প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াই ইসির প্রতিশ্রুতি। তবে এই কাজ শুধু কমিশনের একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনকে সফল করতে সংশ্লিষ্ট সবাইকে যৌথভাবে দায়িত্ব পালন করতে হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) নির্বাচন ভবনে স্থানীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে অনুষ্ঠিত পরিচিতিমূলক সভায় তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

বাংলাদেশ গণতন্ত্রে উত্তরণের পথে যাচ্ছে: মির্জা ফখরুল

হবিগঞ্জে চার আসনেই বিএনপির দাপট, পিছিয়ে নেই জামায়াতও

সিইসি বলেন, ‘‘অতীত নিয়ে আমরা ঘাটাঘাটি করতে চাই না। ভুলভ্রান্তি হয়েছে, তা থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগোতে চাই। এবার একটি সুপারভাইজারি মেকানিজম থাকছে, সরকারি পর্যায়ের অফিসিয়াল ব্যবস্থাও থাকবে।’’

তিনি জানান, পর্যবেক্ষকদের চোখ ও মূল্যায়ন ইসির জন্য গুরুত্বপূর্ণ। তার ভাষায়, ‘‘আপনাদের চোখ যদি সঠিক না হয়, আমাদের নির্বাচনের চিত্রও বিকৃত হবে। তাই পর্যবেক্ষণে যারা থাকবেন তারা যেন পেশাদারি মান বজায় রাখেন।’’

পর্যবেক্ষকদের ন্যূনতম বয়স ২১ বছরে নামিয়ে আনার বিষয় উল্লেখ করে সিইসি বলেন, ‘‘নতুনদের অনেকেই অভিজ্ঞ নন। তাই সংস্থাগুলোর প্রতি অনুরোধ প্রথমেই পর্যবেক্ষকদের যথাযথ ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ দিয়ে মাঠে নামানো।’’

তিনি বলেন, ‘‘আপনাদের মূল কাজ হবে মাঠের পর্যবেক্ষকদের প্রস্তুত করা। তারা যদি দায়িত্ব ঠিকমতো পালন করতে না পারেন, তাহলে আমাদের কাছে ভুল বার্তা পৌঁছাবে।’’

ঢাকা/এএএম//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

পুড়ছে কড়াইল বস্তি, ৪০ মিনিট পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস

রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যানজটের কারণে অগ্নিকাণ্ডের ৪০ মিনিট পর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

এর আগে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে প্রায় ৪০ মিনিট পর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী মোট ১৬টি ইউনিট কাজ করছে।

আরো পড়ুন:

কড়াইল বস্তিতে আগুন, যানজটে পৌঁছাতে দেরি ফায়ার সার্ভিসের

চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ফায়ার ফাইটার শামীম

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, “আগুনের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ১১টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়।”

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর দীর্ঘ সময় ফায়ার সার্ভিসের ইউনিট না পৌঁছানোর কারণে আগুনের তীব্রতা বহুগুণে বৃদ্ধি পায়। আগুনের শিখা দ্রুত বস্তির এক টিনের চালা থেকে অন্য টিনের চালায় ছড়িয়ে যায়। এ সময় বস্তির মানুষজন আতঙ্কিত হয়ে যে যেভাবে পারছিলেন, ঘরের জিনিসপত্র বের করে আনার চেষ্টা করেন।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

ঢাকা/মাকসুদ/সাইফ

সম্পর্কিত নিবন্ধ