রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের তিন নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের মধ্যে রয়েছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী এমদাদুল হক (৬০)।

আজ শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

গ্রেপ্তার বাকি দুজন হলেন হবিগঞ্জের লাখাই উপজেলা শাখা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল মিয়া (৩৭) ও রাজধানীর পল্লবী থানার ৫ নম্বর ওয়ার্ডের ‘ডি’ ব্লক ইউনিট আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম খোকন (৬০)।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার বেলা সোয়া তিনটার দিকে ডিবি মতিঝিল বিভাগ খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে এমদাদুল হককে গ্রেপ্তার করে। একই দিন বেলা পৌনে একটার দিকে পল্টন এলাকা থেকে ইসমাইল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া শুক্রবার রাত ১২টার দিকে ডিবি মিরপুর বিভাগ পল্লবী থানা এলাকা থেকে আবদুস সালামকে গ্রেপ্তার করে।

ডিবি দাবি করেছে, আবদুস সালাম পল্লবীর সাবেক সংসদ সদস্য মো.

ইলিয়াস উদ্দিন মোল্লার ঘনিষ্ঠ সহযোগী এবং আওয়ামী লীগের বিভিন্ন ঝটিকা মিছিলের সমন্বয়ক ছিলেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র প ত র কর আওয় ম

এছাড়াও পড়ুন:

জাহানারার যৌন হয়রানির অভিযোগ: তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে জাতীয় নারী দলের ক্রিকেটার জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগ তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত গত বৃহস্পতিবার রাতেই জানিয়েছিল বিসিবি। জানানো হয়েছিল, কমিটি ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে। দুদিন পর আজ রাতে তিন সদস্যের কমিটির নাম ঘোষণা করেছে বিসিবি।

আরও পড়ুনজাহানারার অভিযোগ নিয়ে কী বলছেন মঞ্জুরুল২২ ঘণ্টা আগে

তিন সদস্যের কমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারক তারিক উল হাকিম। কমিটির অন্য দুই সদস্য বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। ব্যারিস্টার সারওয়াত বাংলাদেশ উইমেন্স স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভানেত্রীও।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড

সম্পর্কিত নিবন্ধ