নতুন ইসি গঠনের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “আমরা নতুন ইসি গঠনের দাবি জানাতে এসেছি। এই কমিশনের অধীনে কোনো নির্বাচনে অংশ নেওয়া যায় না।”

নির্বাচন কমিশনাররা যদি মনমর্জি মতো ইসি চালায়, তাহলে তাদের পদত্যাগে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন দিনি। 

রবিবার (১৯ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অগ্নিকাণ্ড ও নিরাপত্তাহীন পরিস্থিতির মধ্যে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “দেশে যখন মানুষ নিজের জীবন ও সম্পদের নিরাপত্তা পাচ্ছে না, তখন ফেব্রুয়ারিতে কীভাবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব।” 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বিমানবন্দর, কারখানা, সরকারি ভবন সব জায়গায় একের পর এক অগ্নিকাণ্ড ঘটছে। ব্যবসায়ীদের কারখানা কেউ যদি জ্বালিয়ে দেয় আর রাষ্ট্র নিরাপত্তা দিতে না পারে, তাহলে কীভাবে জাতীয় নির্বাচন আয়োজনের কথা বলা যায়?”

তিনি অভিযোগ করেন, “ভোটার তালিকা সংশোধন সঠিকভাবে না হওয়ায় নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তার ভাষায়, “যদি নির্বাচন কমিশনাররা নিজেদের মতো করে কমিশন চালান, তাহলে জনগণের দাবিতে তাদের পদত্যাগে বাধ্য করা হবে।”

এনসিপি মুখ্য সমন্বয়ক বলেন, “নির্বাচন কমিশনের কর্মকর্তারা প্রবাসী ভোটারের নামে বিদেশে ফুর্তি করছেন। কমিশন যদি আন্তরিক হয়, এক মাসেও ভালো নির্বাচন দেওয়া সম্ভব। কিন্তু তারা ঘুমিয়ে আছেন।” 

তিনি আরো যোগ করেন, “বাংলাদেশ এখন ভীষণ দুর্বল অবস্থানে আছে। কারোই নিরাপত্তা নেই, কোনো খাতেই সুরক্ষা নেই। এই পরিস্থিতিতে ক্রেডিবল বা ফেয়ার নির্বাচন সম্ভব নয়।” 


তিনি আরো বলেন, “আমরা চাই, বিদ্যমান কমিশন পদত্যাগ করুক। তাদের অবহেলার কারণে বিদেশে গিয়ে প্রবাসীদের ভোটার দেখিয়ে আনন্দ করছে কর্মকর্তারা। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনা নেই।”

ঢাকা/এএএম ইভা 
 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্পে সৌদির সহযোগিতা কামনা উপদেষ্টার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জায়াফের এইচ. বিন আবিয়াহ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রবিবার (১৯ অক্টোবর) সচিবালয়ে উপদেষ্টার দপ্তরে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত সাক্ষাৎ করেন তিনি।

আরো পড়ুন:

‘প্লাস্টিক দূষণ রোধ করার এখনই সময়’

কারখানায় ভূগর্ভস্থ পানি ব্যবহারে দাম দিতে হবে : উপদেষ্টা  

সাক্ষাৎকালে পরিবেশ উপদেষ্টা বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা, দেশে সবুজায়ন, এবং উপকূলীয় লবণাক্ত অঞ্চলের স্থানীয় জনগণের জন্য রেইন ওয়াটার হার্ভেস্টিং-এর মাধ্যমে সুপেয় পানি সরবরাহ বিষয়ক উদ্যোগে সৌদি সরকারের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ‘‘বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। এই পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’ 

সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জায়াফের এইচ. বিন আবিয়াহ আসন্ন ইসলামিক কনফারেন্সের ৫ম সেশনে পরিবেশ উপদেষ্টার অংশগ্রহণের আহ্বান জানান এবং বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে সৌদি সরকারের সম্ভাব্য সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক আরো জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। তিনি দুই দেশের মধ্যে পরিবেশবান্ধব প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও পানি ব্যবস্থাপনা খাতে যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন।

পরে পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ রাবার বোর্ডের উন্নয়ন ও সার্বিক কার্যক্রম পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন। সভায় তিনি রাবার শিল্পের টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন এবং গবেষণা, রপ্তানি সুযোগ বৃদ্ধি ও নীতিগত সহায়তার বিষয়ে দিকনির্দেশনা দেন। 

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. খায়রুল হাসান, যুগ্মসচিব (আইন) শাহানারা ইয়াসমিন লিলিসহ মন্ত্রণালয় ও রাবার বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/আসাদ/বকুল

সম্পর্কিত নিবন্ধ