ঢাকার করপোরেট জগতের প্ল্যাটফর্ম লিডার্স ফোরাম বাংলাদেশ (এলএফবি) গত বৃহস্পতিবার সন্ধ্যায় শেরাটন ঢাকায় আয়োজন করে চতুর্থ এলএফবি লিডারশিপ এক্সেলেন্স সামিট ২০২৫।

ব্যবসা ও সমাজে দূরদর্শী নেতৃত্বের প্রভাবকে স্বীকৃতি জানাতে এলএফবি তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান—প্রাণ-আরএফএল গ্রুপ, ঊর্মি গ্রুপ, বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস (বিটিআই), ১৫ জন করপোরেট লিডার ও করপোরেট দম্পতিকে (সাবিনা সাবি, মহাসচিব পার অব সিও কামরুল মেহেদী), ডিএমডি সিটি ব্যাংক পিএলসিকে সম্মাননা প্রদান করে, যাঁরা ব্যবসা-বাণিজ্য ও করপোরেট ক্যারিয়ার বিকাশে অসাধারণ ভূমিকা রেখেছেন।

বার্ষিক এ উৎসবে উপস্থিত ছিলেন ২৩টি ভিন্ন খাতের তিন শতাধিক সিনিয়র ব্যাংকার, করপোরেট লিডার, সরকারি-বেসরকারি নীতিনির্ধারক ও পেশাজীবী।

২০২৫ সালের এই সংস্করণে গুরুত্ব দেওয়া হয়েছিল অন্তর্ভুক্তিমূলকতা, উদ্ভাবন ও টেকসই করপোরেট প্রবৃদ্ধি, যেখানে আর্থিক অন্তর্ভুক্তি, কর্মসংস্থান সৃষ্টি ও নেতৃত্ব বিকাশে ভূমিকা রাখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়া হয়। এতে স্পষ্ট হয় বাংলাদেশের আঞ্চলিক অগ্রযাত্রায় নেতৃত্বদানের ভূমিকা আরও সুদৃঢ় হয়েছে।

আন্তর্জাতিক সহযোগিতার পরিধি বাড়ানোর লক্ষ্য নিয়ে এলএফবি এ সম্মেলনকে একটি মাইলফলক হিসেবে বর্ণনা করে। একই ছাদের নিচে দেশের উজ্জ্বলতম করপোরেট মেধাবীদের একত্র করে এ আয়োজন ভবিষ্যতের নেতৃত্বকে অনুপ্রাণিত, সংযুক্ত ও ক্ষমতায়িত করার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

এবারের সম্মেলনের সহযোগী অংশীদার ছিল প্রথম আলো ও দ্য ডেইলি স্টার। এ ছাড়া মিডিয়া পার্টনার ছিল যমুনা টিভি।

অনুষ্ঠানের প্লাটিনাম স্পনসর হিসেবে ছিল বায়োবিল্ড ডেভেলপমেন্ট লিমিটেড, সিলভার স্পনসর জিএলজি প্রপার্টিজ লিমিটেড, স্ট্র্যাটেজিক পার্টনার সিএফ মটো এবং করপোরেট রিট্রিট পার্টনার কাজি রিসোর্ট। অনুষ্ঠানের ম্যানেজমেন্ট পার্টনার ছিল ইভেন্ট সিটি।

২০২০ সালের ১৩ জুন, কোভিড মহামারির সময়ে প্রতিষ্ঠিত এলএফবি দ্রুতই নেতৃত্ব বিকাশের এক শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত হয়। বর্তমানে পাঁচ হাজারের বেশি সদস্য নিয়ে এই ফোরাম কাজ করছে নেতৃত্বের বিকাশ, মেন্টরশিপ ও করপোরেট ইকোসিস্টেম পুনর্গঠনে। তাদের মূল দর্শন—‘স্ব-উন্নয়নের পাশাপাশি সমাজকে কিছু ফিরিয়ে দেওয়া’। বিজ্ঞপ্তি

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প র টন র করপ র ট

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না এটলাস বাংলাদেশ

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি এটলাস বাংলাদেশ লিমিটেডের পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

আরো পড়ুন:

পদ্মা অয়েলের ১৬০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বিশেষ বিবেচনা করতে পারে সরকার

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নিয়েছে।

তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতি অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর হাইব্রড সিস্টেমে অনুষ্ঠিত হবে। আর এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে (১.২৩) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (২.১৭) টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২১ টাকা।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।

ঢাকা/এনটি/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকা বোর্ডের দ্বাদশের ইটিসি-বিটিসি-বিষয়-গ্রুপ-ছবি পরিবর্তন, সময় বৃদ্ধি ৩০ নভেম্বর পর্যন্ত
  • আজ টিভিতে যা দেখবেন (৮ নভেম্বর ২০২৫)
  • ফিফা দ্য বেস্ট ২০২৫: বছরের সেরা খেলোয়াড়ের মনোনয়ন ঘোষণা
  • এক ঝলক (৭ নভেম্বর ২০২৫)
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
  • প্রশ্ন: গুণিতক ও গুণনীয়ক কাকে বলে?
  • আজ টিভিতে যা দেখবেন (৭ নভেম্বর ২০২৫)
  • ফায়ার সার্ভিসে ১০টি পদের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ
  • শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না এটলাস বাংলাদেশ