আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আগামীকাল বুধবার (১৯) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। একই দিনে আরো ১০টি দলকে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো.

আশাদুল হক এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

জামায়াতে যোগ দিলেন ঝালকাঠি বিএনপির ২০ নেতাকর্মী

‘আউট’ লিখে ভিডিও দেওয়া ছাত্রদল কর্মীকে আসামি করে মামলা 

তিনি জানান, চার দিনব্যাপী এ সংলাপে মোট ৪৮টি নিবন্ধিত দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন দুটি দল যুক্ত হওয়ায় এখন নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এবং তিনটি দলের নিবন্ধন বাতিল হয়েছে।

ইসি সূত্র জানিয়েছে, বুধবার সকালের অধিবেশনে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএজেএমপি), ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)।

বিকেলের পর্বে অংশ নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।

ঢাকা/এএএম/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ এনস প ইস ইস ব এনপ

এছাড়াও পড়ুন:

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার জন্য পিএসসির নতুন নির্দেশনা

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার পরীক্ষার্থীদের পরীক্ষা হলে উপস্থিতি–সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ১৩ নভেম্বর কমিশনের ওয়েবসাইটে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সিট খুঁজে পাওয়ার সুবিধার্থে পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে হলে প্রবেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পরীক্ষা হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে চলার লক্ষ্যে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড়ে বিন্যস্ত করে কক্ষওয়ারি দৈবচয়ন ভিত্তিতে সাজিয়ে হাজিরা তালিকা প্রস্তুত করা হয়েছে। দৈবচয়ন প্রক্রিয়ায় নিজ আসন এবং কক্ষ চিহ্নিত করা একটু সময়সাপেক্ষ। এ পরিপ্রেক্ষিতে নিজ আসন এবং কক্ষ চিহ্নিত করার জন্য লিখিত পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট আগে পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা হলে প্রবেশ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকাল ৯টা ৪৫ মিনিটের পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। বিষয়টি প্রবেশপত্রে এবং পরীক্ষা পরিচালনা–সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনায় উল্লেখ রয়েছে।

আরও পড়ুনস্থানীয় সরকার বিভাগে বড় নিয়োগ, পদ ৮৯৭২ ঘণ্টা আগেআরও পড়ুনদেশি তরুণদের মধ্যে বাড়ছে লিংকডইনের জনপ্রিয়তা৪ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ