ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে তিন আসনে প্রার্থী হবেন’, সেখানে গণঅধিকার পরিষদ কোনো প্রার্থী দেবে না জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান।

আজ রবিবার (৯  নভেম্বর) ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার একতারা মোড়ে এক গণসমাবেশে তিনি এ সব কথা বলেন। এর আগে হরিণাকুণ্ড উপজেলার একতারা মোড়ে গণঅধিকার পরিষদের দুর্বৃত্তদের দ্বারা ভাঙচুর করা অফিস পরিদর্শন করেন তিনি।

আরো পড়ুন:

গণভোট-সনদ জনগণ বোঝে না: মির্জা ফখরুল 

বিএনপির ৬২ কর্মী যোগ দিলেন জামায়াতে

গত ৩ নভেম্বর সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে দলের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এতে দিনাজপুর-৩ (সদর), ফেনী-১ (পরশুরাম, ছাগইনাইয়া ও ফুলগাজী) ও বগুড়া-৭ (গাবতলী ও শাজাহাপুর) খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানানো হয়েছে।

রাশেদ খান বলেন, ‘‘খালেদা জিয়া যে আসনগুলোতে নির্বাচন করবেন, সেখানে কাউকে নমিনেশন দেবে না গণঅধিকার পরিষদ। তিনি অনেক কষ্টে জেল-জুলম সহ্য করেছেন, তাকে সবাই সমর্থন করবেন।’’ 

তিনি বলেন, ‘‘সেরা নির্বাচন করার জন্য মুখের বুলিই শুধু শুনছি, রাজনৈতিক দলগুলোকে সান্ত্বনার বাণী শোনানো হচ্ছে। গণঅভ্যুত্থানের পরে আমার কাছে মনে হচ্ছে, রাজনৈতিক সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি। বরং দেশে হানাহানি, মারামারি ও বিদ্বেষ বেড়ে চলেছে।’’ 

‎এ সময়  উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি প্রভাষক এম সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক রাশেদ রাজন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান আহমেদ রাইহান, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী প্রমুখ। 

ঢাকা/সোহাগ/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ

এছাড়াও পড়ুন:

অন্তত পাঁচ বছরের জন্য জাতীয় ঐক্য দরকর: নুর

‘‘আগামীতে গণঅভ্যুত্থানের অংশীজন; বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন সবাই মিলে অন্তত ৫ বছরের জন্য একটি জাতীয় ঐক্য দরকর।’’ এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (৮ নভেম্বর) বিকালে দিনাজপুরে যাওয়ার পথে ফুলবাড়ী শহরের যমুনা ব্রিজ মোড়ে গণঅধিকার পরিষদের সংসদ সদস্যপ্রার্থী মো. শাহাজান চৌধুরীর আমন্ত্রণে পথসভায় এ কথা বলেন তিনি।

নুর বলেন, ‘‘আগামীতে গণঅভ্যুত্থানের অংশীজন, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন সবাই মিলে অন্তত ৫ বছরের জন্য একটি জাতীয় ঐক্য দরকর। সবাই মিলে যদি আমরা একটা সরকার গঠন করতে পারি রাজপথে কোন আন্দোলন সংগ্রাম থাকবে না। সবার লক্ষ্য উদ্দেশ্য থাকবে দেশের কল্যাণ, মানুষের কল্যাণ।’’    

‘‘আমাদের প্রশাসন যেন রাজনৈতিক দলের কাছে নতি স্বীকার না করে। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিবেশী দেশ থেকে শুরু করে বিভিন্ন বিদেশী অপশক্তির সাথে অনেক সময় হাত মিলিয়ে দেশের ক্ষতি করে,’’ বলেন তিনি। 
এ সময় উপজেলা গণঅধিকার পরিষদের সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  ঢাকা/মোসলেম//

সম্পর্কিত নিবন্ধ

  • বিএনপির ৬২ কর্মী যোগ দিলেন জামায়াতে
  • অন্তত পাঁচ বছরের জন্য জাতীয় ঐক্য দরকর: নুর
  • শামীম ওসমানদের রক্তচক্ষু উপেক্ষা সাহসী তরুণরা লড়াই করেছে নূর
  • ‘ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য বিনষ্ট হলে ভারতীয় আধিপত্যবাদ ফেরার শঙ্কা তৈরি হবে’