মেহেরপুরের গাংনীতে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়কে শুয়ে বিক্ষোভ করেছেন দলের এক পক্ষের নেতা–কর্মীরা। আজ শনিবার সন্ধ্যায় গাংনী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদের পক্ষের নেতা–কর্মীরা গাংনী উপজেলা বাঁশবাড়িয়া গ্রামের মেহেরপুর-কুষ্টিয়া সড়কের এক পাশে বেলা তিনটা থেকে জড়ো হতে শুরু করেন। বিক্ষোভকারীরা গাংনী বাসস্ট্যান্ডে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হন। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন জাভেদ মাসুদ। পরে মহাসড়কে শুয়ে পড়ে বিক্ষোভ প্রদর্শন করেন নেতা–কর্মীরা। সেখানে মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপির মনোনয়ন বাতিলের দাবি জানানো হয়। একপর্যায়ে জাভেদ মাসুদের অনুসারীরা স্লোগান দেন ‘অবৈধ মনোনয়ন মানি না, মানব না’।

দলীয় সূত্রে জানা যায়, মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের পরিবর্তে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদকে প্রার্থী করার দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভে অংশ নেওয়া নেতা–কর্মীরা সড়কে শুয়ে স্লোগান দেন। তাঁদের অভিযোগ, মনোনীত প্রার্থী এলাকায় জনপ্রিয় নন এবং দলের তৃণমূল নেতা–কর্মীদের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই।

বিক্ষোভে অংশ নেওয়া বিএনপির কর্মী রহিদুল ইসলাম বলেন, ‘গাংনীতে যিনি মনোনয়ন পেয়েছেন, তিনি এলাকায় জনপ্রিয় নন। আমরা তৃণমূলের নেতা–কর্মীরা চাই, জাভেদ ভাইকে প্রার্থী করা হোক।’

বিক্ষোভ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে মনোনয়ন দিলে দলের জন্য এটি ক্ষতির কারণ হবে। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

জেলা বিএনপির সভাপতি ও মেহেরপুর-২ আসনের মনোনয়নপ্রত্যাশী জাভেদ মাসুদ প্রথম আলোকে বলেন, ‘তৃণমূলের নেতা–কর্মীরা আমার পাশে রয়েছেন। তাঁরা চান, দলের প্রতীক ধানের শীষ যেন প্রকৃত জনপ্রিয় প্রার্থীর হাতে থাকে। আমি দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল, তবে কেন্দ্রকে তৃণমূলের অনুভূতি বিবেচনা করতে অনুরোধ করব।’

মেহেরপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘এটি কয়েকজন অসন্তুষ্ট কর্মীর ব্যক্তিগত উদ্যোগ। বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমি সবাইকে সঙ্গে নিয়েই নির্বাচনে অংশ নেব।’

বিএনপি গত সোমবার জাতীয় সংসদের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে। মেহেরপুর–১ (সদর-মুজিবনগর) আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুণ এবং মেহেরপুর–২ (গাংনী) আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেনকে মনোনয়ন দেওয়া হয়। ৪ নভেম্বর বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে গাংনী উপজেলা শহরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হন। মনোনয়ন ঘিরে বিক্ষোভে গাংনীর রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এনপ র স কর ম র

এছাড়াও পড়ুন:

রাজধানীতে বিইভিএমএক্স ২০২৫ প্রদর্শনী অনুষ্ঠিত

সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী ‘বিইভিএমএক্স ২০২৫ এবং বিমেক্স ২০২৫’ শীর্ষক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিইভিএমএক্স ২০২৫ প্রদর্শনীতে ছিল দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোর ইলেকট্রিক গাড়ি, বাইক, স্কুটার, চার্জিং সলিউশন, স্মার্ট মোবিলিটি, এনার্জি স্টোরেজ, ব্যাটারি প্রযুক্তি, গ্রিন প্রযুক্তি এবং বিমেক্স ২০২৫ প্রদর্শনীতে থাকছে মেডিকেল প্রযুক্তি, হাসপাতাল সরঞ্জাম, ল্যাব ইকুইপমেন্ট, বায়োটেকনোলজি, ডায়াগনস্টিক, ফার্মাসি, হাসপাতাল অবকাঠামো, স্বাস্থ্যসেবা, আইটি সরঞ্জামসহ আরও অনেক কিছু।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. খোরশেদ আলম, সভাপতি, বাংলাদেশ-চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মো. শেখ আমিনুদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা, আকিজ মোটরস, মো. শরীফ উদ্দিন আহমেদ, সভাপতি, বাংলাদেশ মেডিকেল ইনস্ট্রুমেন্টস অ্যান্ড হসপিটাল ইকুইপমেন্ট ডিলারস অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএমআইএইচইডিএমএ), মো. মাহফুজ হাসান, সহসভাপতি, বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশন (বিএমইআইএসএ), লি শিয়াও, পরিচালক, ইউনান কমার্শিয়াল রিপ্রেজেন্টেটিভ অফিস ইন বাংলাদেশ এবং মো. ফায়জুল আলম, ব্যবস্থাপনা পরিচালক, সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড।

প্রদর্শনীতে সেমিনার ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাংলাদেশের এবং আন্তর্জাতিক মেরিটাইম শিল্পের শীর্ষ ব্যক্তিরা অংশ নেন। এই প্রদর্শনী ৬ থেকে ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সব দর্শকের জন্য উন্মুক্ত ছিল। বিজ্ঞপ্তি

সম্পর্কিত নিবন্ধ