৩০ কোটি বাজেটে ৩০০ কোটি আয়, সেই সিনেমার ঝড় চলছেই
Published: 7th, October 2025 GMT
গত ২৮ আগস্ট মুক্তির পর থেকে সাধারণ দর্শক থেকে সমালোচকসহ সবারই প্রশংসা পেয়েছে মালয়ালম সিনেমা ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্র’। ‘এমপুরান’ সিনেমার ২৬২ কোটি আয়ের রেকর্ড পেছনে ফেলে ডমিনিক অরুণ পরিচালিত সিনেমাটি আগেই সবচেয়ে বেশি আয় করা সিনেমা হয়েছে। এবার ৩০০ কোটি রুপি আয়ের মাইলফলকও স্পর্শ করল সিনেমাটি।
রেকর্ডের পর রেকর্ড
কল্যাণী প্রিয়দর্শন অভিনীত ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্র’ মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভাঙছে। সুপারহিরো ঘরানার এই ছবি পরিচালনা করেছেন ডমিনিক অরুণ এবং প্রযোজনা করেছে দুলকার সালমানের ওয়েফেয়ারার ফিল্মস। মুক্তির মাত্র ৩৮ দিনেই গতকাল ছবিটি ছুঁয়ে ফেলেছে ২৯৯ কোটি রুপি, যা মালয়ালম সিনেমার ইতিহাসে অভূতপূর্ব। আজকের বক্স অফিসের ফল এখনো জানা যায়নি, তবে বিভিন্ন গণমাধ্যম নিশ্চিত করেছে যে ৩০০ কোটি আয় পূর্ণ করেছে সিনেমাটি। ছবিটি শুধু ভারতের দক্ষিণাঞ্চলেই নয়, সংযুক্ত আরব আমিরাত ও ইউরোপের বিভিন্ন দেশেও দুর্দান্ত ব্যবসা করছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
টাঙ্গাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু
আধুনিক প্রযুক্তির বিস্তার, নিরাপদ খাদ্য উৎপাদন ও নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই স্লোগানে র্যালি, আলোচনা সভা ও প্রদর্শনীর আয়োজন করা হয়।
টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হয়। সেটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের যৌথভাবে এ সভার আয়োজিত করে।
সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক শরীফা হক। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মেহেদী হাসান। এ সময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, খামারিরা উপস্থিত ছিলেন। পরে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে প্রাণিসম্পদ প্রদর্শনীর ৩০টি স্টল পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মিয়াসহ অতিথিরা।
ঢাকা/কাওছার/মাসুদ