শরীয়তপুর জেলাকে ঢাকা বিভাগের অংশ হিসেবেই বহাল রাখার দাবিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় শরীয়তপুর জেলা বাসীর পক্ষে এ স্মারকলিপি প্রদান করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু। তিনি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের সন্তান।

স্মারকলিপিতে বলা হয়- শরীয়তপুর জেলার ভৌগোলিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক ও প্রশাসনিক দিক থেকে ঢাকা বিভাগের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। দীর্ঘদিন ধরে এ জেলার প্রশাসনিক কার্যক্রম ঢাকার অংশ হিসেবেই পরিচালিত হয়ে আসছে। প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুরকে অন্তর্ভুক্ত করা হলে জনমানসে বিভ্রান্তি ও ভোগান্তি তৈরি হবে। একইসঙ্গে পরিচিত প্রশাসনিক কাঠামো ও যোগাযোগ ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়বে। জেলার উন্নয়ন, জনস্বার্থ রক্ষা এবং প্রশাসনিক কার্যকারিতার স্বার্থে শরীয়তপুর জেলা ঢাকার সঙ্গেই বহাল রাখা সমীচীন।

এ বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “প্রি-নিকার বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহে নিকার সভায় বিষয়টি উঠবে। সবার স্বার্থ ও ইতিবাচক দিকগুলো বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, “দীর্ঘদিন ধরে এই জেলা ঢাকা বিভাগের অংশ হিসেবে পরিচিত ও পরিচালিত হয়ে আসছে। আমাদের শিক্ষা, চিকিৎসা, ব্যাবসা-বাণিজ্য এবং সরকারি-বেসরকারি সেবার অধিকাংশ ক্ষেত্রেই রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি ও নিবিড় যোগাযোগ রয়েছে। হঠাৎ করে ফরিদপুর বিভাগের সঙ্গে যুক্ত করার প্রস্তাব কেবল মানুষের ভোগান্তিই বাড়াবে না, বরং আমাদের প্রাত্যহিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলবে। আমাদের দাবি স্পষ্ট- শরীয়তপুরকে ঢাকার অংশ হিসেবেই রাখতে হবে। জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো প্রশাসনিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না।’’

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি-নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লার নামেই দুটি নতুন প্রশাসনিক বিভাগ এবং নতুন দুটি উপজেলা গঠনের প্রাথমিক সিদ্ধান্ত হয়।

প্রস্তাব অনুযায়ী ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা নিয়ে ‘ফরিদপুর বিভাগ’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শরীয়তপুরের সাধারণ মানুষ ও স্থানীয় নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
 

ঢাকা/আকাশ/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ম রকল প

এছাড়াও পড়ুন:

লক্ষ্মীপুরে গ্যারেজে থাকা বাসে আগুন দিল সন্ত্রাসীরা

লক্ষ্মীপুর পৌর শহরের ইটেরপোল এলাকার একটি গ্যারেজে মেরামতের জন্য রাখা নিপু পরিবহনের বাসে আগুন দিয়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর ৪টার দিকে ঘটনাটি ঘটে। পুলিশ  জিজ্ঞাসাবাদের জন্য গ্যারেজ মালিক দিদারসহ তিনজনকে আটক করেছে। 

গাড়ির মালিক মোস্তাফিজুর রহমান স্বপন বলেন, “কয়েকদিন ধরে দিদারের গ্যারেজে মেরামত কাজ চলছিল বাসটির। আজ ভোরে কে বা কারা আমার গাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে যন্ত্রাংশসহ প্রায় ৯৫ শতাংশ মালামাল পুড়ে গেছে। আগুনে ১৮ লাখ টাকার ক্ষতি হয়ে গেল।” 

আরো পড়ুন:

ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

নেত্রকোণায় চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

তিনি বলেন, “এই বাসটি ছিল আমার একমাত্র আয়ের অবলম্বন। বাস চালিয়েই স্ত্রী-সন্তান নিয়ে চলতাম। সব স্বপ্ন শেষ হয়ে গেছে। এখন পথে বসার উপক্রম। আমি ন্যায়বিচার চাই। যারা আমার সর্বনাশ করেছে, তাদের শাস্তি দাবি করছি। ক্ষতিপূরণ পাওয়ার আশা করছি।”

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, “বাসে আগুন দেওয়ার পেছনে কারা জড়িত এবং এটি পরিকল্পিত নাকি অন্য কোনো উদ্দেশ্যে ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পুড়ে যাওয়া গাড়িটি পুলিশ লাইনে নেওয়া হয়েছে। ঘটনা উৎঘাটন ও জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।”

ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ