নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নারায়ণগঞ্জ জেলার সাবেক আহ্বায়ক ও জাতীয় যুবশক্তি–এনসিপির কেন্দ্রীয় সংগঠক কবি নিরব রায়হান 

১৭ নভেম্বর; সোমবার রাতে রাজধানীর বাংলামোটর কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মনোনয়ন সংগ্রহ করেন তিনি৷ এসময় উপস্থিত ছিলেন— দলটির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো.

তারিকুল ইসলাম, সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম, মূখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল ও সিনিয়র সংগঠক ইয়াছিন আরাফাত। 

মনোনয়নপত্র গ্রহণকালে কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থানরত নারায়ণগঞ্জের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন এবং শুভ কামনা জানান। 

 

মনোনয়নপত্র সংগ্রহ করার পর নিরব রায়হান বলেন, "বৈষম্যবিরোধী আন্দোলনের পর জনমানুষের মাঝে একটি নতুন আকাঙ্খার সৃষ্টি হয়েছে৷ বিগত ৫৪ বছরের যে রাজনৈতিক সিস্টেম এবং গত ১৬ বছরের যে কলঙ্কিত অধ্যায় এই জাতি দেখেছে তা থেকে সাধারণ জনগণ মুক্তি চায়৷ আমরা দেখেছি, বিগত সময়ে রূপগঞ্জে গোলাম দস্তগীর গাজী অবৈধভাবে এই অঞ্চলের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে, ক্ষমতা দখল করে রূপগঞ্জের মানুষকে কুক্ষিগত করে রেখেছে। দখল করেছে মানুষের বসতভিটা, ব্যবসা প্রতিষ্ঠান সহ নানান কিছু। এখানে অনিয়ম, দূর্নীতি, চাঁদাবাজ, লুটপাটের স্বর্গরাজ্য কায়েম হওয়ায় শিক্ষা ব্যবস্থায়ও হয়েছে ক্ষতিসাধন৷ সঠিকভাবে হয়নি আমাদের শিক্ষার মানোন্নয়ন। দেশের অর্থনৈতিক কাঠামোতে যেই রূপগঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেই রূপগঞ্জই মূলত বৈষম্যের শিকার৷ পরতে-পরতে বৈষম্যমূলক আচরণ দেখেছে এই আসনের মানুষ৷ রূপগঞ্জের প্রতিটি মানুষকে আমি সেই মুক্তির পথ দেখাতে অঙ্গীকারবদ্ধ। ইনশাআল্লাহ।"

 

তিনি আরও বলেন, "হাসিনার ফ্যাসিবাদী আমল এদেশের জনগণ আর কখনো দেখতে চায় না৷ আজ হাসিনার রায়ে শহীদ পরিবার, আহতরা সহ দেশবাসী খুশী। এই খুশীর দিনে আমি রূপগঞ্জের মনোনয়নপত্র সংগ্রহ করেছি। এই খুশীর জোয়ার রূপগঞ্জবাসীর জন্য অব্যাহত রাখতে চাই৷ এতে সবার দোয়া ও আন্তরিকতা কামনা করি৷"

 

উল্লেখ্য যে, নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, জামায়াত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা ও গণঅধিকার পরিষদের প্রার্থী কাওছার আলী। তারাও চালাচ্ছেন নির্বাচনী প্রচার প্রচারণা।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র জন ত ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ র পগঞ জ স গঠক

এছাড়াও পড়ুন:

সোনারগাঁয়ে বিএনপির সম্প্রীতি সমাবেশ 

সোনারগাঁয়ে বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্টকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণায় জনসম্পৃক্ততার লক্ষ্যে সোমবার বিকেলে উপজেলার বারদী মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বারদী ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সমাবেশে প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। 

সমাবেশে বারদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ সভাপতি  মো. রফিকুল ইসলাম, তাজুল ইসলাম সরকার, সোনারগাঁ  পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক  মো. মজিবুর রহমান, সোনারগাঁ উপজেলা বিএনপি নেতা আলী আজগর, মো. মনিরুজ্জামান, সেলিম হোসেন দিপু, ডা. মিজানুর রহমান, বারদী ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল হালিম, আব্দুর করিম প্রমুখ।

নারায়ণগঞ্জ-৩আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেন, বিএনপির র্দূূদিনে নেতাকর্মীদের পাশে ছিলাম। ফলে আমাকে দল মূল্যায়ন করেছেন। আমাকে মূল্যায়ন মানেই সোনারগাঁয়ের সাধারণ মানুষকে এ মূল্যায়ন।

আগামী দিনে আপনাদের পাশে থেকে সোনারগাঁয়ে সকল সমস্যার সমাধান করা হবে। সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের সকল ঐক্যবদ্ধ নেতাকর্মীদের নিয়ে এ আসন উপহার দেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • জকসু নির্বাচনে মনোনয়নপত্র নিয়েছেন ২৬৭ জন, শেষ দিনে ২৩৬
  • দায়িত্ব নিলেন নতুন ডিসি রায়হান কবির  
  • নারায়ণগঞ্জ ৪ আসনে এনসিপির মনোনয়ন সংগ্রহ করলেন আল আমিন
  • সোনারগাঁয়ে বিএনপির সম্প্রীতি সমাবেশ 
  • জকসু: শিক্ষার্থী সংসদে ২৬৭ ও হল সংসদে ৪৫ মনোনয়ন সংগ্রহ
  • প্রার্থীদের লাগবে ডোপ টেস্ট, অনলাইনে ব্যক্তি আক্রমণ ও গুজব ছড়ালে ব্যবস্থা
  • জকসু নির্বাচন: ২ দিনে ৩৫ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
  • জকসু নির্বাচন: স্বতন্ত্র থেকে ভিপি পদে মনোনয়ন নিলেন ছাত্রদল নেতা 
  • পঞ্চগড়-২: এনসিপির মনোনয়ন ফরম নিলেন শিশির আসাদ