ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা চঞ্চলের শয্যা পাশে সাখাওয়াত
Published: 8th, November 2025 GMT
নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন চঞ্চল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শহরের হেলথ রিসোর্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
অসুস্থ আলমগীর খান চঞ্চলকে দেখতে এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকা আলমগীর হোসেনের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এডভোকেট সাখাওয়াত। তিনি আলমগীর খান চঞ্চলের দ্রুত আরোগ্য কামনা করেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আলমগ র
এছাড়াও পড়ুন:
কাশীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীর গণসংযোগ
নারায়ণগঞ্জ-৪ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী আল মাদানী কাশীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।
শনিবার (৮ নভেম্বর) ইউনিয়নের ৫, ৬, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে দিনভর এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণসংযোগে মুফতি ইসমাঈল সিরাজীর সঙ্গে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি মুহাম্মাদ ওমর ফারুক, নারায়ণগঞ্জ-৪ আসন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী আলহাজ আমান উল্লাহ, ফতুল্লা থানা শাখার সেক্রেটারি জোবায়ের হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলহাজ রুবেল হোসাইন, কাশীপুর ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ শাহাদাত হোসাইন রানা এবং স্থানীয় নেতাকর্মীরা।
গণসংযোগে প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী বলেন, দেশে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা ও ন্যায়ের সমাজ গঠনের জন্য হাতপাখা প্রতীকই একমাত্র বিকল্প। আমরা জনগণের দোয়া ও ভোটে বিজয়ী হতে চাই, যাতে দেশের কল্যাণে কাজ করতে পারি।