, মোঃ রিপন, এড. মোঃ মহসিন শেখ, মোহাম্মদ মাসুম শেখ প্রমুখ।
এছাড়া জেলা জাসাসের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।সভায় সকলে একমত পোষণ করেন যে, জাসাসের মাধ্যমে সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয়তাবাদী চেতনা জোরদার করা হবে। প্রস্তুতি সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। 
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা জাসাস কেন্দ্রীয় অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সভা শেষে সকলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সাফল্য কামনা করে দোয়া করেন। এ ধরনের প্রস্তুতি সভা জেলা জাসাসের কর্মীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ক ন দ র য় অন ষ ঠ ন ন র য়ণগঞ জ জ ল প রস ত ত ল ইসল ম গ রহণ

এছাড়াও পড়ুন:

ধানের শীষের প্রতীকে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে : রাজিব

‎নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব বলেছেন, বাংলাদেশের আজকে যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটা অনেকটা এই ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মতোই এই ফ্যাসিবাদকে হটানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা এবং বাংলাদেশের আপামর জনসাধারণ ও সেনাবাহিনীসহ সবাই সম্মিলিতভাবে এই ফ্যাসিবাদকে উৎখাত করেছে। এই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা ও উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় জাতীয়তাবাদী দল।

‎ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি পূর্বে বক্তব্যেকালে তিনি এসব কথাগুলো বলেন। ‎‎শুক্রবার (৭ নভেম্বর) বিকেল চারটায় সাইনবোর্ড পাসপোর্ট অফিসের সামনে থেকে এই বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ঢাকা - নারায়ণগঞ্জ লিংক প্রদক্ষিণ  করেন।

‎তিনি আরও বলেন, আর সেই লক্ষ্যে  আগামীতে যে নির্বাচন আছে সেই নির্বাচনে আমাদের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান যে নির্দেশনা দিয়েছে সে নির্দেশনা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী সেটা অক্ষরে অক্ষরে পালন করবে। 

আমরা জাতীয়তাবাদী দলের সৈনিক। আমরা দীর্ঘ ১৭টি বছর রাজপথে লড়াই সংগ্রাম করেছি। সেই সংগ্রামের ফল বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে।

‎এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জেও মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শেখ হাসিনা : রফিউর রাব্বি
  • কাশীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীর গণসংযোগ
  • খানপুর চ্যাম্পিয়ন ট্রফি সিজন-২'র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ
  • সিদ্ধিরগঞ্জে র‌্যাবের পোশাকে ২৫ লাখ টাকা ছিনতাই
  • সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ৮০ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা (তালিকা)
  • ‎জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মাসুদুজ্জামানের পক্ষে বিশাল শোডাউন
  • ‎জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মাসুদুজ্জামান মাসুদের তাক লাগানো শোডাউন
  • না বুঝে ভোট দেওয়ার দিন শেষ : নূরুল হক নূর
  • ধানের শীষের প্রতীকে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে : রাজিব