অর্থনৈতিক শুমারিতে বাদ পড়েছিল ৩ লাখ ৬৫ হাজার ইউনিট
Published: 25th, November 2025 GMT
২০২৪ সালের অর্থনৈতিক শুমারিতে মোট ৩ লাখ ৬৫ হাজার ৪৭২টি অর্থনৈতিক ইউনিট গণনা থেকে বাদ পড়েছিল। বাংলাদেশ উন্নয়ন গবেষণাপ্রতিষ্ঠান (বিআইডিএস) পরিচালিত পোস্ট এনুমারেশন চেক (পিইসি) প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতি শুমারির পর এ ধরনের পর্যালোচনা প্রতিবেদন প্রকাশ করা হয়ে থাকে।
প্রতিবেদনে দেখা যায়, সিটি করপোরেশন এলাকার অপ্রাতিষ্ঠানিক ও সেবা খাতের ইউনিটে বাদ পড়ার হার ছিল সবচেয়ে বেশি। এসব এলাকায় ৮ দশমিক ২৯ শতাংশ অস্থায়ী অর্থনৈতিক ইউনিট গণনায় বাদ পড়েছিল। ৩৫২টি নমুনা এলাকা থেকে তথ্য সংগ্রহ করে শুমারির তথ্য পর্যালোচনা করা হয়। এতে প্রাথমিক হিসাবের তুলনায় ২ দশমিক ৯৫ শতাংশ ইউনিট বাদ পড়েছিল বলে উঠে আসে। যদিও এমন শুমারিতে ৫ শতাংশের কম গণনার ভুলকে গ্রহণযোগ্য মাত্রা হিসেবে বিবেচনা করা হয় বলে জানান আলোচকেরা।
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিআইডিএস ভবনে আয়োজিত সেমিনারে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা বিভাগের সচিব শাকিল আকতার এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মিজানুর রহমান। সভাপতিত্ব করেন বিআইডিএসের মহাপরিচালক অধ্যাপক এ কে এনামুল হক। অনুষ্ঠানে পিইসি প্রতিবেদন তুলে ধরেন বিআইডিএসের গবেষণা পরিচালক মোহাম্মদ ইউনুস।
প্রতিবেদনে বলা হয়, শহর এলাকায় বাদ পড়েছিল ৩ দশমিক ৯০ শতাংশ অর্থনৈতিক ইউনিট। সিটি করপোরেশন এলাকায় ছিল সর্বোচ্চ ৫ দশমিক ৯৯ শতাংশ। আর গ্রামে বাদ পড়েছিল মাত্র ২ দশমিক ৫৫ শতাংশ অর্থনৈতিক ইউনিট।
সিটি করপোরেশন এলাকায় বেশি বাদ পড়ার কারণ জানতে চাইলে মোহাম্মদ ইউনুস বলেন, স্থায়ী প্রতিষ্ঠানের তুলনায় অস্থায়ী প্রতিষ্ঠানের স্থানান্তরের হার অনেক বেশি। স্থায়ী কাঠামো বদলাতে সময় ও খরচ লাগে, কিন্তু অস্থায়ী কাঠামো মুহূর্তেই উধাও হয়ে যেতে পারে। তাই এ ক্ষেত্রে বেশি পরিবর্তন দেখা যায়।
শুধু বাদ পড়াই নয়, পিইসি শুমারি ও পিইসির উত্তরের মধ্যে তথ্য-অসংগতিও সুনির্দিষ্টভাবে খতিয়ে দেখা হয়েছে। দেখা যায়, প্রতিষ্ঠানের ধরনে প্রায় ১৪ শতাংশ, কার্যক্রমের ধরনে ৮ শতাংশ, মালিকানা তথ্যের ক্ষেত্রে ৬ শতাংশ আর অগ্নিনিরাপত্তা তথ্যের ক্ষেত্রে ৫ শতাংশ ভিন্নতা আছে।
পরিকল্পনাসচিব শাকিল আকতার বলেন, শুমারির সঠিকতা নির্ভর করে তথ্য সংগ্রহকারীর দক্ষতা, তাদের প্রশিক্ষণ, প্রবেশাধিকার ও নিরাপদ কর্মপরিবেশের ওপর। তিন থেকে পাঁচ দিনের স্বল্প প্রশিক্ষণে বৃহৎ ও জটিল ম্যানুয়াল শেখা কঠিন, অথচ এরা শুমারির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তিনি অর্থনৈতিক শুমারির সাবেক প্রকল্প পরিচালক।
শাকিল আকতার আরও বলেন, অনেক সময় গার্মেন্টস কারখানা, শিল্পপ্রতিষ্ঠান কিংবা সংবেদনশীল জায়গায় গণনাকারীদের প্রবেশাধিকার সীমিত থাকায় তথ্য সংগ্রহ বিঘ্নিত হয়। অনেক ক্ষেত্রে নিরাপত্তাকর্মী, ব্যবস্থাপনা, কিংবা মালিকপক্ষ তথ্য দিতে অনীহা প্রকাশ করে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর চ ল এল ক য় দশম ক
এছাড়াও পড়ুন:
আবুধাবিতে বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা
মার্কিন সেনা বিষয়ক মন্ত্রী ড্যানিয়েল ড্রিসকল মঙ্গলবার আবুধাবিতে রাশিয়ান ও ইউক্রেনীয় কর্মকর্তাদের সাথে আলোচনায় বসবেন। রাশিয়ার দাবির ভিত্তিতে তৈরি মূল মার্কিন শান্তি পরিকল্পনা এবং ইউরোপের সমর্থিত ইউক্রেনীয় প্রতিক্রিয়ার মধ্যে ব্যবধান পূরণের আরেকটি প্রচেষ্টা হিসেবে এই বৈঠক হতে যাচ্ছে।
ড্রিসকল সোমবার রাতে রাশিয়ানদের সাথে সাক্ষাৎ করেছেন। তবে আলোচনার কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৈঠক সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন, বলেছেন যে আলোচনা সম্পর্কে তার ‘কিছু বলার নেই।’
উভয় প্রতিনিধিদলের মধ্যে কারা অংশ নেবেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রতিনিধিত্ব করবেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা অধিদপ্তরের (জিইউআর) প্রধান কিরিলো বুদানভ।
এমন সময় এই বৈঠক হতে যাচ্ছে, যখন সোমবার রাতে ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাতভর হামলায় রাশিয়া ২২টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং ৪৬০টি ড্রোন ব্যবহার করেছে। হামলায় অন্তত ছয় জন নিহত হয়েছে।
ঢাকা/শাহেদ