ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ করায় লন্ডনে পুলিশ প্রায় ৫০০ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

চলতি বছরের জুলাই মাসেযুক্তরাজ্য সরকার প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করে। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানালেই বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হচ্ছে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টার কিছুক্ষণ পরেই প্রথম গ্রেপ্তারটি ঘটে। ওই সময় বসে থাকা বিক্ষোভকারীরা কলম বের করে প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে প্ল্যাকার্ড লিখেছিলেন।

স্কোয়ারের ফুটপাতে নীরবে বসে থাকা এই গোষ্ঠীর সদস্যদের গ্রেপ্তার শুরু করার জন্য কয়েক ডজন পুলিশ লাইনে দাঁড়িয়ে ছিল।

বিক্ষোভের দুই ঘন্টা পর, আয়োজকরা জানিয়েছেন যে তারা প্রায় এক হাজার জনকে প্ল্যাকার্ড হাতে বসে থাকতে দেখেছেন।

পুলিশ জানিয়েছে, ৪৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে একটি নিষিদ্ধ সংগঠনকে সমর্থন করার জন্য। গ্রেপ্তার হওয়া সবচেয়ে কম বয়সী ব্যক্তি ১৮ বছর বয়সী, সবচেয়ে বয়স্ক ব্যক্তি ৮৯ বছর বয়সী। শনিবার রাত পর্যন্ত, ২৯৭ জন হেফাজতে ছিলেন, বাকিদের জামিন দেওয়া হয়েছিল।

মেট্রোপলিটন পুলিশ ফেডারেশনের প্রধান পলা ডডজ বলেছেন, “যথেষ্ট হয়েছে। আমাদের মনোযোগ এমন এক সময়ে মানুষকে নিরাপদ রাখার দিকে থাকা উচিত যখন দেশটি সন্ত্রাসী হামলার জন্য উচ্চ সতর্কতায় রয়েছে। এর পরিবর্তে এই অবিরাম বিক্ষোভগুলোকে সহজতর করার জন্য অফিসারদের টেনে আনা হচ্ছে।”

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর র জন য

এছাড়াও পড়ুন:

ইউক্রেনের যাত্রীবাহী দুই ট্রেনে রাশিয়ার হামলায় একজন নিহত, আহত ৩০

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সুমি এলাকার একটি স্টেশনে যাত্রীবাহী দুটি ট্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। এতে একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

কয়েক বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে প্রায়ই ইউক্রেনের রেল স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু বানিয়ে আসছে রাশিয়া।

সুমির শোসস্তকা রেলস্টেশনে গতকাল শনিবারের হামলায় ৩০ জন আহত হওয়ার কথা নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি এ হামলাকে ‘বর্বর’ বলে মন্তব্য করেছেন।

জেলেনস্কি বলেন, বেসামরিক মানুষের ওপর যে হামলা হচ্ছে, এটা রুশদের অজানা নয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট গতকাল যখন এমন প্রতিক্রিয়া জানান, তখনো ট্রেনে রুশ হামলার ঘটনায় কেউ মারা যাননি। এর কয়েক ঘণ্টা পর ৭১ বছর বয়সী এক পুরুষ মারা যান বলে জানান স্থানীয় প্রসিকিউটররা। হামলায় ক্ষতিগ্রস্ত একটি বগির ভেতরে তাঁর মরদেহ পাওয়া যায়।

ঘটনাস্থল ইউক্রেন–রাশিয়া সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার বা ৩০ মাইল ভেতরে।

আরও পড়ুনইউক্রেন নিয়ে ট্রাম্পের সুর বদল, পাল্টা জবাব মস্কোর২৪ সেপ্টেম্বর ২০২৫

সুমির ভারপ্রাপ্ত মেয়র আরতেম কোবজার টেলিগ্রাম অ্যাপে লেখেন, আহত ব্যক্তিরা ট্রেনের যাত্রী ছিলেন। এ ঘটনায় উদ্ধারকাজ চলছে।

আঞ্চলিক গভর্নর ওলেহ হারিহোরোভ ক্ষতিগ্রস্ত একটি যাত্রীবাহী বগির ছবি পোস্ট করেছেন।

আরও পড়ুনইউক্রেনে এক রাতে ৫৯৫ ড্রোন ও ৪৮ ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার২৮ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ