শুধু হরর সিনেমার জগতেই নয়, পুরো হলিউডেই ‘কনজুরিং’–কে ওয়ার্নার ব্রাদার্সের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি বিবেচনা করা হয়। এ পর্যন্ত আটটি সিনেমা মুক্তি পেয়েছে এই ফ্র্যাঞ্চাইজির। যার প্রায় সব কটিই সাফল্যের খাতায় নাম লিখিয়েছে। সর্বশেষ ২০২১ সালে মুক্তি পেয়েছিল ‘দ্য কনজুরিং: দ্য ডেভিল মেড মি ডু ইট’। করোনা মহামারির মধ্যেও ছবিটি আশাতীত সাফল্য পায়। প্রায় চার বছর পর এবার পর্দায় ফ্র্যাঞ্চাইজির নবম কিস্তি ‘দ্য কনজুরিং: লাস্ট রাইটস’। ৫ সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পায় ছবিটি, এখনো ছবিটি চলছে ঢাকার প্রেক্ষাগৃহে। ৫৫ মিলিয়ন ডলার (প্রায় ৬৭০ কোটি টাকা) বাজেটের সিনেমাটি এ পর্যন্ত বিশ্বব্যাপী আয় করেছে ৪৫৮.

২ মিলিয়ন ডলার (প্রায় ৫ হাজার ৫০০ কোটি টাকা)!

‘দ্য কনজুরিং: লাস্ট রাইটস’
মাইকেল শ্যাভস পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন প্যাট্রিক উইলসন ও ভেরা ফারমিগা, যাঁরা প্যারানরমাল তদন্তকারী। লেখক এড ও লরেন ওয়ারেন হিসেবে তাঁদের ভূমিকা আবার পালন করেন মিয়া টমলিনসন ও বেন হার্ডি। শ্যাভস আগের ছবিটি থেকে পরিচালক হিসেবে ফিরে আসেন এবং জেমস ওয়ান ও পিটার সাফরান প্রযোজক হিসেবে ফিরে আসেন।

‘দ্য কনজুরিং: লাস্ট রাইটস’–এর দৃশ্য। আইএমডিবি

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ য কনজ র

এছাড়াও পড়ুন:

টাঙ্গাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

আধুনিক প্রযুক্তির বিস্তার, নিরাপদ খাদ্য উৎপাদন ও নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু হয়েছে। 

বুধবার (২৬ নভেম্বর) সকালে ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই স্লোগানে র‌্যালি, আলোচনা সভা ও প্রদর্শনীর আয়োজন করা হয়।

টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের করা হয়। সেটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের যৌথভাবে এ সভার আয়োজিত করে। 

সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক শরীফা হক। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মেহেদী হাসান। এ সময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, খামারিরা উপস্থিত ছিলেন। পরে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে প্রাণিসম্পদ প্রদর্শনীর ৩০টি স্টল পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মিয়াসহ অতিথিরা।

ঢাকা/কাওছার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ