শাহবাগে শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ
Published: 8th, November 2025 GMT
বেতন গ্রেড বাড়ানোসহ তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মিছিল শাহবাগে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। পুলিশের লাঠিপেটায় বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন। এ সময় কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হয়। শিক্ষকেরা শহীদ মিনারে অবস্থান করছিলেন এবং মিছিল নিয়ে শাহবাগে এলে পুলিশ তাঁদের বাধা দেয়। শিক্ষকেরা ব্যারিকেড ভাঙতে চাইলে পুলিশ চড়াও হয়। বিনা উসকানিতে হামলার অভিযোগ করেছেন শিক্ষকেরা।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বন্যপ্রাণী ও বন রক্ষায় স্বেচ্ছাসেবক নিবন্ধন শুরু
প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষায় নাগরিক অংশগ্রহণ আরও জোরদার করতে বন অধিদপ্তর স্বেচ্ছাসেবক নিবন্ধন কার্যক্রম শুরু করেছে।
শনিবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা, বন্যপ্রাণীর আবাসস্থল সংরক্ষণ, বন্যপ্রাণী উদ্ধার এবং সচেতনতা কার্যক্রমে যারা ইতোমধ্যে কাজ করছেন বা আগ্রহী, তাদের স্বেচ্ছাসেবক হিসেবে নিবন্ধন ফরম পূরণের আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, স্বেচ্ছাসেবকরা বন্যপ্রাণী সংরক্ষণ, অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য প্রতিরোধ, প্রাকৃতিক আবাসস্থল পুনরুদ্ধার এবং স্থানীয় জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবেন। বন অধিদপ্তর নিবন্ধিত স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে।
পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনের লক্ষ্যে তরুণ সমাজ ও সাধারণ জনগণকে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণের কর্মযাত্রায় সম্পৃক্ত করতে উদ্যোগটি নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। নিবন্ধনের জন্য লিংক: https://forms.gle/Hz6kgbpqKdHvu1SY8
এ বিষয়ে প্রয়োজনে ০১৯৯৯০০০০৪২ নম্বরে এবং [email protected], [email protected] এই ইমেইলে আগ্রহীদের যোগাযোগ করতে বলা হয়েছে।
ঢাকা/এএএম//