Prothomalo:
2025-10-03@08:52:10 GMT

ওজন কমানোর ভয়ংকর গল্প...

Published: 26th, September 2025 GMT

টেলিভিশনের পর্দায় তুমুল জনপ্রিয় ছিল রিয়েলিটি শো ‘দ্য বিগেস্ট লুজার’। ২০০৪ থেকে ২০১৬ এবং বিরতির পর আবারও ২০২০ সালে প্রচারিত হয় বহুল চর্চিত এই শো। ওজন কমানোর প্রতিযোগিতা নিয়ে তৈরি এই অনুষ্ঠান একদিকে যেমন দর্শককে বিনোদন দিয়েছে, অন্যদিকে প্রতিযোগীদের ঠেলে দিয়েছে শারীরিক ও মানসিক চরম পরীক্ষায়। এবার নেটফ্লিক্সের তিন পর্বের তথ্যচিত্র সিরিজ ‘ফিট ফর টিভি: দ্য রিয়েলিটি অব দ্য বিগেস্ট লুজার’-এ উঠে এল সেই বহুল আলোচিত শোটির আড়ালের গল্প।

২০০০-এর দশকের মাঝামাঝি টেলিভিশন দুনিয়ার জন্য একটি অদ্ভুত সময় ছিল। ৯০-এর দশকে জেরি স্প্রিঞ্জারের বিতর্কিত শো এবং যুক্তরাজ্যে ‘বিগ বাদ্রার’-এর পর এটা স্পষ্ট হয়ে যায় যে সাধারণ মানুষের দুর্দশাকে বিনোদনের জ্বালানি হিসেবে ব্যবহার করা আসলে খুবই লাভজনক। মানুষের দ্বন্দ্ব, চরম অভিজ্ঞতা, অকার্যকারিতা—সবই টেলিভিশন দর্শককে আকর্ষণীয় করে তোলে।

এখানে একদিকে নির্মাতারা খোলামেলা জানিয়েছেন কীভাবে ‘ওজন কমানো’ নামের আপাত একঘেয়ে বিষয়কে নাটকীয় করে তোলা হয়েছিল টেলিভিশনের জন্য, অন্যদিকে সাবেক প্রতিযোগীরা তুলে ধরেছেন ঘামঝরানো, যন্ত্রণাদায়ক; কখনো কখনো অপমানজনক অভিজ্ঞতার কাহিনি।

কীভাবে খুঁজে আনা হতো প্রতিযোগী?
শোটির সহস্রষ্টা ডেভিড ব্রুম জানিয়েছেন, একদিন জিমের বাইরে টাঙানো একটি বিজ্ঞপ্তি তাঁর চোখে পড়ে—‘একজন ব্যক্তিগত প্রশিক্ষক চাই, যে আমার জীবন বাঁচাতে পারবে।’ সেই হতাশা থেকেই জন্ম নেয় ‘দ্য বিগেস্ট লুজার’-এর ধারণা। প্রযোজক জেডি রথ সোজাসাপটা বলেছেন, ‘আমরা সুখী মোটা মানুষ চাইনি, খুঁজেছি হতাশ মানুষদের।’
প্রথম মৌসুমের বিজয়ী রায়ান বেনসন ছিলেন পেশায় অভিনেতা। ওজনের কারণে চরিত্র পাচ্ছিলেন না, তাই বদলে ফেলতে চেয়েছিলেন জীবন।

‘ফিট ফর টিভি: দ্য রিয়েলিটি অব দ্য বিগেস্ট লুজার’-এর পোস্টার। আইএমডিবি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সিরিজ জয়ের ম্যাচে বাংলাদেশের একাদশে কি পরিবর্তন আসবে

জয়ে আফগানিস্তান সিরিজ শুরু করেছে বাংলাদেশ দল। কাল শারজাতে টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে আবার মাঠে নামবে জাকের আলীর দল।

এই ম্যাচে কি বাংলাদেশ দলে পরিবর্তন আসবে? কেমন হতে পারে আফগানিস্তান সিরিজে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশ?

প্রথম ম্যাচে ওপেনিংয়ে বাংলাদেশ খানিকটা চমকই উপহার দিয়েছে। ওপেনিংয়ে এশিয়া কাপে দুটি ফিফটি করা সাইফ হাসানকে ব্যাটিং অর্ডারে তিনে নামানো হয়। ওপেন করেছেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন। দুজনে গড়েন ১০৯ রানের জুটি। তাদের জুটিতেই জিতেছে বাংলাদেশ। দুজনই করেন ফিফটি। আজও এ দুজনই ওপেন করতে পারেন। তিনে খেলতে পারেন সাইফ। যদিও তিনি কাল শূন্য রানে আউট হয়েছেন।

প্রথম ম্যাচে চারে ব্যাট করেন অধিনায়ক জাকের আলী। পাঁচ নম্বরে খেলেছেন শামীম হোসেন, ছয়ে নুরুল হাসান। মিডল অর্ডারকে শক্তিশালী করতে আজ দলে ফিরতে পারেন তাওহিদ হৃদয়। সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন শামীম।

কালও রান করতে পারেননি শামীম

সম্পর্কিত নিবন্ধ