৩০ কোটি বাজেটে ৩০০ কোটি আয়, সেই সিনেমার ঝড় চলছেই
Published: 7th, October 2025 GMT
গত ২৮ আগস্ট মুক্তির পর থেকে সাধারণ দর্শক থেকে সমালোচকসহ সবারই প্রশংসা পেয়েছে মালয়ালম সিনেমা ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্র’। ‘এমপুরান’ সিনেমার ২৬২ কোটি আয়ের রেকর্ড পেছনে ফেলে ডমিনিক অরুণ পরিচালিত সিনেমাটি আগেই সবচেয়ে বেশি আয় করা সিনেমা হয়েছে। এবার ৩০০ কোটি রুপি আয়ের মাইলফলকও স্পর্শ করল সিনেমাটি।
রেকর্ডের পর রেকর্ড
কল্যাণী প্রিয়দর্শন অভিনীত ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্র’ মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভাঙছে। সুপারহিরো ঘরানার এই ছবি পরিচালনা করেছেন ডমিনিক অরুণ এবং প্রযোজনা করেছে দুলকার সালমানের ওয়েফেয়ারার ফিল্মস। মুক্তির মাত্র ৩৮ দিনেই গতকাল ছবিটি ছুঁয়ে ফেলেছে ২৯৯ কোটি রুপি, যা মালয়ালম সিনেমার ইতিহাসে অভূতপূর্ব। আজকের বক্স অফিসের ফল এখনো জানা যায়নি, তবে বিভিন্ন গণমাধ্যম নিশ্চিত করেছে যে ৩০০ কোটি আয় পূর্ণ করেছে সিনেমাটি। ছবিটি শুধু ভারতের দক্ষিণাঞ্চলেই নয়, সংযুক্ত আরব আমিরাত ও ইউরোপের বিভিন্ন দেশেও দুর্দান্ত ব্যবসা করছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অর্থহীনের অ্যালবামে সুমনের পুত্র আহনাফ
প্রায় তিন বছর পর অ্যালবাম প্রকাশের ঘোষণা দিল অর্থহীন। গতকাল সকালে ঢাকার এক রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে ব্যান্ডটি জানিয়েছে, ১৭ অক্টোবর প্রকাশিত হবে ফিনিক্সের ডায়েরি ২। ইউটিউব মিউজিক, স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ শীর্ষ স্ট্রিমিং প্ল্যাটফর্মেও শোনা যাবে। এর মধ্যে ২ অক্টোবর ইউটিউবে প্রকাশিত হয়েছে অ্যালবামের প্রথম গান ‘উন্মাদ’।
সংবাদ সম্মেলনে ব্যান্ডের প্রতিষ্ঠাতা, বেজ গিটারিস্ট, ভোকালিস্ট সাইদুস সালেহীন খালেদ সুমন বলেন, ‘গানগুলো শুধু আগের শ্রোতারাই পছন্দ করবে—এমন নয়; জেন–জি, জেন–আলফা বা পরবর্তী প্রজন্মের কাছেও এর আকর্ষণ থাকবে।’
অর্থহীন জানিয়েছে, অ্যালবামটিতে তীব্র ক্ষোভ ও প্রতিশোধের গল্প তুলে ধরা হয়েছে। আগের অ্যালবামের তুলনায় এটি আরও বেশি সমৃদ্ধ।
অ্যালবামটি সংগীত পরিচালক ও শিল্পী এ কে রাতুলকে উৎসর্গ করা হয়েছে। এতে গ্র্যামি মনোনয়নপ্রাপ্ত গিটারিস্ট ফ্র্যাঙ্ক গ্যামবালি, স্যাক্সোফোন প্লেয়ার বব ফ্র্যাঙ্কেসচিনি, বেজ গিটারিস্ট বাবি লুইস ও ‘বেজবাবা’ সুমনের পুত্র আহনাফের সঙ্গে কোলাবরেশন করেছে অর্থহীন।
সংবাদ সম্মেলনে ‘বেজবাবা’ সুমনের সঙ্গে ব্যান্ডের বাকি দুই সদস্য ড্রামার মার্ক ডন ও গিটারের এহতেশাম আলী উপস্থিত ছিলেন