যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বিকেএসপি পরিচালিত যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। 

রবিবার (৯ নভেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিকেএসপির প্রথম ব্যাচ চালুর মধ্য দিয়ে প্রকল্পের উদ্বোধন করেন।

আরো পড়ুন:

যৌন নির্যাতনের অভিযোগ জাহানারার: বিসিবির ৩ সদস্যের তদন্ত কমিটি

২০২৭ পর্যন্ত টেস্ট অধিনায়ক নাজমুল

এ সময় প্রধান অতিথি আসিফ মাহমুদ বলেন, “আত্মসুরক্ষার প্রশিক্ষণের জন্য ২৭ কোটি টাকা ব্যায়ে ২ বছর ৬ মাস মেয়াদি প্রকল্প গ্রহণ করেছে সরকার। প্রকল্পের আওতায় বিকেএসপির সাতটি আঞ্চলিক শাখার মাধ্যমে ৮ হাজার ৮৫০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।

অনুষ্ঠানে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো.

মুনীরুল ইসলাম, আমন্ত্রিত গণ্যমান্য অতিথিবৃন্দ ও বিকেএসপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণে মূলত জুডো, কারাতে, তায়কোয়নডো ও শ্যুটিং (এয়ার গান) বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হবে। এ প্রশিক্ষণের লক্ষ্য- যুবদের আত্মবিশ্বাস বৃদ্ধি, শারীরিক ভারসাম্য অর্জন, শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ, শারীরিক সক্ষমতা অর্জন এবং জীবনে ইতিবাচক প্রভাব বিস্তার।

অনলাইন নিবন্ধনে ফাস্ট কাম ফাস্ট সিলেকশনের ভিত্তিতে সারা দেশের নূন্যতম এসএসসি উত্তীর্ণ, শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও প্রশিক্ষণ গ্রহণে সক্ষম ১৮-৩৫ বছর বয়সের বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ ১৫ দিনের সম্পূর্ণ আবাসিক প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করছেন।

যুবকদের জন্য ১০২টি ব্যাচে ৮ হাজার ২৫০ জন এবং যুবতীদের ১২টি ব্যাচে ৬০০ জনসহ সর্বমোট ১১৪টি ব্যাচে ৩ বছরের বিভিন্ন সময়ে ৮ হাজার ৮৫০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ চলাকালে প্রশিক্ষণার্থীদের আবাসন, আহার, ট্র্যাকসুট, টি-শার্ট, কেডস, প্রশিক্ষণ ভাতা এবং শেষে সনদ প্রদান করা হবে।

পরে মহাপরিচালক প্রধান অতিথিকে সঙ্গে নিয়ে বিকেএসপির বিভিন্ন ক্রীড়া ভেন্যু ঘুরে দেখান। ক্রীড়া উপদেষ্টা বিকেএসপির চলমান কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন।

ঢাকা/সাব্বির/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব ক এসপ র প রকল প র

এছাড়াও পড়ুন:

শেরপুরে বিএনপির প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শ‌ফিকুল ইসলাম মাসুদকে মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে শহরে বিক্ষোভ মি‌ছিল করেছে তার কর্মী-সমর্থকেরা। এ সময় সং‌ক্ষিপ্ত আলোচনা সভা হয়েছে। 

আজ রবিবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টা মি‌ছিল বের করা হয়। মি‌ছিল শেষে প্রার্থী প‌রিবর্তন চেয়ে জেলা বিএন‌পির কার্যালয়ের সামনে সং‌ক্ষিপ্ত আলোচনা সভা হয়।

আরো পড়ুন:

নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিএনপি বিজয়ী হবে: ফখরুল

খালেদা জিয়ার আসনে গণঅধিকার পরিষদ প্রার্থী দেবে না: রাশেদ

শেরপুরের তিনটি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে। শেরপুর-১ আসনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সান‌সিলা জেব‌রিন পিয়াঙ্কাকে দলের প্রার্থী ঘোষণা করা হয়। এ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শ‌ফিকুল ইসলাম মাসুদ।

বিকেল ৩টা থেকে শ‌ফিকুল ইসলামের কর্মী-সমর্থক সদর উপজেলার ১৪‌টি ইউনিয়ন থেকে দলে দলে মি‌ছিল নিয়ে শহরের নিউমার্কেটস্থ জেলা বিএন‌পির কার্যালয়ে জড়ো হয়। পরে সেখান থেকে শহরে বিক্ষোভ মি‌ছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক পদ‌ক্ষিণ করে দলীয় কার্যালয়ে সং‌ক্ষিপ্ত আলোচনা সভা করেন। শেরপুর জেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক দোলায়ার হোসে‌ন সভায় সভাপ‌তিত্ব করেন। এতে বক্তব‌্য রাখেন, জেলা বিএন‌পির সদস‌্য আমিনুল ইসলাম, হাসানুর রেজা জিয়া, জেলা বিএন‌পির সাবেক সহ-সাংগঠ‌নিক সম্পাদক শ‌ফিকুল ইসলাম, জেলা ম‌হিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘‘শেরপুরের তৃণমূলের মানুষের জন‌প্রিয় নেতা হচ্ছে শ‌ফিকুল ইসলাম মাসুদ। তি‌নি দলের ত‌্যাগী নেতা। আমরা চাই, শেরপুর-১ আসনে প্রার্থী প‌রিবর্তন করে শ‌ফিকুলকে বিএন‌পির দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হোক। শ‌ফিকুলকে দলীয় মনোনয়ন না দেওয়া হলে দলের তৃণমূলের নেতা-কর্মী ও ভোটারদের নিয়ে বৃহৎ কর্মসূ‌চি নেওয়া হবে।’’  

তারা অবিলম্বে বিএন‌পির জেলা ক‌মি‌টির যুগ্ম আহ্বায়ক ও দলীয় মনো‌নিত প্রার্থী সান‌সিলা জেব‌রিন পিয়াঙ্কাকে প্রত্যাহার ও শ‌ফিকুল ইসলাম মাসুদকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

শেরপুর জেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক দোলায়ার হোসে‌ন ক্রিসেন্ট বলেন, ‘‘শ‌ফিকুল ইসলাম মাসুদ দলের প‌রী‌ক্ষিত নেতা। আমরা তার পক্ষে মনোনয়ন চাই। যাকে দলের মনোনয়ন দেওয়া হয়েছে, তি‌নি তৃণমূলের নেতা নয়। শ‌ফিক শেরপুর সদর আসনের সবচেয়ে জন‌প্রিয় নেতা।’’

ঢাকা/তারিকুল/বকুল

সম্পর্কিত নিবন্ধ