‎বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থী পরিষদ উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল  ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারগণ শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন, ক্ষেত্রবিশেষে তাদের দেওয়া হচ্ছে বিনামূল্যে ঔষধও।

রবিবার (‎১৯ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত স্বাধীনতা স্মারক মাঠে চলে এই ফ্রি মেডিকেল ক্যাম্প। দুই দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প শেষ হবে আগামীকাল সোমবার দুপুর দেড়টায়।

আরো পড়ুন:

মোরাল প্যারেন্টিং বৃত্তি পেল অর্ধশতাধিক ইবি শিক্ষার্থী

খুবির হল ও ক্যাফেটেরিয়ার খাবারে টেস্টিং সল্ট ব্যবহারের অভিযোগ

এ আয়োজনে মানসিক রোগ, চর্ম ও যৌন, চক্ষু, নারীস্বাস্থ্য ও মেডিসিন- এই পাঁচ ধরনের বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন । যেখানে সকাল থেকে শিক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা যায়।

‎চিকিৎসা সেবা নেওয়া শিক্ষার্থী হাসনাহেনা বলেন, “শিক্ষার্থী পরিষদ আয়োজিত দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পটি বেশ ইতিবাচক মনে করি। বেরোবিতে মেডিকেল সেন্টার থাকলেও এখানে পর্যাপ্ত পরিমাণ বিশেষজ্ঞ ডাক্তার নেই। বেরোবি শিক্ষার্থী পরিষদে বিশেষ করে মানসিক স্বাস্থ্য, চক্ষু বিষয়ক, চর্ম বিষয়ক বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে অনেক উপকৃত হচ্ছি।”

তিনি বলেন, “তারা খুব যত্ন সহকারে পরামর্শ দিচ্ছেন। পরবর্তীতে কিভাবে যোগাযোগ করবো এবং কতদিন পর আসতে হবে সে বিষয়েও বলেন। আমি মনে করি, প্রতি ৩ মাস অন্তর যদি এই ধরনের পরিষেবা দেওয়া হয়, তাহলে আমরা উপকৃত হব।”

বেরোবি শিক্ষার্থী পরিষদের সদস্য শিবলী সাদিক বলেন, “বেরোবিতে মেডিকেল সেন্টার থাকলেও সেখানে পর্যাপ্ত বিশেষজ্ঞ ডাক্তার নেই। সেই দৃষ্টিকোণ থেকে বেরোবি শিক্ষার্থী পরিষদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। এখানে উত্তরবঙ্গের বিশেষজ্ঞ ডাক্তারগণ নিয়ে আসা হয়েছে, যাতে শিক্ষার্থীরা উন্নতমানের চিকিৎসা সেবা পায়।”

ঢাকা/‎সাজ্জাদ/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দ নব য প

এছাড়াও পড়ুন:

পুরোপুরি নিভেছে বিমানবন্দরের আগুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন পুরোপুরি নিভেছে। 

রবিবার (১৯ অক্টোবর) বিকেলে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

আরো পড়ুন:

বিমানবন্দরে আগুনের ঘটনায় তদন্ত কমিটি 

ধামরাইয়ে ইনসেপটা ফার্মায় অগ্নিকাণ্ড

তিনি বলেছেন, আগুন নির্বাপণে প্রায় ২৭ ঘণ্টা লেগেছে। আগুন নেভাতে দেরি হওয়ার প্রধান কারণ—  কার্গো ভিলেজে অগ্নিসতর্কতার (ফায়ার ডিটেকশন অ্যান্ড প্রোটেকশন) ব্যবস্থা না থাকা। ভবনের ভেতরে অনেক ছোট ছোট কক্ষ (সংকীর্ণ স্টোর) থাকায় অগ্নিনির্বাপণ করা কঠিন হয়েছে। প্রচুর দাহ্য এবং হ্যাজার্ডাস (বিপজ্জনক) পদার্থ মজুত ছিল। স্টিলের কাঠামো হওয়ায় প্রচণ্ড তাপ শোষণ করেছে, পরে তাপ নির্গত করতে থাকে। দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকায় এবং অত্যধিক তাপমাত্রার কারণে ভবনটি কিছুটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভেতরে ফাটল দেখা গেছে। ভবন কর্তৃপক্ষকে ঝুঁকি নিরূপণের জন্য জরিপ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের পরিচালক জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের দুজন সদস্য আহত হয়েছেন। আনসার বাহিনীর বেশ কয়েকজন সদস্যও আহত হয়েছেন। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্ত কমিটির রিপোর্টের পর জানা যাবে। 

আগুন সম্পূর্ণ নিভে গেলেও দুর্ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

ঢাকা/এমআর/রফিক

সম্পর্কিত নিবন্ধ