ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি—আলো-ঝলমলে ক্যামেরার সামনে যিনি ছিলেন গ্ল্যামারের প্রতীক, তিনিই জীবনের এক ভয়াবহ অধ্যায় পার করেছেন বন্দি হয়ে। সেই দুঃসময়, ভয়, আর অসহায়তার স্মৃতি এখনও যেন তার মনের ভেতর গেঁথে আছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেই সময়ের ভারি পাতা খুললেন তিনি।

অনুষ্ঠানে পরীমণির সঙ্গে আলাপচারিতার একপর্যায়ে উঠে আসে তার জেলজীবনের স্মৃতি। ২০২১ সালের ৫ আগস্ট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বনানীর বাসা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। সেই দিনটির কথা বলতে গিয়ে পরীমণির চোখে-মুখে ভেসে ওঠে এক অদ্ভুত সংমিশ্রণ— ব্যথা, বিস্ময় আর কৃতজ্ঞতা।

“আমার জীবনটা তখন খুব ছোট এক পৃথিবী ছিল—নানুভাই, আমার ছোট কুকুর পুটু, বন্ধুদের আড্ডা আর কাজ—এই নিয়েই সব”-স্মৃতিচারণ করেন পরীমণি।

পরী বলেন, “যেদিন আমাকে নিতে এল, পুটু চিল্লাচ্ছে, আমি বুঝাতে পারছিলাম না ওকে। একটা বোবা প্রাণী, জানে না আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে—আমারও কোনো উত্তর ছিল না।”

একটু থেমে হাসতে হাসতে বলেন, “উনি (নানু) তখন জায়নামাজে বসা। আমি কীভাবে বলি-‘তোমার নাতিকে মাদক মামলায় ধরে নিয়ে যাচ্ছে’! এটা মুখে আনা যায়?”

কণ্ঠ নরম হয়ে আসে পরীর, “তখন মনে হয়েছিল, আমি যেন দেশান্তরী হলাম নিজের দেশেই। আমার সমস্ত স্বাধীনতা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হলো।”

পরীমণির এই স্বীকারোক্তি শুধু একজন শিল্পীর নয়, এক নারীর সাহস ও টিকে থাকার গল্প। কঠিন সময় পেরিয়ে তিনি এখন নতুন জীবনের পথে। শরিফুল রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়েই চলছে তার সংসার।

বর্তমানে তিনি ‘সিঙ্গেল মাদার’ হিসেবে সন্তানদের মানুষ করছেন, পাশাপাশি গড়ে তুলেছেন নিজের অনলাইনভিত্তিক ব্র্যান্ড ‘বডি’। মাতৃত্বকালীন ও নবজাতকের যত্নে প্রয়োজনীয় পণ্য নিয়ে এই উদ্যোগ। অভিনয়ের বাইরেও পরীমণির জীবনযাত্রা, চিন্তাভাবনা ও কর্মকাণ্ডে এখন ফুটে ওঠে এক দৃঢ় ও পরিপক্ব নারীর রূপ— যিনি ঝড় পেরিয়ে নিজের আলোয় জ্বলে উঠেছেন নতুনভাবে।
 

ঢাকা/রাহাত//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (০৪ ডিসেম্বর ২০২৫)

অ্যাশেজের দ্বিতীয় টেস্ট আজ, ব্রিসবেনে দিবারাত্রির টেস্টে মুখোমুখি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। জুনিয়র বিশ্বকাপ হকিতে ওমানের মুখোমুখি বাংলাদেশ।

ক্রাইস্টচার্চ টেস্ট-৩য় দিন

নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ
ভোর ৪টা, টি স্পোর্টস ও সনি স্পোর্টস ১

ব্রিসবেন টেস্ট-১ম দিন

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড
সকাল ১০টা, স্টার স্পোর্টস ১

জুনিয়র হকি বিশ্বকাপ

বাংলাদেশ-ওমান
দুপুর ১২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

আইএল টি-টোয়েন্টি

গালফ জায়ান্টাস-এমআই এমিরেটস
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস

ইংলিশ প্রিমিয়ার লিগ

ম্যান ইউনাইটেড-ওয়েস্ট হাম
রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

সম্পর্কিত নিবন্ধ