মুন্সীগঞ্জে সাংবাদিককে পিটিয়ে আহত করার অভিযোগ
Published: 8th, October 2025 GMT
মুন্সীগঞ্জে পারিবারিক বিরোধের জেরে একটি বেসরকারি টেলিভিশনের চিত্র সাংবাদিক রাহিদ হোসেনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এসময় ভুক্তেভোগীর স্বজনদের তিনটি ঘর ভাঙচুর করা হয়। বাধা দিতে গেলে আরো কয়েকজেনের ওপর হামলা হয়।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর ৩টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রমজান বেগ পূর্ব পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। আহত রাহিদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চিত্র সাংবাদিক হিসেবে কর্মরত।
আরো পড়ুন:
শহরে প্রাইমারি হেলথ কেয়ার অনেক দুর্বল: স্বাস্থ্য সচিব
বাগেরহাটে সাংবাদিক হায়াত উদ্দিন হত্যা: মামলা দায়ের
এ ঘটনায় মো.
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিনের পারিবারিক বিরোধ মীমাংসার জন্য গতকাল দুপুরে এক পক্ষ অপর পক্ষের সঙ্গে কথা বলতে যায়। এসময় দুই পক্ষের লোকজন কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন রাহিদ। প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়। তারা ভুক্তভোগীর স্বজনদের তিনটি বসত ঘর ভাঙচুর করেন। বাঁধা দিলে লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয় আরো কয়েকজনকে।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসা শেষে ভর্তি করা হয় দুইজনকে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. অনুপ কুমার সাহা জানান, আহত সাংবাদিক রাহিদ হোসেনকে গুরুতর জখম অবস্থায় আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. সাইফুল আলম ঘটনাটি নিশ্চিত করে বলেন, “জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/রতন/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম রধর অভ য গ
এছাড়াও পড়ুন:
পূজা উৎসমুখর হওয়ায় ডিসি-এসপিকে মহানগর পূজা ফ্রন্টের শুভেচ্ছা
নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে মহানগর পূজা উদযাপন ফ্রন্ট।
রোববার (০৫ অক্টোবর) বিকাল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রথমে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় পূজা উৎসবমুখর হওয়ায় জেলা প্রশাসককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতাও জানান তারা। তারা দুর্গাপূজার মতই আগামী দিনগুলোতে হিন্দু সম্প্রদায়ের যেকোন বিপদে আপদে জেলা প্রশাসককে পাশে থাকার আহ্বান জানান। পরে জেলা প্রশাসকও পুজায় প্রশাসনকে সহযোগিতা করার জন্য উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
এরপর বিকাল সোয়া ৪ টার দিকে মহানগর পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দরা পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করেন। এসময় তাকেও ফুলেল শুভেচ্ছা জানান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।
এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হুসাইনের সাথেও দেখা করে তাকে ফুলের শুভেচ্ছা জানান মহানগর পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন, দরিদ্রভান্ডার পূজা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ননি গোপাল সাহা, বলদেব জিউর আখড়া মন্দির কমিটির উপদেষ্টা ও নিতাইগঞ্জ পাইকারী ও খুচরা ব্যবসায়ী মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শংকর কুমার সাহা, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অভয় রায়, মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নয়ন সাহা, সদস্য সচিব শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু, কোষাধ্যক্ষ মানিক দাস, সদস্য মিলন, জেলা হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট রঞ্জিত দে, মহানগর হিন্দু বৌদ্ধ কল্যান ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট রাজিব মন্ডল, সদস্য সচিব খোকন সাহা, সজিব, তোবারক প্রমূখ।