কোপা আমেরিকা ফাইনালে বিশৃঙ্খলা: দর্শকদের সঙ্গে ১৭১ কোটি টাকায় সমঝোতা
Published: 25th, November 2025 GMT
ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে গত বছরের জুলাইয়ের সেই রাত মনে আছে? কোপা আমেরিকার ফাইনাল। কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। কিন্তু ম্যাচ শুরুর আগেই মাঠের বাইরে হয়ে যায় এক অদ্ভুত নাটক। দর্শকের ঢল সামলাতে হিমশিম খায় আয়োজকেরা। বিশৃঙ্খলার কারণে ফাইনাল শুরু হতে দেরি হয় এক ঘণ্টার বেশি। টিকিট হাতে নিয়েও অনেক দর্শক ঢুকতে পারেননি স্টেডিয়ামে। কেউ কেউ আবার নিরাপত্তাহীনতার কথা ভেবে, ভিড়-ধাক্কার ভয় কাটাতে আগেভাগেই স্টেডিয়াম ছেড়ে চলে যান।
ফাইনালে এমন অব্যবস্থাপনার কারণে ম্যাচের কয়েক দিন পরই শুরু হয় মামলা-ঝড়। দক্ষিণ আমেরিকা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল ও হার্ড রক স্টেডিয়াম কর্তৃপক্ষের বিরুদ্ধে একের পর এক মামলা করতে থাকেন ক্ষুব্ধ সমর্থকেরা। অভিযোগ ছিল, তাঁরা টিকিট কিনেছিলেন, কিন্তু দর্শকের ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে মাঠে প্রবেশ করতে পারেননি। ইএসপিএন জানিয়েছিল, প্রতিটি মামলায় এক লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দাবি করা হয়।
আরও পড়ুনআর্জেন্টিনা কোপা আমেরিকা আর স্পেন ইউরো জিতে কত টাকা পেল১৫ জুলাই ২০২৪শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ। বিবাদীদের তালিকায় ছিল কনমেবল, কনক্যাকাফ, বেস্ট সিকিউরিটি আর স্টেডিয়ামের মালিক-পরিচালক সাউথ ফ্লোরিডা স্টেডিয়াম এলএলসি। শর্ত অনুযায়ী, তারা সম্মিলিতভাবে ১ কোটি ৪০ লাখ ডলার (প্রায় ১৭১ কোটি ৬৭ লাখ টাকা) জমা দেবে একটি তহবিলে। ফাইনালের বিশৃঙ্খলায় ক্ষতিগ্রস্তরা সেখান থেকে ক্ষতিপূরণ পাবেন। তবে কে কতটা অর্থ পাবেন, তা নির্ভর করবে কতজন ক্ষতিপূরণ দাবি করেন, তার ওপর।
গত বছর কোপা আমেরিকার ফাইনালে দর্শকের ঢল সামলাতে হিমশিম খায় আয়োজকেরা।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় ব্যবসায়ী আনোয়ার হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জ
কুমিল্লায় ব্যবসায়ী আনোয়ার হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ মামলায় ১২ জনকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক সাবরিনা নার্গিস এ রায় দেন। রায়ের সময় দণ্ডিত একজন আদালতে উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক রয়েছেন।
আরো পড়ুন:
নোয়াখালীতে শিশু হত্যা, ২ জনের যাবজ্জীবন
ট্রেনের ভেতর পপকর্ন বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যা
মৃতুদণ্ডপ্রাপ্তরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার দেড়কোটা গ্রামের জিয়াউল্লাহ জিয়া এবং জুয়েল রানা। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার ফজলুল হক, আজাদ রহমান, সাদ্দাম হোসেন, আবদুল কাদের ও কবির আহমেদ।
এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মনিরুল হক ভূইঁয়া জানান, আসামিরা ২০১৩ সালের ২২ এপ্রিলে ব্যবসায়ী আনোয়ারকে কুপিয়ে তার চায়ের দোকানে আগুন ধরিয়ে দেয়। পরে তিনি ঢাকায় চিকিৎসার্ধীন অবস্থায় মারা যান।
আসামি পক্ষের আইনজীবীরা জানান, রায়ের কপি হাতে পেলে উচ্চ আদালতে আপিল করবেন।
ঢাকা/রুবেল/বকুল