পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় হামিদুল ইসলাম (৩৫) নামের এক যুবদল নেতাকে চোর সন্দেহে পিটিয়ে তার বাম পা ভেঙে দিয়েছেন স্থানীয়রা। 

শুক্রবার (৭ নভেম্বর) রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের ত্রিশুলিয়া এলাকায় হামিদুল ইসলামকে গণপিটুনি দেওয়া হয়। পরে খবর পেয়ে শনিবার (৮ নভেম্বর) সকালে পুলিশ তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য শনিবার দুপুরে হামিদুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

হামিদুল ইসলাম বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নের নতুন হাট দক্ষিণ শালশিরি এলাকার বাসিন্দা। ঝলই শালশিরি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদল নেতা হামিদুল কামারহাট বণিক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। 

স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের ত্রিশুলিয়া এলাকার ভবেশ চন্দ্র রায়ের বাড়ির একটি ঘরের তালা ভেঙে প্রবেশ করেন হামিদুল। শব্দ পেয়ে বাড়ির লোকজন তাকে ধাওয়া দিলে তিনি পালিয়ে যাওয়ার সময় একটি খালে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেন। সকালে পুলিশ তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ভবেশ চন্দ্র রায় বলেন, আমি থানায় মামলা করতে গিয়েছিলাম। পুলিশ আমার কাছে সমঝোতার জন্য স্বাক্ষর করে নিয়েছে। তারা বলেছে যে, সে যেহেতু অসুস্থ, চাইলে পরেও মামলা করা যাবে। তাই, আমি স্বাক্ষর করে চলে এসেছি। চুরি করার ইচ্ছে না থাকলে অন্য একটি এলাকার মানুষ এত রাতে তালা ভেঙে আমার ঘরে ঢুকবে কেন?

আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.

হুমায়ুন কবির বলেছেন, ওই যুবকের বাম পায়ের একাধিক স্থানে ভেঙে গেছে। তার ডান হাতেও রক্তক্ষরণ হয়েছে। আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেছি।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সরকার বলেছেন, চোর সন্দেহে ওই যুবককে স্থানীয়রা অনেক মারধর করেছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠিয়েছেন চিকিৎসকরা। বাদী এ ঘটনায় অভিযোগ করবেন না বলে লিখিত দিয়েছেন।

বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মানিক বলেন, ওই যুবক যুবদলের ওয়ার্ড কমিটির সদস্য। কোনো গুরুত্বপূর্ণ পদে নেই। আমি শুনেছি, তিনি একটি বিয়েবাড়ি থেকে রাতে ফিরেন। পরে ওই এলাকার এক নারীর সাথে দেখা করতে যান। সেখানেই স্থানীয়রা চোর সন্দেহে তাকে মারপিট করেছে। তার পা নাকি ভেঙে গেছে।

তবে, এ বিষয়ে জানতে হামিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে, আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামিদুলকে ভর্তি করানোর সময় দেওয়া মোবাইল নম্বরে কল করলে তার ভগ্নিপতি সফিয়ার রহমান তা রিসিভ করেন। 

তিনি বলেন, হামিদুলের অসুস্থতার কথা শুনে আমি হাসপাতালে ছুটে গেছি। তবে, কী কারণে মারধর করা হয়েছে, জানি না।

ঢাকা/নাঈম/রফিক 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হ ম দ ল ইসল ম চ র সন দ হ উপজ ল র আট য় র এল ক র র জন য য বদল

এছাড়াও পড়ুন:

দিগুবাবুর বাজারে অভিযান : ৯০০ কেজি পলিথিন জব্দ, জরিমানা  

নারায়ণগঞ্জ শহরের দিগুবাবুর বাজারে পরিচালিত অভিযানে ৯শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় দুই দোকানিকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার রাতে র‌্যাব-১১, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান। 

র‌্যাব-১১ এর সিপিসি-১ এর ইনচার্জ আল মাসুদ খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এক দোকানে ১০ হাজার ও অন্য দোকানে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান, পরিবেশের ক্ষতিকর পলিথিনের ব্যবহার রোধে অভিযান পরিচালিত হয়। ভবিষ্যতে এ ধরনের পলিথিন বিক্রি বন্ধ না করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

এছাড়াও তিনি পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সমাজের সবাইকে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে ভূমিকা রাখতে হবে।


 

সম্পর্কিত নিবন্ধ