কয়েক দিন ধরে তীব্র গরমের পর দিনাজপুরে কমতে শুরু করেছে তাপমাত্রা। স্বস্তি ফিরেছে এ জনপদে। সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস।

বুধবার (১ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন।

তিনি জানান, ১ অক্টোবর সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.

৫ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৪.৩ মিলিমিটার। চলতি সপ্তাহে অর্থাৎ অক্টোবরের প্রথম সপ্তাহে আরো বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা আছে। তাপমাত্রা আরো কমতে পারে।

ঢাকা/মোসলেম/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

খাগড়াছড়ির আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) সকাল ৬টা থেকে পৌর এলাকাসহ খাগড়াছড়ি সদর উপজেলায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।

খাগড়াছড়ির জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফেতখারুল ইসলাম খন্দকার শনিবার (৪ অক্টোবর) রাত ৮টায় ১৪৪ ধারার এ আদেশ প্রত্যাহার করেন।

এর আগে মারমা কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জুম্ম ছাত্র জনতার ব্যানারে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়।

ঢাকা/রূপায়ন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ