শেষ হলো শক্তিকন্যা লিডারশিপ কোহর্ট, পরিবেশবান্ধব জ্বালানি খাতে নারীদের প্রশিক্ষণ
Published: 25th, November 2025 GMT
শেষ হলো চার মাসব্যাপী শক্তিকন্যা লিডারশিপ কোহর্ট ২০২৫। এই কর্মসূচির মাধ্যমে দেশের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতে পড়া তরুণীদের বাংলাদেশের পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানি খাতে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করার লক্ষ্যে পরিচালিত হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন, জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশন ও বিশ্বব্যাংকের সহায়তায় এবং জিআইজেড বাংলাদেশ ও ডেভটেল পার্টনার্স যৌথভাবে এই শক্তিকন্যা উদ্যোগটি বাস্তবায়ন করছে। এ বছরের কোহর্টে ৭৫ জন অংশগ্রহণকারী নেতৃত্ব, টেকসই জ্বালানি প্রযুক্তি, পরিবেশবান্ধব দক্ষতা ও পেশাগত উন্নয়নে প্রশিক্ষণ পেয়েছেন। একই সঙ্গে অংশগ্রহণকারীরা মেন্টরশিপ সেশন, ফিল্ড ভিজিট, আবাসিক বুটক্যাম্পসহ উদ্ভাবনী প্রতিযোগিতায় অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের প্রতিনিধি, জার্মান দূতাবাস, বিশ্বব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা বক্তব্য দেন। বক্তারা জ্বালানি খাতে নারী–পুরুষের সমতা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা আরও বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের দায় নগণ্য। এই প্রক্রিয়ায় নারীদের নেতৃত্ব আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তাঁরা।
ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ইউরোপীয় ইউনিয়ন শক্তিকন্যার সঙ্গে কাজ করতে পেরে গর্বিত। শক্তিকন্যা নারীদের দক্ষতা, আত্মবিশ্বাস ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আরও সমতাপূর্ণ, উদ্ভাবনী, সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশের অগ্রযাত্রা ত্বরান্বিত করতে ভূমিকা পালন করবে ইউরোপীয় ইউনিয়ন।
বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ বলেন, জ্বালানি খাতকে নারীবান্ধব করার বিষয়ে আমাদের যে অঙ্গীকার, তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। আমরা চাই, নারীরা সিদ্ধান্ত গ্রহণের টেবিল ও জাতীয় অগ্রাধিকার নির্ধারণে নেতৃত্ব দেবে। সেই সঙ্গে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রে তারা নেতৃত্ব দেবে—সেটাও আমাদের চাওয়া।
অনুষ্ঠানে ইনফ্রাস্ট্রাচার ডেভেলপমেন্ট কোম্পানি (ইডকল), সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ), বেসরকারি খাত ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। টেকসই জ্বালানি খাতে নারীদের জন্য নতুন সুযোগ তৈরির প্রতিশ্রুতি ব্যক্ত করেন তাঁরা।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
২৫ জেলার পেশাজীবীদের নিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো এসইও ও এআই সম্মেলন
২৫ জেলা থেকে আসা এসইও পেশাজীবী, ফ্রিল্যান্সার, আইটি উদ্যোক্তা ও ডিজিটাল বিপণন বিশেষজ্ঞদের নিয়ে চট্টগ্রামে হয়ে গেল এসইও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) ও এআই নিয়ে সম্মেলন। গতকাল শনিবার নগরীর সিটি গেট এলাকার সুজানা স্কয়ারে অনুষ্ঠিত দিনব্যাপী এ সম্মেলনে একাধিক সেশন, প্যানেল আলোচনা, কেস স্টাডি এবং প্রশ্নোত্তর পর্ব আয়োজনের মাধ্যমে ভবিষ্যতের সার্চ ইঞ্জিন অ্যালগরিদম, এআইয়ের বাস্তবিক প্রয়োগ, কনটেন্ট অপটিমাইজেশন, এসইও সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়। আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সম্মেলনের আয়োজক প্রতিষ্ঠান জায়ান্ট মার্কেটার্স।
সম্মেলনের মূল লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে জায়ান্ট মার্কেটার্সের প্রতিষ্ঠাতা মাসুম বিল্লাহ ভূঁইয়া বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বক্তা, অংশগ্রহণকারী ও পৃষ্ঠপোষকদের উৎসাহ এবং সহযোগিতা ছাড়া এ আয়োজন সম্ভব হতো না। প্রযুক্তি খাতে বাংলাদেশের সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে এই সম্মেলন ভবিষ্যতে বড় ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।’
সম্মেলনের সহ-আয়োজক এআই অটোমেটিকের প্রতিষ্ঠাতা আবদুল আউয়াল বলেন, সারা দেশের এসইও ও এআই পেশাজীবীদের জন্য আলাদা প্ল্যাটফর্ম তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আনন্দিত যে এই সম্মেলন সবার প্রত্যাশা পূরণ করতে পেরেছে। নিজ নিজ ক্ষেত্রে সফল ব্যক্তিদের অভিজ্ঞতা বিনিময়, নেটওয়ার্কিং এবং নতুন সম্ভাবনার এই যাত্রা আমরা ভবিষ্যতেও অব্যাহত রাখতে চাই।
সম্মেলনে অংশগ্রহণকারীদের মতে, এসইও এবং এআই-কে কেন্দ্র করে দেশে এত বড় পরিসরে প্রযুক্তি সম্মেলন এর আগে খুব বেশি হয়নি। এই সম্মেলনে নিজেদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নতুন সুযোগ সম্পর্কে বাস্তব ধারণা পাওয়া গেছে বলে জানিয়েছেন তাঁরা।