সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি বলেছেন, সম্প্রতি তদন্তকারী সংস্থা র‌্যাব জানিয়েছে তদন্ত প্রায় শেষ অচিরেই অভিযোগপত্র দেয়া হবে। আমরা চাই ত্বকী হত্যার সাথে জড়িত সকলেই বিচারের আওতায় আসবে।

এ হত্যার নির্দেশদাতা শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, ক্যাডার শাহ নিজাম সহ হত্যার সাথে জড়িত সকলে অভিযোগপত্রে যুক্ত থাকবে। 

হত্যাকারীরা দলীয় বলে শেখ হাসিনা সাড়ে এগার বছর এ বিচারটি বন্ধ করে রেখেছিলেন। শেখ হাসিনা দেশের বিচার-ব্যবস্থাকে ধ্বংস করে ছিলেন। সারাদেশের মতো নারায়ণগঞ্জেও মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। 

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৫২ মাস উপলক্ষে ত্বকী সহ সকল হত্যার বিচারের দাবিতে শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত আলোক প্রজ্বালন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি মনি সুপান্থর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীনা তাজরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা জিয়াউল ইসলাম কাজল, সিপিবি জেলা সভাপতি শীবনাথ চক্রবর্তী, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজন, বাসদ জেলা সংগঠক সেলিম মাহমুদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মাহমুদ হোসেন, এনসিপির জেলা সদস্য সচিব আহমেদুর রহমান তনু ও সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা।

রফিউর রাব্বি অভিযোগ করেন, ২০১৪ সালের মার্চ মাসেও র‌্যাব সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন তদন্ত শেষ, অচিরেই অভিযোগপত্র জমা দেয়া হবে। কিন্তু একযুগেও তা আদালতে জমা পড়ে নাই।

সুতরাং আমরা আশা করব এ মাসেই অভিযোগপত্র জমা দেয়া হবে। ইতিমধ্যে ৯৮ বার আদালত থেকে সময় নেয়া হয়েছে। আমরা চাই এইটি যেন শত অতিক্রম না করে। তিনি সাগর-রুনী, তনু সহ নারায়ণগঞ্জের সকল হত্যার দ্রুত বিচার দাবি করেন। 

সমাবেশে বক্তারা আশা প্রকাশ করে বলেন, অন্তর্বর্তী সরকার জন আকাক্সক্ষাকে ধারণ করে ত্বকী সহ দেশে সংঘটিত সকল হত্যার বিচার করবে। ওসমান পরিবার দ্বারা সংঘটিত নারায়ণগঞ্জের আশিক, চঞ্চল, মিঠু, বুলু সহ সকল হত্যা বিচার করবে।  

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ।

ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে জানায়, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়।

৫ মার্চ ২০১৪ তদন্তকারী সংস্থা র‌্যাব সংবাদ সম্মেলন করে জানায়, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নির্দেশে তাদেরই টর্চারসেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে।

অচিরেই তারা অভিযোগপত্র আদালতে পেশ করবে। কিন্তু এর তিন মাস পর শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেন, তিনি ওসমান পরিবারকে দেখে রাখবেন। তার পরেই বিচারকার্য সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

সে অভিযোগপত্র আজো পেশ করা হয় নাই। ত্বকী হত্যার পর থেকে বিচার শুরু ও চিহ্নিত আসামীদের গ্রেপ্তার ও সকল হত্যার বিচারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ তদন ত ওসম ন

এছাড়াও পড়ুন:

বন্দরে মাসুদুজ্জামান মাসুদের নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) রাত ৮টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পূর্ব হাজীপুর এলাকায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খান সেন্টু বলেন, ফ্যাস্টিট সরকার  গনতন্ত্র হরণ করার মাধ্যমে  এদেশের মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে।

আপনারা দেখেছেন তারা দিনের ভোট রাতে নিয়ে গেছে।৫ আগস্টের পর সাধারন জনগন ভোটের অধিকার ফিরে পাচ্ছে। এখন আমাদের সকল ভেদাভেদ ভূলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য ধানের শীষের প্রার্থীকে বিজয় করতে হবে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটি সদস্য  মোঃ শহিদুল ইসলাম রিপনের সভাপতিত্বে মত বিনিময়  প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু।

কলাগাছিয়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের বিএনপি নেতা বাদল ঢালী সঞ্চালনায় মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটি সদস্য মনোয়ার হোসেন শোখন, একই আহবায়ক কমিটি অপর সদস্য  এডঃ শরীফুল ইসলাম শিপলু, বন্দর উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক এডঃ  আকবর হোসেন, বন্দর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু, মহানগর বিএনপি নেতা মোঃ আলমগীর হোসেন, বন্দর উপজেলা যুবদলের  সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খান, ২৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি বুলবুল ও কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা দ্বীন ইসলাম প্রমুম।

মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, মদনপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বাবু মেম্বার, মুছাপুর ইউনিয়ন সাবেক যুবদল নেতা নূর হোসেন, ২২ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি কাজী সোহাগ, কলাগাছিয়া ইউনিয়ন যুবদল নেতা বাবুল মিয়া, বাচ্চু মিয়া, আব্দুল হাতেম, দিলদার ফকির, সাঈদ ও বন্দর থানা জাসাসের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক মিলনসহ ৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।  
 

সম্পর্কিত নিবন্ধ

  • কাশীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীর গণসংযোগ
  • খানপুর চ্যাম্পিয়ন ট্রফি সিজন-২'র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ
  • সিদ্ধিরগঞ্জে র‌্যাবের পোশাকে ২৫ লাখ টাকা ছিনতাই
  • সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ৮০ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা (তালিকা)
  • ‎জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মাসুদুজ্জামানের পক্ষে বিশাল শোডাউন
  • ‎জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মাসুদুজ্জামান মাসুদের তাক লাগানো শোডাউন
  • না বুঝে ভোট দেওয়ার দিন শেষ : নূরুল হক নূর
  • ধানের শীষের প্রতীকে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে : রাজিব
  • বন্দরে মাসুদুজ্জামান মাসুদের নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত