অশ্লীল শব্দ ব্যবহার করে ভেনিজুয়েলার প্রেসিডেন্টের সমালোচনা করলেন
Published: 18th, October 2025 GMT
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় কঠোর সমালোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে মাদুরোর বড় ধরনের ছাড় দেওয়ার খবর প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে অশ্লীল চার-অক্ষরের একটি ইংরেজি শব্দ ব্যবহার করেন ট্রাম্প। খবর রয়টার্সের।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, গত সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলার উপকূলে আন্তর্জাতিক জলসীমায় মাদক পাচার দমনের জন্য সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। সর্বশেষ গত বৃহস্পতিবার একটি নৌকায় মার্কিন নৌবাহিনীর হামলায় আরো দুজন নিহত হয়েছেন। তার আগে পাঁচটি হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন।
ট্রাম্প দাবি করেছেন, মাদক পাচারের নৌকাগুলো ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্কিত। তিনি মাদুরোর বিরুদ্ধে সরাসরি মাদকচক্র পরিচালনার অভিযোগ এনেছেন। এদিকে, ভেনেজুয়েলা বলছে, যুক্তরাষ্ট্র দেশটির বিরুদ্ধে ‘অঘোষিত যুদ্ধ’ শুরু করেছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি নিশ্চিত করার জন্য মাদুরো বড় ধরনের ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছেন, যার মধ্যে প্রাকৃতিক সম্পদও রয়েছে। এমন খবর প্রসঙ্গে শুক্রবার হোয়াইট হাউজে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আপনি ঠিক বলেছেন। তিনি সব কিছু প্রস্তাব করেছেন। জানেন কেন? কারণ তিনি (মাদুরো) যুক্তরাষ্ট্রের সঙ্গে অশ্লীলতা করতে চান না।” এই বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প অশ্লীল চার-অক্ষরের ইংরেজি শব্দ ব্যবহার করেন।
ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয় এ প্রসঙ্গে তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। তবে ভেনেজুয়েলার সরকার মাদুরোকে ক্ষমতাচ্যুত করার জন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের আলোচনার সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলোকে হাস্যকর বলেছে।
ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বৃহস্পতিবার টেলিগ্রামে মাদুরোর সঙ্গে একটি সেলফি পোস্ট করেছেন। তিনি প্রেসিডেন্টের বিরুদ্ধে শীর্ষ কর্মকর্তাদের ষড়ষন্ত্রের খবরকে ‘মিথ্যা’ বলে অভিহিত করেন।
গত বুধবার, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএকে ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর অনুমোদন দিয়েছেন বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রকাশ্যে ট্রাম্পের এই স্বীকারোক্তি কারাকাসে জল্পনা আরো বাড়িয়েছে যে, যুক্তরাষ্ট্র মাদুরোকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে।
মাদুরো মাদক চোরাচালানের সঙ্গে কোনো সংযোগ অস্বীকার করেছেন। তিনি মাদকবিরোধী অভিযানের নামে এ অঞ্চলে মার্কিন হামলাকে দেশটির সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে সমালোচনা করেছেন।
বিশেষজ্ঞরা বলছেন, প্রমাণ ছাড়া এই ধরনের তাৎক্ষণিক হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনে অবৈধ, এমনকি তারা যদি প্রকৃতপক্ষে অপরাধীও হয়।
এই সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রভিত্তিক বি-৫২ বোমারু বিমান ক্যারিবিয়ান সাগরে ভেনিজুয়েলার উপকূলে কয়েক ঘণ্টা টহল দেয়। এই তথ্য নিশ্চিত করে বিমান ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরিডার২৪। মার্কিন সামরিক বাহিনী বলেছে, এই মহড়া যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রস্তুতি এবং হুমকি প্রতিরোধের অঙ্গীকারের প্রতীক। এই সামরিক তৎপরতায় কারাকাসে উদ্বেগ বেড়েছে।
অনেকে মনে করছেন, ওয়াশিংটনের লক্ষ্য আসলে ভেনেজুয়েলায় সরকার পরিবর্তন।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র র কর ছ ন
এছাড়াও পড়ুন:
কার্গো ভিলেজে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬ ইউনিট
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬ ইউনিট।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। দুপুর ২টা ৩০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ২টা ৩৪ মিনিটে শাহজালাল বিমানবন্দরের দিকে রওনা হয় ৪টি ইউনিট। একে একে ঘটনাস্থলে ৩৬টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানায় ফায়ার সার্ভিস।
আরো পড়ুন:
শাহজালালে কার্গো ভিলেজে আগুন: ঢাকাগামী ফ্লাইট নামল সিলেটে
শাহজালালে বিমান ওঠানামা বন্ধ
বিকেল সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে।
বেবিচকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ কাউছার মাহমুদ জানান, আজ শনিবার ২টা ১৫ মিনিটে বিমানবন্দরের কার্গো এলাকায় হঠাৎ আগুন লাগে। ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বিমানবাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে।
তিনি বলেন, “আগুনের ঘটনায় সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে।”
আইএসপিআরের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নি নির্বাপণে কাজ করছে বাংলাদেশ সিভিল এভিয়েশনসহ বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট। অন্যদিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী।
আগুন লাগার কারণ তাৎক্ষণিক জানা যায়নি।
ঢাকা/মাকসুদ/সাইফ