হাতিরঝিলে মাদ্রাসার টয়লেট থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
Published: 24th, September 2025 GMT
রাজধানীর হাতিরঝিলের শেখ জনরুদ্দিন দারুল কোরআন মাদ্রাসার টয়লেট থেকে তুষার তানভীর (১২) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
সরাইলে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার
ইতালিতে বাংলাদেশি যুবকের খণ্ডিত লাশ উদ্ধার
নিহত তুষার চাঁদপুরের মতলব উপজেলার গোসাইপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। বর্তমানে তার পরিবার শাহজাহানপুরের শান্তিবাগ এলাকায় থাকে। তুষার ওই মাদ্রাসায় থেকে পড়াশোনা করত।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফোয়াদ আহমেদ বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাদ্রাসার টয়লেটে গ্রিলের সঙ্গে গলায় প্লাস্টিকের রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় এক শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’’
ঢাকা/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ উদ ধ র
এছাড়াও পড়ুন:
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবার ঢাকা-১০ আসনের ভোটার হিসেবে নিবন্ধিত হতে যাচ্ছেন।
রবিবার (৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে তিনি ধানমন্ডি থানা নির্বাচন অফিসে (গ্রিন লাইফ হাসপাতালের পাশে) উপস্থিত হয়ে ভোটার নিবন্ধনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে জানা গেছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন বিষয়টি জানিয়েছেন।
জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির অন্যতম এ সমন্বয়ক এখন কুমিল্লা-৩ আসনের ভোটার হিসেবে তালিকাভুক্ত আছেন।
জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১০ আসন (ধানমন্ডি–কলাবাগান–নিউমার্কেট–হাজারীবাগ) থেকে প্রার্থী হতে পারেন। সেই প্রস্তুতির অংশ হিসেবেই এই আসনে ভোটার হচ্ছেন তিনি।
ঢাকা-১০ আসনটি ঢাকার গুরুত্বপূর্ণ একটি এলাকা, যেখানে রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। আসিফ মাহমুদের ভোটার স্থানান্তরকে অনেকেই তাঁর রাজনৈতিক পরিকল্পনার ইঙ্গিত হিসেবে দেখছেন।
ঢাকা/এএএম/ইভা