বাগেরহাটে ছুরিকাঘাতে সাংবাদিক হায়াতকে হত্যা
Published: 3rd, October 2025 GMT
বাগেরহাটে সাংবাদিক হায়াত উদ্দিনকে (৪২) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের হাড়িখালী এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান বলেন, “হায়াত উদ্দিন মারা গেছেন। তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।’’
আরো পড়ুন:
গোপালগঞ্জে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা
খুলনায় গলাকেটে বাবাকে হত্যার অভিযোগ ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে
তিনি আরো বলেন, ‘‘হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। তবে কারা এবং কী কারণে হত্যা করেছে, সেই বিষয়ে এখনো জানা যায়নি।’’
নিহত হায়াত উদ্দিন বাগেরহাট শহরের হাড়িখালী এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেন।
ঢাকা/শহিদুল/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য ন হত ব গ রহ ট উদ দ ন হত য র
এছাড়াও পড়ুন:
দিনাজপুরে বাসের ধাক্কায় ভ্যানের ২ যাত্রী নিহত
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন।
বুধবার (৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে রংপুর-দশমাইল মহাসড়কের ফতেজংপুর গ্রামের ট্রিলিয়ন গোল্ড লিমিটেডের (ইপিজেড) সামনে দুর্ঘটনাটি ঘটে।
আরো পড়ুন:
রংপুরের ইসলামী আট দলের সমাবেশ থেকে ফেরার পথে প্রাণ গেল ২ জনের
নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় সাংবাদিকের ভাইয়ের মৃত্যু
দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুল কবির জানান, রংপুর থেকে ছেড়ে আসা বাসাটি পঞ্চগড়ের দিকে যাচ্ছিল। চম্পাবতী বাজার থেকে কয়েকজন যাত্রী নিয়ে ব্যাটারিচালিত ভ্যানটি যাচ্ছিল সৈয়দপুরের দিকে। ট্রিলিয়ন গোল্ড লিমিটেডের (ইপিজেড) সামনে পৌঁছালে বাসটি ভ্যানকে ধাক্কা দেয়, ঘটনাস্থলে দুইজন নিহত হন।
তিনি জানান, কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
ঢাকা/মোসলেম/মাসুদ