অভিষেকে ৯১ রানে আউট শাহ পরান, ৯১ রানে আউটের যন্ত্রণা অমিতেরও
Published: 8th, November 2025 GMT
অভিষেকে সেঞ্চুরি হারানোর যন্ত্রণা শাহ পরানের
২৪ বছর বয়সে আজ প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হলো শাহ পরানের। চট্টগ্রাম বিভাগের এই মিডল অর্ডার ব্যাটসম্যানের অভিষেকটা হতে পারত রূপকথার মতো। সেঞ্চুরির খুব কাছেই পৌঁছে গিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত নব্বইয়ের ঘরে থেমে যন্ত্রণায় পুড়তে হলো শাহ পরানকে।
চট্টগ্রামে খুলনা বিভাগের লেগ স্পিনার ইয়াসিন মুন্তাসিরের বলে বোল্ড হয়েছেন তিনি। আউট হওয়ার সময় তাঁর রান ৯১। ১০০ বলের ইনিংসে ১০টি চার ও ৪টি ছক্কা মেরেছেন। সেঞ্চুরিটা পেলে শাহ পরান বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির অভিষেকে শতকের কীর্তি গড়তেন। এখন পর্যন্ত এই কীর্তি আছে তিনজনের—আসিফ আহমেদ, আফিফ হোসেন ও অমিত হাসান।
চট্টগ্রাম প্রথম দিন শেষ করেছে ৮৪.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ হ পর ন
এছাড়াও পড়ুন:
‘১৩ তারিখে আমরা সবাই ঢাকা যাব’ লিখে ফেসবুকে পোস্ট করা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত