কিশোরগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। এতে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ সদর থাকার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘‘এমকে সুপার পরিবহনের একটি বাস ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ আসছিল। বাসে অন্তত ৪৫ জন যাত্রী ছিলেন। ডাউকিয়া এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়। এতে ২০ যাত্রী আহত হন।’’

আরো পড়ুন:

নসিমনের ধাক্কায় দুই শিশুসহ নিহত ৩

ওমানে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি বেপরোয়া গতিতে চলছিল। ঘটনার পরই চালক পালিয়ে যান। স্থানীয়রা দুর্ঘটনাকবলিত বাস থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ঢাকা/রুমন/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ক শ রগঞ জ

এছাড়াও পড়ুন:

ময়মনসিংহে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহের মুক্তাগাছায় ভ্যানচালক জাহিদুল ইসলাম হত্যা মামলায় সোহেল রানা (৪০) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সামছুদ্দিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

আরো পড়ুন:

ঝালকাঠিতে ইলিশ ধরায় ৩ জেলের কারাদণ্ড

ধুনটের সেই ওসি কৃপা সিন্ধুকে গ্রেপ্তারে পরোয়ানা

দণ্ডপ্রাপ্ত সোহেল রানা উপজেলার মণ্ডলসেন পশ্চিমপাড়ার চান মিয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালে ১৭ সেপ্টেম্বর দুপুরে মণ্ডলসেন পশ্চিমপাড়ার রফিকুল ইসলামের ছেলে ভ্যানচালক জাহিদুল ইসলাম প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় জাহিদের মোবাইলে ব্যবহৃত নম্বরে যোগাযোগের চেষ্টা করলে বন্ধ পান পরিবারের লোকজন। এরপর খোঁজাখুঁজির পরও তার হদিস মেলেনি। পরের দিন সকালে স্থানীয়রা খালের মধ্যে একজনের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখেন। সেটি জাহিদুলের লাশ বলে শনাক্ত করেন তার স্বজনেরা। এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মুক্তাগাছা থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ তদন্তে নেমে সোহেল রানাকে গ্রেপ্তার করে।

সোহেল রানার জবানবন্দি ও ২০ জন সাক্ষীর সাক্ষ্য এবং আইনজীবীদের জেরা-তর্ক শেষে আদালত আজ এই আদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষে আবুল কালাম আজাদ ও আসামিপক্ষে মো. শহীদুল হক শহীদ ছিলেন।

ঢাকা/মিলন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • মা–বাবাকে হত্যার পর লাশ ঘরে পুঁতে রাখল ‘জুয়ায় আসক্ত’ ছেলে
  • ময়মনসিংহ, বরিশাল, রংপুরে উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে
  • ময়মনসিংহে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
  • ময়মনসিংহে ধর্ম অবমাননার মামলায় সংস্কৃতিকর্মী শামীমের এক দিনের রিমান্ড