ঢাকাই সিনেমার আলোচিত জুটি আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশীর পর্দায় দুজনের রসায়নও বেশ ভালো। এমনকি, দেখলেই মনে হয় তাদের মধ্যে প্রেমের বাতাস বইছে। আর সেই বাতাস এবার যেন সোশ্যাল মিডিয়া পেরিয়ে সরাসরি ঢুকে পড়েছে নেটিজেনদের কৌতূহলের ঘরে। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে দুজনেই প্রায় একই সময়ে নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করেন দুটি ছবি, যেখানে একই গল্পের দুই ফ্রেম। শিউলি ফুল আঁকা সাদা শাড়িতে ঐশী হেলে পড়েছেন শুভর বুকে; আবছা আলোয় মুহূর্তটি এতটাই সিনেম্যাটিক যে, ভক্তদের কৌতুহল—এটা কি শুভ-ঐশীর বাস্তবচিত্র। 

আরো পড়ুন:

গুরুতর অভিযোগ তুলে স্বামীর বিরুদ্ধে সেলিনা জেটলির মামলা

ভারতীয় প্রযোজকের অর্থ আত্মসাতের অভিযোগ, তিশার ব্যাখ্যা

রহস্য আরো বাড়ে ক্যাপশনে। শুভ লিখলেন, “তোরে এত ভালোবাসি, আর বলব কতবার।” আর ঐশী যেন সেই বাক্যেরই প্রতিধ্বনি—“যদি হারাস একটিবার, মরে যাব শতবার।” দুটি পোস্ট, দুটি হৃদয়ছোঁয়া লাইন—কিন্তু সুর এক। তাই আবারো জোরেশোরে উঠছে সেই পুরোনো প্রশ্ন—তাহলে কি শুভ–ঐশী সত্যিই প্রেমে? নাকি সিনেমার প্রচারণা? 

তার ওপর শোনা যাচ্ছে, দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা রায়হান রাফী পরিচালিত এই জুটির আলোচিত সিনেমা ‘নূর’ শিগগির মুক্তি পাচ্ছে বায়োস্কোপ প্লাসে। আর ঠিক এই সময়েই দুই তারকার এমন রহস্যঘেরা পোস্ট। ফলে নেট দুনিয়ার ভাবনা এখন দুই ভাগে—এ কি ভালোবাসার ঘোষণা? না কি সিনেমার মাস্টারমাইন্ড প্রচারণা?

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

আবুধাবিতে বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা

মার্কিন সেনা বিষয়ক মন্ত্রী ড্যানিয়েল ড্রিসকল মঙ্গলবার আবুধাবিতে রাশিয়ান ও ইউক্রেনীয় কর্মকর্তাদের সাথে আলোচনায় বসবেন। রাশিয়ার দাবির ভিত্তিতে তৈরি মূল মার্কিন শান্তি পরিকল্পনা এবং ইউরোপের সমর্থিত ইউক্রেনীয় প্রতিক্রিয়ার মধ্যে ব্যবধান পূরণের আরেকটি প্রচেষ্টা হিসেবে এই বৈঠক হতে যাচ্ছে।

ড্রিসকল সোমবার রাতে রাশিয়ানদের সাথে সাক্ষাৎ করেছেন। তবে আলোচনার কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৈঠক সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন, বলেছেন যে আলোচনা সম্পর্কে তার ‘কিছু বলার নেই।’

উভয় প্রতিনিধিদলের মধ্যে কারা অংশ নেবেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রতিনিধিত্ব করবেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা অধিদপ্তরের (জিইউআর) প্রধান কিরিলো বুদানভ।

এমন সময় এই বৈঠক হতে যাচ্ছে, যখন সোমবার রাতে ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাতভর হামলায় রাশিয়া ২২টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং ৪৬০টি ড্রোন ব্যবহার করেছে। হামলায় অন্তত ছয় জন নিহত হয়েছে।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ