পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া
Published: 8th, November 2025 GMT
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, সম্ভাব্য পারমাণবিক পরীক্ষার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের উপর কাজ করছে মস্কো। শনিবার তিনি এ কথা বলেছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস।
ল্যাভরভ বলেছেন, “৫ নভেম্বর নিরাপত্তা পরিষদের সভায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের বিষয়ে, এটি বাস্তবায়নের জন্য গৃহীত হয়েছে এবং এটি নিয়ে কাজ করা হচ্ছে। জনগণকে ফলাফল সম্পর্কে অবহিত করা হবে।”
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট আকস্মিকভাবে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র পুনরায় শুরুর নির্দেশ দিয়েছিলেন। তার এই ঘোষণার প্রতিক্রিয়ায় পুতিন রাশিয়ার পারামাণবিক অস্ত্র পরীক্ষার আদেশ দেন।
ল্যাভরভ জানিয়েছেন, ট্রাম্পের আদেশ সম্পর্কে রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো স্পষ্ট বার্তা পায়নি।
গত কয়েক সপ্তাহে রাশিয়া-মার্কিন সম্পর্কের তীব্র অবনতি ঘটেছে। ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটাতে অগ্রগতির অভাবের কারণে ট্রাম্প হতাশ হয়ে পুতিনের সাথে একটি পরিকল্পিত শীর্ষ সম্মেলন বাতিল করেছেন। এছাড়া জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর প্রথমবারের মতো রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দিগুবাবুর বাজারে অভিযান : ৯০০ কেজি পলিথিন জব্দ, জরিমানা
নারায়ণগঞ্জ শহরের দিগুবাবুর বাজারে পরিচালিত অভিযানে ৯শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় দুই দোকানিকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার রাতে র্যাব-১১, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান।
র্যাব-১১ এর সিপিসি-১ এর ইনচার্জ আল মাসুদ খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এক দোকানে ১০ হাজার ও অন্য দোকানে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান, পরিবেশের ক্ষতিকর পলিথিনের ব্যবহার রোধে অভিযান পরিচালিত হয়। ভবিষ্যতে এ ধরনের পলিথিন বিক্রি বন্ধ না করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।
এছাড়াও তিনি পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সমাজের সবাইকে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে ভূমিকা রাখতে হবে।