ভারতের মুখোমুখি হওয়ার আগে হামজা বললেন, সব প্রস্তুতি সম্পন্ন
Published: 18th, November 2025 GMT
গত বৃহস্পতিবার নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে এগিয়ে থেকেও শেষ মুহূর্তের গোলে ড্র করতে হয় বাংলাদেশকে। চোখধাঁধানো দুটি গোল করেছিলেন বাংলাদেশ দলের তারকা হামজা চৌধুরী। ওভারহেড কিকে একটি এবং পরের গোলটি ছিল পেনাল্টি থেকে ‘পানেনকা’ শটে। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরও কাঙ্ক্ষিত জয় না পাওয়ায় যে কারও মন খারাপ হওয়ার কথা। হামজা চৌধুরীরও তা–ই হয়েছিল। কিন্তু পেশাদার ফুটবলার বলেই ভারতের বিপক্ষে ম্যাচের আগে আবারও বুকভরা আশা নিয়ে লড়াইয়ের প্রতিশ্রুতি দিলেন হামজা।
লেস্টার সিটির হামজা দীর্ঘদিন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন। এখন খেলছেন ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগীয় প্রতিযোগিতা চ্যাম্পিয়নশিপে। শীর্ষ পর্যায়ের ফুটবলে খেলার অভিজ্ঞতা আছে বলেই হয়তো হামজা খুব ভালো করেই জানেন, নেপাল ম্যাচই শেষ কথা নয়। সামনে যেহেতু নতুন লড়াই তাই সতীর্থ থেকে গোটা বাংলাদেশকে তো জাগিয়ে তুলতে হবে! নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এই ডিফেন্সিভ মিডফিল্ডার তাই লিখেছেন, বড় ম্যাচের সব প্রস্তুতি সম্পন্ন। দর্শকদের কাছ থেকে এত দিন যেমন সমর্থন পেয়েছেন সেটা আজও স্টেডিয়ামের গ্যালারিতে দেখতে চেয়েছেন হামজা।
অথচ নেপালের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের পর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে হামজা লেখেন, ‘রাতের আরেকটি ম্যাচের হতাশাজনক সমাপ্তি যেটা আমাদের জেতা উচিত ছিল। সব সময়ের মতো সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ। আসুন সবাই ঐক্যবদ্ধ থাকি।’ হামজা সেই স্ট্যাটাসে ভারত ম্যাচের প্রস্তুতির কথাও বলেছিলেন, ‘আসুন, সবাই বড় লড়াইয়ের জন্য প্রস্তুত হই।’
আরও পড়ুনভারত ম্যাচে পোস্টের নিচে মিতুলেই আস্থা কাবরেরার১৯ ঘণ্টা আগেসেই বড় লড়াই আজ দেখা যাবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে রাত ৮টায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচ সামনে রেখে প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়ে গতকাল রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে হামজা লেখেন, ‘বড় ম্যাচের সব প্রস্তুতি শেষ! আগামীকাল (আজ) আপনাদের সবাইকে দেখা আর আপনাদের দারুণ উচ্ছ্বাস অনুভব করার জন্য আর তর সইছে না! ইনশা আল্লাহ।’
গত মার্চে বাংলাদেশের জার্সিতে হামজার অভিষেক থেকেই জাতীয় দলের ম্যাচে দর্শকে টইটম্বুর থাকে গ্যালারি। আজকের ম্যাচেও তা–ই ঘটার কথা। কারণ, এই ম্যাচের টিকিট ছাড়ার পর সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি হয়ে যায় ৬ মিনিটের মধ্যে!
আরও পড়ুনএটাই ‘শক্তিশালী’ স্কোয়াড, সুযোগ দেখছেন জামাল২০ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রস ত ত
এছাড়াও পড়ুন:
পঁয়ত্রিশে থেমে গেল গায়কের জীবন
ওড়িশার জনপ্রিয় কণ্ঠশিল্পী হিউম্যান সাগর মারা গেছেন। সোমবার (১৮ নভেম্বর) রাতে ওড়িশার এআইআইএমএস ভুবনেশ্বর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৩৫ বছর। খবর এনডিটিভির।
হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানিয়েছে, গত ১৪ নভেম্বর হাসপাতালে ভর্তি হন হিউম্যান সাগর। তার দীর্ঘস্থায়ী লিভার ফেইলিউর, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, ভেন্ট্রিকুলার সিস্টোলিক ডিসফাংশন, মাল্টিপল অরগান ডিসফাংশন, শ্বাসযন্ত্রের সমস্যাসহ নানা রোগ শনাক্ত হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দক্ষ সবরকম আধুনিক চিকিৎসা দেওয়ার পরও সাড়া পাননি। ১৭ নভেম্বর রাত ৯টা ৮ মিনিটে মৃত্যুবরণ করেন তিনি।
আরো পড়ুন:
জয়ার ‘কমফোর্ট জোন’ আবির
জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেম: প্রাক্তন স্ত্রীর আবেগঘন বক্তব্য
গায়কের মৃত্যুতে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি শোক প্রকাশ করে মাইক্রোব্লগিং সাইট এক্সে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লেখেন, “বিখ্যাত প্লেব্যাক গায়ক হিউম্যান সাগরের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তার মৃত্যু আমাদের সংগীত ও চলচ্চিত্র জগতের জন্য অপূরণীয় ক্ষতি। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। তার আত্মার শান্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি।”
১৯৯০ সালের ২৫ নভেম্বর বোলানঙ্গির জেলার তিতিলাগড়ে জন্মগ্রহণ করেন হিউম্যান সাগর। বাবা ও দাদার কাছে সংগীতের হাতেখড়ি তার। সংগীতময় পরিবারে বেড়ে ওঠার কারণে ছোটবেলায়ই সংগীতের প্রতি আকৃষ্ট হন।
২০১২ সালে তরঙ্গ টিভির ‘ভয়েস অব ওড়িশা সিজন–টু’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে রাজ্যব্যাপী পরিচিতি লাভ করেন হিউম্যান সাগর। ২০১৫ সালে ‘ইশক তু হি তু’ চলচ্চিত্রের মাধ্যমে প্লেব্যাক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। সিনেমাটি মুক্তির পর দারুণ সাড়া ফেলে আর রাতারাতি তারকা বনে যান এই গায়ক।
ঢাকা/শান্ত