রোদ-বৃষ্টি থেকে যাত্রীদের স্বস্থি দিতে সিদ্ধিরগঞ্জের আদমজীর কদমতলী পুলে যাত্রী ছাউনি তৈরি করে দিয়েছে নিউ জেনারেশন্স বাংলাদেশ (এনজিবি) এর সদস্যরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে এই ছাউনি তৈরি করে দেয় তারা।

এসময় তারা বলেন, চারিদিকে চাঁদাবাজি ও সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে অনেক হানাহানি হচ্ছে। গত কিছুদিন আগে একটি সরকারি জায়গা দখল করে এক নিরীহ ব্যক্তি থেকে ১৫ হাজার টাকা দোকানের অ্যাডভান্স নেয়া হয়েছিলো, এই খবর পেয়ে এনজিবির সদস্যরা দখলদারের বিরুদ্ধে পদক্ষেপ নেয় এবং সেই দখল করা জায়গায় জনগনের জন্য যাত্রী ছাউনি তৈরি করে দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিল সিদ্ধিরগঞ্জ থানা এনজিবির সদস্যরা। 

এনজিবির আহবায়ক মোঃ মেহরাব হোসেন প্রভাত বলেন, এই যাত্রী ছাউনি রাস্তায় বা ফুটপাতে এলোমেলোভাবে ভিড় করা এড়িয়ে যাত্রীদের একটি নির্দিষ্ট স্থানে একত্রিত করবে, যা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবে।

অন্ধকারে বা নির্জন স্থানে অপেক্ষারত নারীদের জন্য এবং বাসের জন্য অপেক্ষারত শীক্ষার্থীদের জন্য এটি একটি বাড়তি সুরক্ষার স্থান হতে পারে। যা অপেক্ষার সময়কে আরও সহনীয় করে তুলবে ।বিশেষ করে বয়স্ক, শিশু এবং অসুস্থদের জন্য যাত্রী ছাউনি খুবই প্রয়োজনীয়। 

এনজিবি সিদ্ধিরগঞ্জ থানা সদস্য ইমন আহমেদ বলেন, ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই ছাউনি তে বসে যাতে কেউ ধুমপান করতে না পারে, এর জন্য আশে পাশের দোকানগুলোতে যেয়ে আমরা সচেতন করে আসছি এবং সকলে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। 

এনজিবি ৭নং নং ওয়ার্ড এর সংগঠক মোঃ নয়ন বলেন, এই যাত্রী ছাউনি সকলের জন্য। দেশের কাজে সকলের উপস্থিতি প্রয়োজন, কেননা এই দেশ আমাদের সকলের, দায়িত্ব আমাদের সকলের।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ র জন য এনজ ব সকল র

এছাড়াও পড়ুন:

লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা হবে : পুলিশ সুপার

নারায়ণগঞ্জে লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা বিষয়ে মত প্রকাশ করেছেন পুলিশ সুপার জসিম উদ্দিন।

শনিবার (২২ নভেম্বর) মতবিনিময় সভায় বিভিন্ন মামলার অগ্রগতি বিষয়ে অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

এসময় পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন তাঁর বক্তব্যে অক্টোবর মাসে ডাকাতি ও দস্যুতার ঘটনা কম সংগঠিত হওয়ায় অফিসার ইনচার্জদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

চুরি, ছিনতাই, দস্যুতা এবং ডাকাতির ঘটনা যাতে না ঘটে সেজন্য তিনি রাত্রি বেলায় পুলিশের টহল জোরদার এবং হাইওয়েগুলোতে হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় রেখে ক্রস পেট্রোলিং করার জন্য নির্দেশ প্রদান করেন। 

এছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রাথমিকভাবে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী এবং বঞ্চিত নেতৃবৃন্দের বিভিন্ন প্রোগ্রামে নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয় আরও বলেন, “সিদ্ধিরগঞ্জ থানা, আড়াইহাজার থানা এবং পুলিশ লাইন্স থেকে লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের জন্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে।” ইতিমধ্যে লুন্ঠিত এসব অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে তথ্য প্রদানকারী ব্যক্তিকে পুরস্কৃত করা হবে বলে তিনি ঘোষণা করেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অক্টোবর/২৫ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি প্রতিবেদন এবং অপরাধ নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে উপস্থাপন করেন। 

আলোচনা সভা শেষে পুলিশ সুপার জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে আড়াইহাজার থানার এএসআই মামুনুর রশিদ, রূপগঞ্জ থানার এসআই জয়নাল আবেদীন, ক্লু লেস মামলা ডিটেকশনে বিশেষ দক্ষতার জন্য ফতুল্লা মডেল থানার এসআই মোঃ রফিক, অর্পিত দায়িত্ব কৃতিত্বের সাথে সম্পাদনের জন্য সদর কোর্ট, নারায়ণগঞ্জ এএ কর্মরত ইন্সপেক্টর জনাব মোঃ আব্দুল কাইয়ূম, গুরুত্বপূর্ণ মামলা সুষ্ঠুভাবে নিষ্পত্তি করার জন্য সদর মডেল থানায় কর্মরত ইন্সপেক্টর মোঃ জামাল উদ্দিন, বাৎসরিক ফায়ারিং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এসআই কাজল মিয়া, ১০ বছরের সাজা প্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতারের জন্য রূপগঞ্জ থানায় কর্মরত এএসআই মোঃ শাহারুল ইসলাম এবং সাহসিকতার সাথে কর্তব্য পালনের জন্য আড়াইহাজার থানার ড্রাইভার মোঃ হাওলাদার লপ্তি-দের পুরস্কৃত করেন।
এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, “গ” সার্কেল এর সহকারী পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপারসহ সকল থানার অফিসার ইনচার্জ, সিআইডি, নৌপুলিশ ও টুরিস্ট পুলিশের পুলিশ পরিদর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • আদমজীতে ভূমিকম্পে হেলে পড়েছে ৪ তলা ভবন, চরম আতঙ্ক
  • আমলাপাড়া ও কালির বাজারে মাওলানা মইনুদ্দিনের গণসংযোগ
  • নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ: নৌবাহিনী প্রধান
  • আদমজী কবরস্থান কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাহিল মাস্টার আর নেই
  • আদমজী কবরস্থানের জলাশয় ভরাট করে জমি দখলের চেষ্টা, এলাকাবাসীর ক্ষোভ
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা হবে : পুলিশ সুপার
  • সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ ভবন পরিদর্শন করলেন জেলা প্রশাসক