‎বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থী পরিষদ উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল  ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারগণ শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন, ক্ষেত্রবিশেষে তাদের দেওয়া হচ্ছে বিনামূল্যে ঔষধও।

রবিবার (‎১৯ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত স্বাধীনতা স্মারক মাঠে চলে এই ফ্রি মেডিকেল ক্যাম্প। দুই দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প শেষ হবে আগামীকাল সোমবার দুপুর দেড়টায়।

আরো পড়ুন:

মোরাল প্যারেন্টিং বৃত্তি পেল অর্ধশতাধিক ইবি শিক্ষার্থী

খুবির হল ও ক্যাফেটেরিয়ার খাবারে টেস্টিং সল্ট ব্যবহারের অভিযোগ

এ আয়োজনে মানসিক রোগ, চর্ম ও যৌন, চক্ষু, নারীস্বাস্থ্য ও মেডিসিন- এই পাঁচ ধরনের বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন । যেখানে সকাল থেকে শিক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা যায়।

‎চিকিৎসা সেবা নেওয়া শিক্ষার্থী হাসনাহেনা বলেন, “শিক্ষার্থী পরিষদ আয়োজিত দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পটি বেশ ইতিবাচক মনে করি। বেরোবিতে মেডিকেল সেন্টার থাকলেও এখানে পর্যাপ্ত পরিমাণ বিশেষজ্ঞ ডাক্তার নেই। বেরোবি শিক্ষার্থী পরিষদে বিশেষ করে মানসিক স্বাস্থ্য, চক্ষু বিষয়ক, চর্ম বিষয়ক বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে অনেক উপকৃত হচ্ছি।”

তিনি বলেন, “তারা খুব যত্ন সহকারে পরামর্শ দিচ্ছেন। পরবর্তীতে কিভাবে যোগাযোগ করবো এবং কতদিন পর আসতে হবে সে বিষয়েও বলেন। আমি মনে করি, প্রতি ৩ মাস অন্তর যদি এই ধরনের পরিষেবা দেওয়া হয়, তাহলে আমরা উপকৃত হব।”

বেরোবি শিক্ষার্থী পরিষদের সদস্য শিবলী সাদিক বলেন, “বেরোবিতে মেডিকেল সেন্টার থাকলেও সেখানে পর্যাপ্ত বিশেষজ্ঞ ডাক্তার নেই। সেই দৃষ্টিকোণ থেকে বেরোবি শিক্ষার্থী পরিষদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। এখানে উত্তরবঙ্গের বিশেষজ্ঞ ডাক্তারগণ নিয়ে আসা হয়েছে, যাতে শিক্ষার্থীরা উন্নতমানের চিকিৎসা সেবা পায়।”

ঢাকা/‎সাজ্জাদ/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দ নব য প

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (০৪ ডিসেম্বর ২০২৫)

অ্যাশেজের দ্বিতীয় টেস্ট আজ, ব্রিসবেনে দিবারাত্রির টেস্টে মুখোমুখি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। জুনিয়র বিশ্বকাপ হকিতে ওমানের মুখোমুখি বাংলাদেশ।

ক্রাইস্টচার্চ টেস্ট-৩য় দিন

নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ
ভোর ৪টা, টি স্পোর্টস ও সনি স্পোর্টস ১

ব্রিসবেন টেস্ট-১ম দিন

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড
সকাল ১০টা, স্টার স্পোর্টস ১

জুনিয়র হকি বিশ্বকাপ

বাংলাদেশ-ওমান
দুপুর ১২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

আইএল টি-টোয়েন্টি

গালফ জায়ান্টাস-এমআই এমিরেটস
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস

ইংলিশ প্রিমিয়ার লিগ

ম্যান ইউনাইটেড-ওয়েস্ট হাম
রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

সম্পর্কিত নিবন্ধ