হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) স্কলার সামিট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) হাবিপ্রবি গবেষণা সংসদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ বিকেল সাড়ে ৪টায় এ সামিট অনুষ্ঠিত হয়। 

আরো পড়ুন:

এবারো নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেবে হাবিপ্রবি

হাবিপ্রবির দ্বিতীয় সমাবর্তনের সভাপতিত্ব করবেন শিক্ষা উপদেষ্টা 

এতে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড.

মো. শফিকুল ইসলাম শিকদার। বিশেষ অতিথি ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড.  এস এম এমদাদুল হাসান, প্লান্ট প্যাথলজি বিভাগের চেয়ারম্যান ও কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড.  মো. মহিদুল হাসান, ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন বিভাগের অধ্যাপক ড.  মারুফ আহমেদ এবং মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল কালাম। 

হাবিপ্রবি গবেষণা সংসদের সভাপতি মোছা. ইশরাত ফারজানা আরশীর সভাপতিত্বে এতে কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক ড.  মো. ফারুক হাসান।

এর আগে, দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম ভবনের বিজনেস স্টাডিজ অনুষদ ও বিজ্ঞান অনুষদে ওরাল প্রেজেন্টেশন এবং অডিটোরিয়াম -১ এ পোস্টার প্রেজেন্টেশনের আয়োজন করা হয়।

এতে ৫৪টি দল অংশগ্রহণ করে। তাদের মধ্যে সেরাদের পুরস্কৃত করা হয়।

ঢাকা/সাকিব/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হ ব প রব

এছাড়াও পড়ুন:

জাহানারার যৌন হয়রানির অভিযোগ: তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে জাতীয় নারী দলের ক্রিকেটার জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগ তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত গত বৃহস্পতিবার রাতেই জানিয়েছিল বিসিবি। জানানো হয়েছিল, কমিটি ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে। দুদিন পর আজ রাতে তিন সদস্যের কমিটির নাম ঘোষণা করেছে বিসিবি।

আরও পড়ুনজাহানারার অভিযোগ নিয়ে কী বলছেন মঞ্জুরুল২২ ঘণ্টা আগে

তিন সদস্যের কমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারক তারিক উল হাকিম। কমিটির অন্য দুই সদস্য বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। ব্যারিস্টার সারওয়াত বাংলাদেশ উইমেন্স স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভানেত্রীও।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড

সম্পর্কিত নিবন্ধ