আড়াইহাজারে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার বলেছেন, চূড়ান্ত মনোনয়ন না পাওয়া পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে।

দলের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি একতাবদ্ধ দল, আর আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী।

শনিবার দুপুরে উপজেলা সদরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পারভিন আক্তার বলেন, ‘আমরা দীর্ঘ ১৭ বছর ধরে নানা হামলা, মামলা ও নির্যাতনের শিকার। আমার স্বামীসহ দলের অসংখ্য নেতা-কর্মী অন্যায়ের মামলায় জেল খেটেছেন, অনেককে নির্যাতন সহ্য করতে হয়েছে।

তারপরও আমরা মাঠে ছিলাম, আছি এবং থাকব। দল আমাদের রক্তে মিশে আছে। কোনো অবস্থাতেই আমরা বিএনপির বাইরে যাব না।’

তিনি আরও বলেন, ‘আমরা সবাই জানি, দলের সিদ্ধান্তই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। কেন্দ্র থেকে চূড়ান্তভাবে যাঁকে মনোনয়ন দেওয়া হবে, আমরা তাঁকেই মেনে নেব। দলের ভেতর বিভেদ নয়, এখন প্রয়োজন ঐক্য ও সংগঠনের শক্তি আরও সুসংহত করা।’

আলোচনা সভায় জেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু, সাবেক সহসভাপতি শহীদুল্লাহ মিয়া চেয়ারম্যানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পারভিন আক্তার বিএনপির মনোনয়নপ্রত্যাশী। দল থেকে আড়াইহাজার আসনে নজরুল ইসলাম আজাদের নাম প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছে।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ব এনপ

এছাড়াও পড়ুন:

এখনো কালো মেঘের ছায়া কাটেনি: বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, “এখনো কালো মেঘের ছায়া কাটেনি। দেশজুড়ে এখনো ষড়যন্ত্রের জাল ছড়িয়ে আছে।”

শনিবার (৮ নভেম্বর) দুপুরে নেত্রকোণার মোহনগঞ্জ পৌর বিএনপির পরিচিতি সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

লুৎফুজ্জামান বাবর বলেন, শেখ হাসিনার প্রথম মামলার রায়কে ঘিরে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে। আওয়ামী লীগ এবং পার্শ্ববর্তী এক পরাশক্তি দেশ রায় ও আসন্ন নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে। 

তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের কিছু উপদেষ্টা নিরপেক্ষতার কথা বললেও তাদের আচরণে স্পষ্ট পক্ষপাত লক্ষ করা যাচ্ছে। এখন আমাদের সামনে একটা বড় সুযোগ আসছে—ক্ষমতায় যাওয়ার সুযোগ। কিন্তু, সেটা যেন দলীয় বিশৃঙ্খলায় নষ্ট না হয়। কেউ নিয়ম ভঙ্গ করলে ছাড় দেওয়া হবে না, আমি হলেও না। সবাইকে হালাল পথে, ন্যায্যতার ভিত্তিতে চলতে হবে।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে লুৎফুজ্জামান বাবর বলেন, সামনে বড় চ্যালেঞ্জ আসছে, তা মোকাবিলায় ধৈর্য ও সংযমের বিকল্প নেই। 

তরুণদের উদ্দেশে তিনি বলেন, “তথ্য-প্রযুক্তির যুগে টিকে থাকতে হলে কারিগরি জ্ঞান অর্জন জরুরি।”

উপজেলার মোহনগঞ্জ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/ইবাদ/রফিক

সম্পর্কিত নিবন্ধ