হিলিতে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু
Published: 24th, September 2025 GMT
দিনাজপুরের হিলিতে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পালশা পাঠানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নূরবানু বেগম (৪৭) ওই গ্রামের আবুল হোসেনের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত ওয়াজেদকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
আরো পড়ুন:
নড়াইলে খালে পড়ে শিশুর মৃত্যু
খুমেক হাসপাতালের সিঁড়ি থেকে পড়ে ব্যক্তির মৃত্যু
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, ‘‘ওয়াজেদ মাদকাসক্ত। নেশার জন্য প্রায়ই মায়ের কাছে টাকার দাবি করতেন। টাকা না দিলে মারধর করতেন।’’
‘‘বুধবার দুপুরে টাকার জন্য নূরবানুর মাথায় লাঠি দিয়ে আঘাত করেন ওয়াজেদ। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।’’- যোগ করেন ওসি।
ঢাকা/মোসলেম/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
হোটেল-ফ্ল্যাট-ছাত্রাবাসে আ.লীগের কর্মী থাকলে তথ্য দেওয়ার অনুরোধ
রাজধানী ঢাকার আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী থাকলে তাদের তথ্য দিতে নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন মো. নজরুল ইসলাম।
আরো পড়ুন:
পঞ্চগড়ে সেনা অভিযানে মাদকসহ বিএনপি নেতা গ্রেপ্তার
নড়াইলের সাবেক এমপি কবিরুল ঢাকায় গ্রেপ্তার
তিনি বলেন, ‘‘আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে পুলিশের রেইড দেওয়া হয়। গোয়েন্দা নজরদারি চলছে। অনেক ফ্ল্যাটে আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকছেন। জনগণ পুলিশকে তথ্য দিলে পুলিশ সেখানে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করবে। তাদের গ্রেপ্তার করলে ঝটিকা মিছিলের সংখ্যা কমে যাবে। যারা তথ্য দেবেন তাদের নাম-পরিচয় গোপন রাখা হবে।’’
ঢাকা/মাকসুদ/রাজীব